How did Gulliver react to the giant women in Brobdingnag?
A
He admired their beauty
B
He felt disgust and fear
C
He wanted to marry one
D
He ignored them completely
উত্তরের বিবরণ
গালিভার দৈত্যাকার নারীদের কাছে খুব অস্বস্তি বোধ করত। তাদের ত্বকের দাগ, নিঃশ্বাসের গন্ধ ও বিশাল শরীর তাকে ভয় পাইয়ে দিত। যা স্বাভাবিক মানুষের চোখে সুন্দর মনে হতে পারে, তার কাছে তা ছিল ভীতিকর। এতে সুইফট সৌন্দর্যের আপেক্ষিকতা দেখিয়েছেন।

1
Updated: 1 month ago
Why were Laputans often considered ridiculous by Gulliver?
Created: 1 month ago
A
They worshipped their King blindly
B
They ignored daily life for abstract theories
C
They fought wars over mathematics
D
They were too obsessed with fashion
লাপুটার মানুষরা প্রতিদিনের বাস্তব প্রয়োজন ভুলে গাণিতিক হিসাব আর সঙ্গীতে ডুবে থাকত। ফলে কৃষি, ব্যবসা, প্রশাসন সবকিছু দুর্বল হয়ে যায়। গালিভারের চোখে তারা হাস্যকর হয়ে ওঠে। সুইফট এখানে দেখিয়েছেন—বাস্তবতা ভুলে বিমূর্ত চিন্তা সমাজকে ধ্বংস করে।

0
Updated: 1 month ago
Gulliver's final alienation from his family suggests-
Created: 1 week ago
A
Triumph of reason over emotion
B
Satire of human inability to balance reason and passion
C
Celebration of solitude
D
Endorsement of animal instinct
Gulliver-এর পরিবারের প্রতি শেষ পর্যায়ের বিমুখতা মূলত তার মানসিক ভারসাম্য হারানোর প্রতীক। এটি কোনো বুদ্ধির জয় নয়, বরং মানবীয় অনুভূতি ও যুক্তির মধ্যে সঠিক সামঞ্জস্য স্থাপন করতে ব্যর্থতার একটি ব্যঙ্গচিত্র।
Swift দেখিয়েছেন, শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক জীবন গ্রহণ করলে মানুষ নিজের মানবতা হারিয়ে ফেলে এবং একপ্রকার শূন্যতায় নিমজ্জিত হয়।
-
Swift এখানে মানব প্রকৃতির reason ও emotion—এই দুইয়ের সংঘাতকে ব্যঙ্গ করেছেন।
-
Gulliver Houyhnhnms-এর নিখাদ যুক্তিনিষ্ঠ সমাজে প্রভাবিত হয়ে মানবীয় স্নেহ, সম্পর্ক ও অনুভূতির মূল্য বুঝতে অক্ষম হয়ে পড়ে।
-
তার পরিবারের প্রতি ঘৃণা প্রকাশ আসলে এক ধরনের আত্মবিচ্ছিন্নতা, যা Swift-এর দৃষ্টিতে মানবজীবনের এক দুঃখজনক ও অপ্রাকৃত অবস্থা।
-
ফলে এটি “Satire of human inability to balance reason and passion” — অর্থাৎ মানুষের যুক্তি ও আবেগের মধ্যে সুষম সম্পর্ক রক্ষা করতে অক্ষমতার ব্যঙ্গাত্মক চিত্র।

0
Updated: 1 week ago
What is the deeper meaning behind Lilliputians forcing Gulliver to sign articles of agreement before granting him freedom?
Created: 2 weeks ago
A
It shows their legal sophistication and rational governance
B
It reflects satire on how governments impose control through contracts
C
It indicates their genuine trust in Gulliver’s morality
D
It symbolises equality between Gulliver and the Lilliputians
লিলিপুটিয়ানরা গালিভারকে মুক্তি দেওয়ার আগে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করায়। এটি আসলে ব্যঙ্গ।
সুইফট দেখাতে চেয়েছেন যে, সরকারের ক্ষমতা প্রায়শই মানুষের স্বাধীনতাকে আইন ও চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করে। বাইরের দিক থেকে এই চুক্তি যুক্তিসঙ্গত মনে হলেও, বাস্তবে এটি এক ধরনের বাধ্যবাধকতা। গালিভারের মত বিশাল মানুষকে ক্ষুদ্র লিলিপুটিয়ানরা তাদের আইনের মাধ্যমে বশে আনে।
এতে বোঝা যায় যে, আইন আসলে একধরনের রাজনৈতিক অস্ত্র, যা শক্তিশালীকেও বশে আনে। এই ব্যঙ্গ ইউরোপীয় সরকারের রাজনৈতিক চুক্তি, ট্যাক্স এবং নাগরিক নিয়ন্ত্রণের সমালোচনা। সুইফট পাঠককে ভাবাতে চান যে, মানুষ প্রকৃতপক্ষে স্বাধীন নয়; রাষ্ট্রীয় কাঠামো সবসময় তাকে বেঁধে রাখে।

0
Updated: 2 weeks ago