A
Small vs. Giant scale of human life
B
Peaceful vs. Violent Society
C
Poverty vs. Wealth
D
Ignorance vs. Education
উত্তরের বিবরণ
লিলিপুটে গালিভার ছিল দৈত্য, আর ব্রবডিংনাগে সে ক্ষুদ্র প্রাণীর মতো। দুটি ভ্রমণ আকারের বৈপরীত্যকে কেন্দ্র করে তৈরি। এই বৈপরীত্যের মাধ্যমে সুইফট দেখিয়েছেন মানব অহংকার কতটা আপেক্ষিক—কোথাও মানুষ দৈত্য, কোথাও ক্ষুদ্র পোকা।

0
Updated: 1 week ago
What was the King’s reaction when Gulliver offered gunpowder?
Created: 1 week ago
A
He rejected it as evil and cruel
B
He accepted it with great joy
C
He wanted to use it against enemies
D
He asked Gulliver to demonstrate it
গালিভার ইংল্যান্ডের শক্তি বোঝাতে গানপাউডার বানানোর প্রস্তাব দেয়। কিন্তু ব্রবডিংনাগের রাজা এটিকে ভয়ংকর ও অমানবিক অস্ত্র মনে করেন। তিনি বলেন, যারা এমন জিনিস আবিষ্কার করেছে তারা নীচ ও নিষ্ঠুর। এতে সুইফট ইউরোপীয় যুদ্ধনীতি ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
What did the Houyhnhnms believe about war?
Created: 1 week ago
A
It was unnatural and unnecessary
B
It was glorious for brave horses
C
It was useful for gaining land
D
It was sometimes necessary for justice
হুইনহ্নিমরা মনে করত যুদ্ধ প্রকৃতির বিরুদ্ধে এবং কোনো কাজেই আসে না। তারা বিশ্বাস করত—যুক্তি ও আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা যায়। সুইফট এখানে দেখিয়েছেন, যুদ্ধ আসলে মানুষের বর্বরতার প্রতীক।

0
Updated: 1 week ago
Why was Gulliver accused of treason in Lilliput?
Created: 1 week ago
A
He helped Blefuscu secretly
B
He refused cruel orders of the Emperor
C
He insulted Lilliputian ministers
D
He destroyed crops while walking
গালিভার যখন ব্লেফুস্কু দখল করতে অস্বীকার করে, তখন সম্রাট ও মন্ত্রীরা মনে করেন সে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। আসলে সে মানবিক কারণে নিষ্ঠুর আদেশ মানেনি। এর ফলে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়।

0
Updated: 1 week ago