What shocked Gulliver most in Brobdingnag?
A
The huge size of animals and people
B
The strange food they ate
C
The lack of books and libraries
D
The absence of advanced weapons
উত্তরের বিবরণ
ব্রবডিংনাগে সবকিছুই বিশাল—মানুষ, পশু, গাছ, ফল ইত্যাদি। গালিভারের কাছে এটি ভয়ংকর ও অদ্ভুত লাগে। যেমন, সাধারণত যা মানুষের কাছে সুন্দরী নারী, তার দৈত্যাকার রূপ গালিভারের কাছে ভীতিকর হয়ে ওঠে। আকারের এই বৈপরীত্যই তাকে বিস্মিত করেছিল।

0
Updated: 1 month ago
What is the capital city of Lilliput, where Gulliver is taken?
Created: 4 weeks ago
A
Mildendo
B
Blefuscu
C
Tramecksan
D
Luggnagg
Mildendo হলো Lilliput-এর metropolis বা capital city। Gulliver এটিকে বর্ণনা করেছে একটি নিখুঁত square আকারের শহর হিসেবে, যার প্রতিটি দিক five hundred feet লম্বা এবং চারপাশে একটি wall দিয়ে ঘেরা। Gulliver নিজের liberty পাওয়ার পর শহরটি ভ্রমণের অনুমতি পায়।
অন্যান্য অপশনগুলো কেন ভুল, তা হলো:
-
Blefuscu হলো Lilliput-এর rival island empire।
-
Tramecksan হলো Lilliput-এর দুটি রাজনৈতিক দলের একটি (যাদের বলা হয় High-Heels)।
-
Luggnagg হলো আরেকটি island যেখানে Gulliver তার third voyage-এ যায়।

0
Updated: 2 weeks ago
Where was Gulliver living in the capital of Liliput? In -
Created: 4 weeks ago
A
a fortress
B
an old temple
C
an open field
D
a palace
গালিভার যখন লিলিপুটের রাজধানীতে আনা হয়, তখন লিলিপুটিয়ানদের তার বসবাসের জন্য যথেষ্ট বড় কোনো ভবন খুঁজে বের করতে হয়। তারা তাদের রাজ্যের সবচেয়ে বড় ভবন, একটি প্রাচীন মন্দির, নির্বাচন করে।
এই মন্দিরটি আগেও একটি হত্যাকাণ্ডের কারণে পরিত্যক্ত এবং “অপবিত্র” হিসেবে গণ্য করা হতো।
গালিভারকে একটি পায়ে শৃঙ্খলে বেঁধে এই মন্দিরে রাখা হয়, যা তার আবাসস্থল হিসেবে কাজ করে। মন্দিরের বড় গেটটি এত উঁচু ছিল যে গালিভার সহজেই সেখানে ঢুকতে পারত এবং ভিতরে আরামসে শুতে পারত।

0
Updated: 2 weeks ago
Why was Laputa called a land of “theorists”?
Created: 1 month ago
A
People cared only for abstract theories, not for practice
B
They wrote many books of religion
C
They built the largest libraries in the world
D
They were excellent in trade and navigation
লাপুটার মানুষদের চিন্তা শুধু গণিত, সঙ্গীত আর জ্যোতির্বিজ্ঞানে সীমাবদ্ধ ছিল। কিন্তু কৃষি, অর্থনীতি বা বাস্তব কাজ নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। এজন্য তাদেরকে তত্ত্বচিন্তক বা "theorists" বলা হয়েছিল। সুইফট এখানে ইউরোপীয় বিজ্ঞানীদের ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago