A
সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষণে ঘাটতি
B
তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
C
প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
D
উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
উত্তরের বিবরণ
গ্রিন হাউজ প্রভাব
গ্রিন হাউজ হলো কাঁচ দিয়ে তৈরি একটি ঘর, যেখানে গাছপালা চাষের জন্য নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করা হয়। সূর্যের আলো ঘরের ভিতরে প্রবেশ করে, কিন্তু সেই তাপ সহজে বাইরে যেতে পারে না—ফলে ঘরের অভ্যন্তর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যায়।
পৃথিবীর বায়ুমণ্ডলেও একই ধরনের একটি প্রক্রিয়া ঘটে। সূর্যের তাপ পৃথিবীতে প্রবেশ করার পর, তার কিছু অংশ ফিরে যাওয়ার কথা থাকলেও কিছু গ্যাসের কারণে তা আটকে যায়। এতে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। এই প্রক্রিয়াটি "গ্রিন হাউজ প্রভাব" নামে পরিচিত।
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির এই ধারাকেই বৈশ্বিক উষ্ণায়ন বলা হয়, যা মূলত গ্রিন হাউজ প্রভাবের ফল। এই উষ্ণায়নের জন্য বেশ কিছু গ্যাসকে দায়ী করা হয়—যেমন:
-
কার্বন ডাই-অক্সাইড (CO₂)
-
মিথেন (CH₄)
-
নাইট্রাস অক্সাইড (N₂O)
-
ক্লোরোফ্লোরোকার্বন (CFCs)
-
ওজোন (O₃)
-
জলীয়বাষ্প (H₂O)
এই গ্যাসগুলোকে সম্মিলিতভাবে গ্রিন হাউজ গ্যাস বলা হয়, যেগুলো বায়ুমণ্ডলে তাপ আটকে রেখে পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে তুলছে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago