A
He rejected it as evil and cruel
B
He accepted it with great joy
C
He wanted to use it against enemies
D
He asked Gulliver to demonstrate it
উত্তরের বিবরণ
গালিভার ইংল্যান্ডের শক্তি বোঝাতে গানপাউডার বানানোর প্রস্তাব দেয়। কিন্তু ব্রবডিংনাগের রাজা এটিকে ভয়ংকর ও অমানবিক অস্ত্র মনে করেন। তিনি বলেন, যারা এমন জিনিস আবিষ্কার করেছে তারা নীচ ও নিষ্ঠুর। এতে সুইফট ইউরোপীয় যুদ্ধনীতি ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
What did the Houyhnhnms think about Gulliver at first?
Created: 1 week ago
A
He was a lost traveler
B
He was a magical animal
C
He was a clever Yahoo
D
He was a danger to society
গালিভারের আকার ও চেহারা ইয়াহুর মতো ছিল, তবে তার কথা বলা ও ভদ্রতা অন্যরকম। তাই হুইনহ্নিমরা মনে করে সে আসলে এক বুদ্ধিমান ইয়াহু। এই তুলনা গালিভারকে কষ্ট দিলেও সমাজ-ব্যঙ্গকে গভীর করেছে।

0
Updated: 1 week ago
What did the Houyhnhnms decide about Gulliver after some time?
Created: 1 week ago
A
He should leave their land
B
He should live as their servant
C
He should punish the Yahoos
D
He should stay among them
হুইনহ্নিমরা মনে করে গালিভার ইয়াহুর মতো হলেও ভিন্ন। তবে তাদের সমাজে এমন ব্যতিক্রম রাখা ঠিক হবে না। তাই সভায় সিদ্ধান্ত হয় গালিভারকে দেশ ছাড়তে হবে। এটি দেখায়—আদর্শ সমাজেও ভিন্নতাকে জায়গা দেওয়া সবসময় সহজ নয়।

0
Updated: 1 week ago
How did Gulliver describe gunpowder and cannons to the King?
Created: 1 week ago
A
As the glory of England
B
As a terrible but useful invention
C
As a harmless tool of war
D
As a new discovery for peace
গালিভার ইংল্যান্ডের শক্তি বোঝাতে গানপাউডার ও কামানের কথা বলে। সে এটিকে ভয়ংকর হলেও দরকারী আবিষ্কার বলে বর্ণনা করে। কিন্তু রাজা এটিকে বর্বরতা মনে করেন এবং এমন নিষ্ঠুর অস্ত্র ব্যবহারকারীদের নৈতিকভাবে নীচ ভাবেন। এতে ইউরোপীয় যুদ্ধনীতি ব্যঙ্গ করা হয়েছে।

1
Updated: 1 week ago