A
A toy and curiosity
B
A respected scholar
C
A soldier in the army
D
A servant in the palace
উত্তরের বিবরণ
ব্রবডিংনাগবাসীরা গালিভারকে ছোট্ট খেলনা বা কৌতূহলের বস্তু হিসেবে দেখত। কৃষক তাকে প্রদর্শনীতে দেখাত, আর প্রাসাদে রানি তাকে আলাদা ঘরে রাখত। যদিও সে শিক্ষিত মানুষ ছিল, তার আকারের কারণে সবাই তাকে শুধুই খেলনা হিসেবে ব্যবহার করত।

0
Updated: 1 week ago
What was the Academy of Lagado in Balnibarbi famous for?
Created: 1 week ago
A
Strange and useless experiments
B
Military training for war
C
Libraries and education
D
Trading and business
বালনিবার্বির রাজধানী লাগাডোর অ্যাকাডেমিতে বিজ্ঞানীরা অবাস্তব ও অদ্ভুত গবেষণা করত। যেমন—শসা দিয়ে রোদ বানানো বা বরফ থেকে আগুন তৈরি করা। এসবের কোনো বাস্তব ফল ছিল না। এর মাধ্যমে সুইফট অকার্যকর বৈজ্ঞানিক পরীক্ষা ও অপচয়কে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
Misanthropist means _____.
Created: 3 weeks ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believes that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।

0
Updated: 3 weeks ago
What advantage did Laputa have over Balnibarbi?
Created: 1 week ago
A
It had a stronger military
B
It could control them by floating above
C
It was richer in agriculture
D
It had better laws and justice
লাপুটার ভাসমান দ্বীপ উপরে নেমে এসে বালনিবার্বিকে শাসন করত। প্রয়োজনে দ্বীপ নামিয়ে শহর ধ্বংস করতে পারত। এভাবে তারা ভয় দেখিয়ে অধীন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। এটি ইউরোপের উপনিবেশবাদী শক্তির প্রতীকী চিত্র।

0
Updated: 1 week ago