A
Human pride is foolish before greater powers
B
Wealth brings happiness in every society
C
Science is stronger than morality
D
Small nations are always weak
উত্তরের বিবরণ
ব্রবডিংনাগে গালিভার বুঝতে পারে, ইংল্যান্ডের শক্তি ও গর্ব দৈত্যদের কাছে তুচ্ছ। সে উপলব্ধি করে মানুষ যতই অহংকার করুক, তার চেয়ে বড় কোনো শক্তির সামনে তা অর্থহীন হয়ে পড়ে। এ অভিজ্ঞতা তাকে বিনয়ী হতে শেখায়।

0
Updated: 1 week ago
How did the farmer use Gulliver before selling him?
Created: 1 week ago
A
He kept him as a pet
B
He showed him in public for money
C
He gave him as a gift to the Queen
D
He taught him farming work
কৃষক গালিভারকে প্রথমে খেলনা মনে করলেও পরে বুঝতে পারে তাকে দিয়ে টাকা রোজগার করা যায়। সে গালিভারকে বিভিন্ন শহরে ঘুরিয়ে লোকদের দেখাত এবং প্রবেশমূল্য নিত। এতে গালিভার অনেক কষ্ট পেলেও কৃষকের আর্থিক লাভ হচ্ছিল।

0
Updated: 1 week ago
What did the Emperor grant Gulliver by giving him the title “Nardac”?
Created: 1 week ago
A
Freedom to leave Lilliput anytime
B
Permission to marry a Lilliputian woman
C
The highest honor and rank in Lilliput
D
A reward of gold and land
গালিভার ব্লেফুস্কুর নৌবহর দখল করার পর সম্রাট তাকে বিশেষ উপাধি “নারড্যাক” প্রদান করেন। এটি ছিল লিলিপুটে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের প্রতীক। তবে রাজনৈতিক কারণে পরবর্তীতে এই সম্মানও তার বিপদ এড়াতে পারেনি।

0
Updated: 1 week ago
What advantage did Laputa have over Balnibarbi?
Created: 1 week ago
A
It had a stronger military
B
It could control them by floating above
C
It was richer in agriculture
D
It had better laws and justice
লাপুটার ভাসমান দ্বীপ উপরে নেমে এসে বালনিবার্বিকে শাসন করত। প্রয়োজনে দ্বীপ নামিয়ে শহর ধ্বংস করতে পারত। এভাবে তারা ভয় দেখিয়ে অধীন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। এটি ইউরোপের উপনিবেশবাদী শক্তির প্রতীকী চিত্র।

0
Updated: 1 week ago