How did Glumdalclitch treat Gulliver?
A
As a doll to play with
B
As a dear friend and guardian
C
As a servant for daily work
D
As a showpiece for the court
উত্তরের বিবরণ
গ্লামডালক্লিচ গালিভারের প্রতি গভীর স্নেহ দেখাত। সে তাকে শুধুই খেলনা নয়, বরং একজন ছোট্ট বন্ধুর মতো দেখত। গালিভারের ঘুম, খাবার, স্বাস্থ্য সবকিছু সে যত্ন নিত। তাই গালিভারের কাছে গ্লামডালক্লিচ ছিল সবচেয়ে ভরসার মানুষ।

1
Updated: 1 month ago
How did Gulliver learn the Houyhnhnms’ language?
Created: 1 month ago
A
By practicing with the Yahoos
B
By studying their books
C
By living with a kind master horse
D
By listening secretly in meetings
গালিভারকে এক হুইনহ্নিম পরিবারের ঘোড়া আশ্রয় দেয়। সেই ঘোড়ার সঙ্গে থেকে সে তাদের ভাষা শেখে। সময়ের সঙ্গে সে এতটাই দক্ষ হয়ে ওঠে যে আলোচনায় অংশ নিতে পারে। এটি তাকে হুইনহ্নিম সমাজ বুঝতে সাহায্য করে।

1
Updated: 1 month ago
How did Gulliver reach Brobdingnag?
Created: 1 month ago
A
His boat drifted ashore after a storm
B
He was abandoned by sailors on the coast
C
He fell into the sea and swam
D
He was captured by pirates and left there
গালিভার একবার অভিযানে গেলে তার নাবিকেরা উপকূলে খাবার খুঁজতে নামে। হঠাৎ এক দৈত্য এসে পড়লে নাবিকেরা ভয় পেয়ে পালিয়ে যায়। গালিভারকে তারা একা ফেলে রেখে সমুদ্রে চলে যায়। এভাবেই সে ব্রবডিংনাগে আটকা পড়ে যায়।

1
Updated: 1 month ago
Why did the Brobdingnagians find Gulliver’s clothes strange?
Created: 1 month ago
A
They were too small and delicate
B
They were made of animal skins
C
They were decorated with gold and silver
D
They were full of dust and dirt
দৈত্যাকার ব্রবডিংনাগবাসীদের কাছে গালিভারের পোশাক ছিল খেলনার মতো ছোট ও সূক্ষ্ম। তারা অবাক হয় কিভাবে এত সূক্ষ্মভাবে কাপড় সেলাই করা যায়। আসলে এই বৈপরীত্যের মাধ্যমে সুইফট মানুষের প্রযুক্তি আর দৈত্যদের দৃষ্টিভঙ্গির তুলনা করেছেন।

0
Updated: 1 month ago