How did Gulliver view the King of Brobdingnag?
A
As wise and morally upright
B
As cruel and arrogant
C
As ignorant of politics
D
As weak and careless
উত্তরের বিবরণ
গালিভার রাজাকে ন্যায়পরায়ণ, জ্ঞানী ও সৎ শাসক হিসেবে বর্ণনা করে। যদিও রাজা ইংল্যান্ডকে ব্যঙ্গ করেন, তবুও গালিভার বুঝতে পারে তিনি উচ্চ নৈতিকতার অধিকারী। রাজা স্বার্থপরতা নয়, বরং ন্যায়ের পথে চলেন। এর মাধ্যমে সুইফট এক আদর্শ শাসকের প্রতিচ্ছবি দিয়েছেন।

0
Updated: 1 month ago
What is the main satirical target in the Laputa episode of Gulliver’s Travels?
Created: 2 weeks ago
A
The arrogance of scientific theories disconnected from practical life.
B
The cruelty of monarchs who enslave weaker nations.
C
The Corruption of Lawyers and Judges in English Courts.
D
The extravagance of aristocratic fashion and luxury.
Laputa অধ্যায়ে Swift বিজ্ঞানী ও দার্শনিকদের ব্যঙ্গ করেছেন, যারা বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন। তারা অদ্ভুত সব পরীক্ষা চালায়—যেমন শসা থেকে সূর্যের আলো বের করা বা বরফ থেকে আগুন তৈরি করা। এগুলো কোনো বাস্তব কাজে লাগে না, কিন্তু তারা গর্বের সঙ্গে গবেষণা চালিয়ে যায়।
এটি আসলে সমকালীন Royal Society এবং বৈজ্ঞানিক চর্চার প্রতি Swift-এর সমালোচনা। তিনি মনে করতেন, বিজ্ঞান যদি মানুষের জীবনের উন্নতিতে কাজে না লাগে, তবে তা অর্থহীন। অতিরিক্ত তত্ত্ব আর অকার্যকর গবেষণা সমাজের উপকার করে না, বরং সময় ও শ্রম নষ্ট করে।
অতএব, Laputa অধ্যায়ে মূল ব্যঙ্গ হলো—অহংকারী জ্ঞানী সমাজ, যারা বাস্তবতা ভুলে কেবল বিমূর্ত তত্ত্বে ডুবে থাকে।

3
Updated: 2 weeks ago
What did Laputans wear on their clothes to show their interests?
Created: 1 month ago
A
Pictures of gold and jewels
B
Symbols of swords and shields
C
Designs of ships and waves
D
Figures of suns, moons, and musical instruments
লাপুটার মানুষরা তাদের পোশাকে সূর্য, চাঁদ, বাদ্যযন্ত্র ইত্যাদির ছবি আঁকত। এগুলো তাদের চিন্তার জগতকে প্রকাশ করত। এতে বোঝা যায় তারা শুধু আকাশ আর সঙ্গীতেই ডুবে থাকত, বাস্তব জীবনে তাদের তেমন আগ্রহ ছিল না।

1
Updated: 1 month ago
What does the rope-dancing game in Lilliput symbolize?
Created: 1 month ago
A
Love and friendship among people
B
Corruption and flattery in politics
C
Military training and discipline
D
Entertainment for children only
লিলিপুটে কর্মকর্তারা পদোন্নতির জন্য সম্রাটের সামনে দড়ির ওপর নাচ দেখাত। যারা ভালোভাবে ব্যালান্স করতে পারত, তারাই উচ্চ পদ পেত। এটি আসলে ব্যঙ্গ—রাজনীতিতে দক্ষতার চেয়ে তোষামোদ, চাটুকারিতা ও অনৈতিকতা দিয়েই সাফল্য পাওয়া যায়।

0
Updated: 1 month ago