What was the King’s final opinion about the English people?
A
They were noble and wise
B
They were selfish and corrupt
C
They were brave and generous
D
They were peace-loving and kind
উত্তরের বিবরণ
গালিভার যখন ইংল্যান্ডের রাজনীতি, রাজাদের যুদ্ধ, মন্ত্রীদের ষড়যন্ত্র ইত্যাদি বর্ণনা করে, তখন ব্রবডিংনাগের রাজা তাচ্ছিল্য করেন। তিনি বলেন, ইংরেজরা লোভী, দুর্নীতিগ্রস্ত ও স্বার্থপর। এর মাধ্যমে সুইফট দেখিয়েছেন ইউরোপের তৎকালীন রাজনৈতিক অবস্থার ব্যঙ্গচিত্র।

0
Updated: 1 month ago
In the land of the Houyhnhnms, what is the one concept that the rational horses have no word for and cannot comprehend?
Created: 4 weeks ago
A
Hunger
B
Lying or falsehood
C
Fear
D
Love
এটি গুলিভারের ভ্রমণের কেন্দ্রীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর চূড়ান্ত অংশ, যা শেষ ভ্রমণের মূল ব্যঙ্গাত্মক বক্তব্য হিসেবে স্বিফটের স্যাটায়ারকে প্রকাশ করে।
-
প্রাথমিকভাবে, গুলিভার ইয়াহুদের প্রতি ঘৃণা অনুভব করে এবং তাদের থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করে।
-
হুহ্নহ্নমদের কাছে বোঝাতে চায় যে সে তাদের মতো নয়।
-
যত বেশি সময় সে তাদের সাহসী, লোভী, কামুক এবং সহিংস আচরণ পর্যবেক্ষণ করে, তত বেশি সে অস্বিকার্য সত্যের মুখোমুখি হয়: ইয়াহুরা তার নিজের জাতের একটি কাঁচা, অসভ্য রূপ।
-
ইয়াহুদের মধ্যে দেখা দুষ্টামি—মূল্যহীন চকচকে পাথরের জন্য সংঘর্ষ (লোভ), ময়লা-মলিনতা, অযৌক্তিক আক্রমণ—ইউরোপীয় সমাজের মানুষের সেই একই দুষ্টামি, শুধু এটি পর্দা দেওয়া পোশাক ও সামাজিক নিয়মের আড়ালে থাকে।
-
গুলিভার যখন মানবজাতিকে তাদের সত্যিকারের ভয়ঙ্কর রূপে দেখে, তা এতটাই ঘৃণাজনক যে এটি তার মিশানথ্রপি এবং মানসিক পতনের দিকে নিয়ে যায়।

0
Updated: 4 weeks ago
How did Gulliver travel around the palace safely?
Created: 1 month ago
A
He was carried in a small box
B
He rode on Glumdalclitch’s shoulder
C
He used a tiny cart made for him
D
He always walked with guards
গালিভারের নিরাপত্তার জন্য তার জন্য বিশেষ একটি কাঠের বাক্স বানানো হয়েছিল। গ্লামডালক্লিচ সেই বাক্সে করে তাকে প্রাসাদের ভেতরে-বাইরে বহন করত। এতে গালিভার দুর্ঘটনা বা দৈত্যদের আঘাত থেকে রক্ষা পেত। এই বাক্সটি তার ছোট ঘরের মতো ছিল।

0
Updated: 1 month ago
Why was Laputa called a land of “theorists”?
Created: 1 month ago
A
People cared only for abstract theories, not for practice
B
They wrote many books of religion
C
They built the largest libraries in the world
D
They were excellent in trade and navigation
লাপুটার মানুষদের চিন্তা শুধু গণিত, সঙ্গীত আর জ্যোতির্বিজ্ঞানে সীমাবদ্ধ ছিল। কিন্তু কৃষি, অর্থনীতি বা বাস্তব কাজ নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। এজন্য তাদেরকে তত্ত্বচিন্তক বা "theorists" বলা হয়েছিল। সুইফট এখানে ইউরোপীয় বিজ্ঞানীদের ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago