How did Gulliver travel around the palace safely?
A
He was carried in a small box
B
He rode on Glumdalclitch’s shoulder
C
He used a tiny cart made for him
D
He always walked with guards
উত্তরের বিবরণ
গালিভারের নিরাপত্তার জন্য তার জন্য বিশেষ একটি কাঠের বাক্স বানানো হয়েছিল। গ্লামডালক্লিচ সেই বাক্সে করে তাকে প্রাসাদের ভেতরে-বাইরে বহন করত। এতে গালিভার দুর্ঘটনা বা দৈত্যদের আঘাত থেকে রক্ষা পেত। এই বাক্সটি তার ছোট ঘরের মতো ছিল।

0
Updated: 1 month ago
Gulliver's disgust with humans after the Houyhnhnms voyage is paradoxical because-
Created: 1 week ago
A
He believes humans can be fully reformed with education
B
He still accepts the inevitability of human moral corruption
C
He fully renounces human society and becomes a recluse
D
He entirely blames the Houyhnhnms for setting impossible standards
গালিভার (Gulliver) যখন হুইহ্নিমদের (Houyhnhnms) সমাজ থেকে ফিরে আসে, তখন মানুষের প্রতি তার বিতৃষ্ণা এক ধরনের বৈপরীত্যপূর্ণ মনোভাব (paradoxical attitude) প্রকাশ করে। তিনি যুক্তিবাদী ও নৈতিক জীব হিসেবে হুইহ্নিমদের অনুকরণ করতে চান, কিন্তু সেই চেষ্টাতেই নিজে হয়ে ওঠেন অতি অহংকারী ও মানববিরাগী (misanthropic)—যা আসলে সেই অযুক্তিকতা ও গর্বেরই প্রতিফলন, যেগুলোর জন্য তিনি মানুষকে ঘৃণা করেন।
১. হুইহ্নিমদের যুক্তিনির্ভর, শান্তিপূর্ণ জীবনের প্রতি গালিভারের আকর্ষণ তাকে মানব সমাজ থেকে দূরে ঠেলে দেয়।
২. কিন্তু এই বিচ্ছিন্নতা (isolation) তার নিজের মানবিক সীমাবদ্ধতাকেই তুলে ধরে—তিনি নিজেই প্রমাণ করেন যে মানুষ সম্পূর্ণভাবে যুক্তিনির্ভর হতে পারে না।
৩. ফলে, মানুষের দোষ খুঁজতে গিয়ে গালিভার নিজেই হয়ে ওঠেন অযৌক্তিক ও আত্মকেন্দ্রিক (irrational and self-righteous), যা তার চরিত্রে এক গভীর বৈপরীত্য সৃষ্টি করে।
এই কারণেই তার মানুষের প্রতি ঘৃণা একটি paradox — তিনি যেভাবে মানুষ হতে অস্বীকার করেন, সেটাই প্রমাণ করে তিনি এখনো মানুষ হিসেবেই চিন্তা ও প্রতিক্রিয়া করেন।

0
Updated: 1 week ago
Gulliver's Travels was written by -
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Mark Twain
C
Daniel Defoe
D
Jonathan Swift
Gulliver's Travels
-
লেখক: Jonathan Swift
-
যুগ: Augustan Age, 18th Century
-
ধরন: Satirical Novel
-
প্রকাশ: 1726
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে যায়, ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং অদ্ভুত দেশে পৌঁছায় যেখানে লোকেরা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুটদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে, পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সঙ্গে যুদ্ধেও সে জড়িত হয়।
-
শেষে Gulliver বেঁচে ফিরে আসে।
-
-
চারটি খন্ড:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the Country of the Houyhnhnms
-
Jonathan Swift
-
জাতীয়তা: Anglo-Irish
-
পেশা: Author ও Clergyman
-
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গরচয়িতা (Satirist)
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-
Source: Britannica

0
Updated: 1 month ago
Why were High Heels considered superior by many Lilliputians?
Created: 1 month ago
A
They were wealthier than Low Heels
B
They represented old noble traditions
C
They were stronger in the army
D
They were closer to the Emperor
হাই হিলরা ছিল প্রাচীন অভিজাত ও ঐতিহ্যবাহী শ্রেণির প্রতীক। অনেক সাধারণ মানুষ তাদেরকে শ্রদ্ধা করত, কারণ তারা প্রাচীন গৌরব ধরে রেখেছিল। এটি ইংল্যান্ডের টোরিদের প্রতীক। সুইফট দেখিয়েছেন—রাজনীতিতে ঐতিহ্য বনাম পরিবর্তনের দ্বন্দ্ব সবসময় থাকে।

0
Updated: 1 month ago