What did the King of Brobdingnag say about English lawyers?
A
They twisted laws for money
B
They defended justice honestly
C
They avoided political power
D
They worked only for the King
উত্তরের বিবরণ
গালিভারের মুখে ইংরেজ আইনশৃঙ্খলার কথা শুনে রাজা মন্তব্য করেন যে ইংল্যান্ডের আইনজীবীরা টাকার জন্য আইনকে এদিক-সেদিক ঘোরায়। তারা ন্যায়ের চেয়ে স্বার্থকেই বড় করে দেখে। এতে সুইফট তার দেশের আইনি দুর্নীতি ও ভণ্ডামিকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
How did Gulliver view the King of Brobdingnag?
Created: 1 month ago
A
As wise and morally upright
B
As cruel and arrogant
C
As ignorant of politics
D
As weak and careless
গালিভার রাজাকে ন্যায়পরায়ণ, জ্ঞানী ও সৎ শাসক হিসেবে বর্ণনা করে। যদিও রাজা ইংল্যান্ডকে ব্যঙ্গ করেন, তবুও গালিভার বুঝতে পারে তিনি উচ্চ নৈতিকতার অধিকারী। রাজা স্বার্থপরতা নয়, বরং ন্যায়ের পথে চলেন। এর মাধ্যমে সুইফট এক আদর্শ শাসকের প্রতিচ্ছবি দিয়েছেন।

0
Updated: 1 month ago
Who is considered the greatest satirist of English literature?
Created: 4 weeks ago
A
George Orwell
B
Jane Austen
C
John Dryden
D
Jonathan Swift
জোনাথান সুইফটকে ইংরেজি সাহিত্যের একজন মহান ব্যঙ্গরচয়িতা হিসেবে বিবেচনা করা হয়, কারণ তিনি বিনোদন, বিদ্রূপ এবং অতিরঞ্জন ব্যবহার করে সামাজিক, রাজনৈতিক এবং নৈতিক বিষয়গুলোকে দক্ষতার সঙ্গে উপস্থাপন করেছেন।
তার লেখার ধারা বহু প্রজন্মের লেখককে প্রভাবিত করেছে এবং কার্যকরী ব্যঙ্গের একটি মডেল হিসেবে এখনও অধ্যয়ন করা হয়।
-
তার বিখ্যাত কাজগুলোর মধ্যে অন্যতম:
-
A Modest Proposal: একটি তীব্র ব্যঙ্গাত্মক প্রবন্ধ, যা ব্রিটিশ নীতির সমালোচনা করে এবং সামাজিক অন্যায়ের দিকে চটকদার বিদ্রূপের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে।
-
Gulliver’s Travels: একটি কাল্পনিক ভ্রমণকাহিনী, যেখানে লেমুয়েল গুলিভারের ভ্রমণের মাধ্যমে মানব প্রকৃতি, সমাজ, রাজনীতি এবং বিজ্ঞানকে সুইফট তীব্রভাবে ব্যঙ্গ করেছেন।
-
সুইফটের হাস্যরস, সামাজিক মন্তব্য এবং নৈতিক সমালোচনার অনন্য মিশ্রণ তাকে সাহিত্যে একটি উচ্চ স্থান দিয়েছে।

0
Updated: 2 weeks ago
How did Gulliver describe gunpowder and cannons to the King?
Created: 1 month ago
A
As the glory of England
B
As a terrible but useful invention
C
As a harmless tool of war
D
As a new discovery for peace
গালিভার ইংল্যান্ডের শক্তি বোঝাতে গানপাউডার ও কামানের কথা বলে। সে এটিকে ভয়ংকর হলেও দরকারী আবিষ্কার বলে বর্ণনা করে। কিন্তু রাজা এটিকে বর্বরতা মনে করেন এবং এমন নিষ্ঠুর অস্ত্র ব্যবহারকারীদের নৈতিকভাবে নীচ ভাবেন। এতে ইউরোপীয় যুদ্ধনীতি ব্যঙ্গ করা হয়েছে।

2
Updated: 1 month ago