A
As the glory of England
B
As a terrible but useful invention
C
As a harmless tool of war
D
As a new discovery for peace
উত্তরের বিবরণ
গালিভার ইংল্যান্ডের শক্তি বোঝাতে গানপাউডার ও কামানের কথা বলে। সে এটিকে ভয়ংকর হলেও দরকারী আবিষ্কার বলে বর্ণনা করে। কিন্তু রাজা এটিকে বর্বরতা মনে করেন এবং এমন নিষ্ঠুর অস্ত্র ব্যবহারকারীদের নৈতিকভাবে নীচ ভাবেন। এতে ইউরোপীয় যুদ্ধনীতি ব্যঙ্গ করা হয়েছে।

1
Updated: 1 week ago
How did Gulliver first come to the court of Brobdingnag?
Created: 1 week ago
A
He was sold to the Queen by the farmer
B
He was presented as a gift by sailors
C
He escaped and reached the palace alone
D
He was found by the King in the forest
কৃষক গালিভারকে প্রদর্শন করে টাকা রোজগার করত। পরে যখন তাকে রাখতে কষ্ট হতে লাগল, তখন রানি তাকে কিনে নেয় এবং প্রাসাদে নিয়ে যায়। সেখান থেকেই গালিভারের রাজপ্রাসাদে জীবন শুরু হয়।

0
Updated: 1 week ago
What moral lesson did Gulliver learn in Brobdingnag?
Created: 1 week ago
A
Human pride is foolish before greater powers
B
Wealth brings happiness in every society
C
Science is stronger than morality
D
Small nations are always weak
ব্রবডিংনাগে গালিভার বুঝতে পারে, ইংল্যান্ডের শক্তি ও গর্ব দৈত্যদের কাছে তুচ্ছ। সে উপলব্ধি করে মানুষ যতই অহংকার করুক, তার চেয়ে বড় কোনো শক্তির সামনে তা অর্থহীন হয়ে পড়ে। এ অভিজ্ঞতা তাকে বিনয়ী হতে শেখায়।

0
Updated: 1 week ago
What was unusual about the island of Laputa?
Created: 1 week ago
A
It moved under the sea
B
It was made of gold
C
It had only magicians
D
It floated in the air
লাপুটার সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য ছিল এটি ভাসমান দ্বীপ। এটি আকাশে ভেসে চলত এবং চুম্বক শক্তির দ্বারা নিচের দিকে নেমে আসত বা ওপরে উঠত। এই ভাসমান দ্বীপকে সুইফট ব্যবহার করেছেন বিজ্ঞান ও প্রযুক্তির অযৌক্তিক ব্যবহারের ব্যঙ্গ করতে।

0
Updated: 1 week ago