A
The huge size of animals and people
B
The strange food they ate
C
The lack of books and libraries
D
The absence of advanced weapons
উত্তরের বিবরণ
ব্রবডিংনাগে সবকিছুই বিশাল—মানুষ, পশু, গাছ, ফল ইত্যাদি। গালিভারের কাছে এটি ভয়ংকর ও অদ্ভুত লাগে। যেমন, সাধারণত যা মানুষের কাছে সুন্দরী নারী, তার দৈত্যাকার রূপ গালিভারের কাছে ভীতিকর হয়ে ওঠে। আকারের এই বৈপরীত্যই তাকে বিস্মিত করেছিল।

0
Updated: 1 week ago
What was Gulliver’s main purpose in telling the story of the Houyhnhnms?
Created: 1 week ago
A
To criticize the vices of mankind
B
To glorify Houyhnhnms’s greatness
C
To show the strength of Houyhnhnms
D
To promote science and trade
গালিভার হুইনহ্নিমদের গল্প বলে মানুষের লোভ, মিথ্যা, যুদ্ধ ও ভণ্ডামি ব্যঙ্গ করেছেন। ঘোড়ারা যুক্তি ও নৈতিকতার প্রতীক আর ইয়াহুরা মানুষের নীচ স্বভাবের প্রতীক। এভাবে সুইফট মানবজাতিকে আত্মসমালোচনায় বাধ্য করেছেন।

0
Updated: 1 week ago
How did Gulliver finally arrive in Lilliput?
Created: 1 week ago
A
He swam ashore after his ship sank
B
He was rescued by Lilliputian boats
C
He drifted in a small lifeboat
D
He was carried by sea waves unconscious
গালিভারের জাহাজ ঝড়ে ডুবে যায়। কিছু নাবিক মারা যায়, বাকিরা হারিয়ে যায়। গালিভার সাঁতরে প্রাণ বাঁচায় এবং অবশেষে ক্লান্ত অবস্থায় লিলিপুটের তীরে পৌঁছায়। যদিও মনে হয় সে হয়তো নৌকা বা ঢেউয়ে এসেছে, আসল সত্য হলো সে সাঁতার কেটে দ্বীপে পৌঁছেছিল।

1
Updated: 1 week ago
How did Gulliver help Lilliput in the war with Blefuscu?
Created: 1 week ago
A
He blocked their food supplies
B
He killed hundreds of soldiers
C
He destroyed Blefuscu’s palace
D
He captured their entire navy
যুদ্ধের সময় গালিভার সমুদ্রে নেমে ব্লেফুস্কুর জাহাজগুলো দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে আসে। এতে লিলিপুট সহজেই শত্রু নৌবাহিনী দখল করে নেয়। গালিভারের এই কৃতিত্ব লিলিপুটকে রক্ষা করলেও পরবর্তীতে রাজনীতিতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।

0
Updated: 1 week ago