A
He was carried in a small box
B
He rode on Glumdalclitch’s shoulder
C
He used a tiny cart made for him
D
He always walked with guards
উত্তরের বিবরণ
গালিভারের নিরাপত্তার জন্য তার জন্য বিশেষ একটি কাঠের বাক্স বানানো হয়েছিল। গ্লামডালক্লিচ সেই বাক্সে করে তাকে প্রাসাদের ভেতরে-বাইরে বহন করত। এতে গালিভার দুর্ঘটনা বা দৈত্যদের আঘাত থেকে রক্ষা পেত। এই বাক্সটি তার ছোট ঘরের মতো ছিল।

0
Updated: 1 week ago
What shocked Gulliver most in Brobdingnag?
Created: 1 week ago
A
The huge size of animals and people
B
The strange food they ate
C
The lack of books and libraries
D
The absence of advanced weapons
ব্রবডিংনাগে সবকিছুই বিশাল—মানুষ, পশু, গাছ, ফল ইত্যাদি। গালিভারের কাছে এটি ভয়ংকর ও অদ্ভুত লাগে। যেমন, সাধারণত যা মানুষের কাছে সুন্দরী নারী, তার দৈত্যাকার রূপ গালিভারের কাছে ভীতিকর হয়ে ওঠে। আকারের এই বৈপরীত্যই তাকে বিস্মিত করেছিল।

0
Updated: 1 week ago
How did the Queen of Brobdingnag treat Gulliver?
Created: 1 week ago
A
With kindness and care
B
As a prisoner
C
As a scientific object
D
With neglect and cruelty
কৃষক গালিভারকে রাজার প্রাসাদে বিক্রি করে দিলে রানি তাকে স্নেহ করেন। তিনি গালিভারের থাকার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করান এবং তার খাবার, নিরাপত্তা সবকিছু দেখাশোনা করেন। এতে গালিভার অনেক স্বস্তি পায়।

0
Updated: 1 week ago
How did Gulliver impress the Lilliputians after being captured?
Created: 1 week ago
A
He behaved gently and calmly
B
He destroyed their enemies at once
C
He refused to eat their food
D
He shouted loudly for his freedom
গালিভার প্রথমে ভয়ে বাঁধা থাকলেও কোনো ক্ষতি করেনি। বরং সে শান্তভাবে খাবার গ্রহণ করে ও আক্রমণ না করে আত্মনিয়ন্ত্রণ দেখায়। লিলিপুটবাসীরা ভাবে সে যদি চাইত তবে সহজেই তাদের ধ্বংস করতে পারত। তার ভদ্র আচরণেই তারা মুগ্ধ হয়।

0
Updated: 1 week ago