How did Gulliver feel when the giant flies and wasps attacked him?
A
He was terrified and helpless
B
He fought bravely with his sword
C
He hid under Glumdalclitch’s bed
D
He ignored them as harmless
উত্তরের বিবরণ
গালিভার এত ছোট হওয়ায় সাধারণ মাছি ও বোলতার মতো পোকাও তার জন্য ভয়ংকর হয়ে ওঠে। অনেক সময় তাকে কামড়ায় বা আক্রমণ করে। এসব মুহূর্তে গালিভার ভীষণ ভীত হয় এবং নিজেকে অসহায় মনে করে। এতে আকারের বৈপরীত্য আরও স্পষ্ট হয়।

1
Updated: 1 month ago
How did Gulliver finally arrive in Lilliput?
Created: 1 month ago
A
He swam ashore after his ship sank
B
He was rescued by Lilliputian boats
C
He drifted in a small lifeboat
D
He was carried by sea waves unconscious
গালিভারের জাহাজ ঝড়ে ডুবে যায়। কিছু নাবিক মারা যায়, বাকিরা হারিয়ে যায়। গালিভার সাঁতরে প্রাণ বাঁচায় এবং অবশেষে ক্লান্ত অবস্থায় লিলিপুটের তীরে পৌঁছায়। যদিও মনে হয় সে হয়তো নৌকা বা ঢেউয়ে এসেছে, আসল সত্য হলো সে সাঁতার কেটে দ্বীপে পৌঁছেছিল।

2
Updated: 1 month ago
What is the main satirical target in the Laputa episode of Gulliver’s Travels?
Created: 2 weeks ago
A
The arrogance of scientific theories disconnected from practical life.
B
The cruelty of monarchs who enslave weaker nations.
C
The Corruption of Lawyers and Judges in English Courts.
D
The extravagance of aristocratic fashion and luxury.
Laputa অধ্যায়ে Swift বিজ্ঞানী ও দার্শনিকদের ব্যঙ্গ করেছেন, যারা বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন। তারা অদ্ভুত সব পরীক্ষা চালায়—যেমন শসা থেকে সূর্যের আলো বের করা বা বরফ থেকে আগুন তৈরি করা। এগুলো কোনো বাস্তব কাজে লাগে না, কিন্তু তারা গর্বের সঙ্গে গবেষণা চালিয়ে যায়।
এটি আসলে সমকালীন Royal Society এবং বৈজ্ঞানিক চর্চার প্রতি Swift-এর সমালোচনা। তিনি মনে করতেন, বিজ্ঞান যদি মানুষের জীবনের উন্নতিতে কাজে না লাগে, তবে তা অর্থহীন। অতিরিক্ত তত্ত্ব আর অকার্যকর গবেষণা সমাজের উপকার করে না, বরং সময় ও শ্রম নষ্ট করে।
অতএব, Laputa অধ্যায়ে মূল ব্যঙ্গ হলো—অহংকারী জ্ঞানী সমাজ, যারা বাস্তবতা ভুলে কেবল বিমূর্ত তত্ত্বে ডুবে থাকে।

3
Updated: 2 weeks ago
How did Gulliver learn the Houyhnhnms’ language?
Created: 1 month ago
A
By practicing with the Yahoos
B
By studying their books
C
By living with a kind master horse
D
By listening secretly in meetings
গালিভারকে এক হুইনহ্নিম পরিবারের ঘোড়া আশ্রয় দেয়। সেই ঘোড়ার সঙ্গে থেকে সে তাদের ভাষা শেখে। সময়ের সঙ্গে সে এতটাই দক্ষ হয়ে ওঠে যে আলোচনায় অংশ নিতে পারে। এটি তাকে হুইনহ্নিম সমাজ বুঝতে সাহায্য করে।

1
Updated: 1 month ago