A
He admired their beauty
B
He felt disgust and fear
C
He wanted to marry one
D
He ignored them completely
উত্তরের বিবরণ
গালিভার দৈত্যাকার নারীদের কাছে খুব অস্বস্তি বোধ করত। তাদের ত্বকের দাগ, নিঃশ্বাসের গন্ধ ও বিশাল শরীর তাকে ভয় পাইয়ে দিত। যা স্বাভাবিক মানুষের চোখে সুন্দর মনে হতে পারে, তার কাছে তা ছিল ভীতিকর। এতে সুইফট সৌন্দর্যের আপেক্ষিকতা দেখিয়েছেন।

1
Updated: 1 week ago
Why did the Brobdingnagians find Gulliver’s clothes strange?
Created: 1 week ago
A
They were too small and delicate
B
They were made of animal skins
C
They were decorated with gold and silver
D
They were full of dust and dirt
দৈত্যাকার ব্রবডিংনাগবাসীদের কাছে গালিভারের পোশাক ছিল খেলনার মতো ছোট ও সূক্ষ্ম। তারা অবাক হয় কিভাবে এত সূক্ষ্মভাবে কাপড় সেলাই করা যায়। আসলে এই বৈপরীত্যের মাধ্যমে সুইফট মানুষের প্রযুক্তি আর দৈত্যদের দৃষ্টিভঙ্গির তুলনা করেছেন।

0
Updated: 1 week ago
What did the Houyhnhnms symbolize in Swift’s satire?
Created: 1 week ago
A
Blind faith and superstition
B
Power of military strength
C
Success in trade and wealth
D
Ideal of rational and moral life
হুইনহ্নিমরা এমন এক সমাজের প্রতীক, যেখানে সবকিছু যুক্তি ও নৈতিকতার ওপর দাঁড়িয়ে আছে। তারা মিথ্যা, লোভ, যুদ্ধ কিছুই জানে না। সুইফট তাদের মাধ্যমে দেখিয়েছেন—মানুষ এমন হতে পারলে সমাজ হবে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক।

0
Updated: 1 week ago
Gulliver’s third voyage takes him to:
Created: 2 weeks ago
A
Laputa
B
Lilliput
C
Brobdingnag
D
Glubbdubdrib

0
Updated: 2 weeks ago