How did Gulliver describe gunpowder and cannons to the King?
A
As the glory of England
B
As a terrible but useful invention
C
As a harmless tool of war
D
As a new discovery for peace
উত্তরের বিবরণ
গালিভার ইংল্যান্ডের শক্তি বোঝাতে গানপাউডার ও কামানের কথা বলে। সে এটিকে ভয়ংকর হলেও দরকারী আবিষ্কার বলে বর্ণনা করে। কিন্তু রাজা এটিকে বর্বরতা মনে করেন এবং এমন নিষ্ঠুর অস্ত্র ব্যবহারকারীদের নৈতিকভাবে নীচ ভাবেন। এতে ইউরোপীয় যুদ্ধনীতি ব্যঙ্গ করা হয়েছে।

2
Updated: 1 month ago
“Gulliver’s Travels” had been divided into:
Created: 4 weeks ago
A
Four parts
B
Three parts
C
Five parts
D
Six parts
Gulliver’s Travels একটি বিখ্যাত সাহিত্যকর্ম যা চারটি পৃথক অংশে বিভক্ত, প্রতিটি অংশে Gulliver-এর ভিন্ন একটি দেশের ভ্রমণের বর্ণনা আছে। এই চারটি অংশে তার ভ্রমণ এবং সেই দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা তুলে ধরা হয়েছে।
• Part I: A Voyage to Lilliput – এখানে Gulliver Lilliput নামে ছোট মানুষের দেশে ভ্রমণ করে। এই অংশে ছোটকায় মানুষের জীবনযাপন, রাজনীতি এবং মানুষের অহংকারের উপর ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরা হয়েছে।
• Part II: A Voyage to Brobdingnag – Gulliver বড় কায়ের মানুষদের দেশে যায়। এখানে মানুষের দৈহিক আকারের বিশালতা এবং মানুষের নৈতিকতা ও আচরণের তুলনা দেখানো হয়েছে।
• Part III: A Voyage to Laputa, Balnibarbi, Luggnagg, Glubbdubdrib, and Japan – এই অংশে বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানের উপর ব্যঙ্গ করা হয়েছে। Laputa-এর ভাসমান দ্বীপ এবং অন্যান্য দেশগুলোতে Gulliver বিভিন্ন বৈজ্ঞানিক ও সামাজিক আচরণ পর্যবেক্ষণ করে।
• Part IV: A Voyage to the Country of the Houyhnhnms – Gulliver এমন এক দেশে যায় যেখানে বুদ্ধিমান ঘোড়াদের শাসন। এখানে মানুষের পাগলামি ও প্রাকৃতিক স্বভাবের তুলনায় বুদ্ধিমত্তার মূল্য প্রকাশ করা হয়েছে।
এইভাবে চারটি অংশ মিলিয়ে Gulliver’s Travels শুধু একটি ভ্রমণের কাহিনি নয়, বরং মানুষের সমাজ, আচরণ এবং নৈতিকতার উপর তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক প্রতিবেদন।

0
Updated: 2 weeks ago
What did the King of Brobdingnag say about English lawyers?
Created: 1 month ago
A
They twisted laws for money
B
They defended justice honestly
C
They avoided political power
D
They worked only for the King
গালিভারের মুখে ইংরেজ আইনশৃঙ্খলার কথা শুনে রাজা মন্তব্য করেন যে ইংল্যান্ডের আইনজীবীরা টাকার জন্য আইনকে এদিক-সেদিক ঘোরায়। তারা ন্যায়ের চেয়ে স্বার্থকেই বড় করে দেখে। এতে সুইফট তার দেশের আইনি দুর্নীতি ও ভণ্ডামিকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
How many days did Gulliver converse with all the ancient personalities of the past?
Created: 4 weeks ago
A
Five
B
Four
C
Six
D
Seven
During Part III of Gulliver’s Travels, Gulliver visits the island of Glubbdubdrib, যেখানে সে একটি বিশেষ সুযোগ পায় — the privilege of summoning the spirits of the dead।
এখানে সে মোট পাঁচ দিন কাটায় বিভিন্ন historical figures-এর সঙ্গে কথা বলে, যাতে ইতিহাসের প্রকৃত চিত্র বোঝা যায়।
• Gulliver কথোপকথন করেন Alexander the Great-এর সঙ্গে, যা তাকে প্রাচীন সাম্রাজ্যের বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়।
• তিনি Hannibal-এর সঙ্গে আলাপ করেন, যা Carthage এবং রোমান সাম্রাজ্যের যুদ্ধে ব্যবহৃত কৌশল সম্পর্কে জানায়।
• Caesar এবং Brutus-এর সঙ্গে আলাপ তার জন্য রোমান ইতিহাসের সত্যিকার political intrigue বোঝার সুযোগ দেয়।
• Homer-এর সঙ্গে সংলাপ তাকে প্রাচীন সাহিত্য এবং পৌরাণিক কাহিনীর গঠন সম্পর্কে insights দেয়।
• Aristotle-এর সঙ্গে আলাপ তার জন্য logic, philosophy এবং প্রাচীন দার্শনিক চিন্তাভাবনা বুঝতে সহায়ক হয়।
এই অভিজ্ঞতার মাধ্যমে Gulliver দেখতে পায় যে history অনেক সময় distorted বা misrepresented হয়ে থাকে, এবং spirits-এর সাহায্যে সে ইতিহাসের truth behind events বুঝতে সক্ষম হয়।

0
Updated: 2 weeks ago