A
The Queen herself
B
Glumdalclitch
C
The royal cook
D
The King’s daughter
উত্তরের বিবরণ
গালিভারের দৈনন্দিন যত্ন নেওয়ার জন্য রানি তাকে এক কিশোরী মেয়ে, গ্লামডালক্লিচের কাছে দেন। সে গালিভারের জন্য বিছানা, জামাকাপড়, খাবার সবকিছু দেখাশোনা করত। সে তাকে খেলনার মতো ভালোবাসা দিত। এই চরিত্রটি গালিভারের জন্য বিশেষ স্নেহময় হয়ে ওঠে।

0
Updated: 1 week ago
What was the height of the Brobdingnagians approximately?
Created: 1 week ago
A
12 feet
B
24 feet
C
60 feet
D
72 feet
ব্রবডিংনাগবাসীরা গড়পড়তা প্রায় ৬০ ফুট লম্বা ছিল। তাদের তুলনায় গালিভার ছিল একটি ছোট্ট পোকামাকড়ের মতো। এজন্য তারা তাকে খেলনা বা কৌতূহলের বস্তু হিসেবে ব্যবহার করত। আকারের এই বৈপরীত্যই গল্পে হাস্যরস ও ব্যঙ্গ সৃষ্টি করেছে।

0
Updated: 1 week ago
How did Gulliver finally escape from Lilliput?
Created: 1 week ago
A
He was welcomed by Blefuscu’s Emperor
B
He secretly built a boat at night
C
He swam away when guards slept
D
He was pardoned by the Lilliputian Emperor
লিলিপুটে ষড়যন্ত্র শুরু হলে গালিভার বিপদে পড়ে। সে ব্লেফুস্কুর সম্রাটের আশ্রয় নেয়। ব্লেফুস্কুর রাজা তাকে সসম্মানে গ্রহণ করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার সেখানে একটি বড় নৌকা মেরামত করে নিজ দেশে ফেরার প্রস্তুতি নেয়।

1
Updated: 1 week ago
Misanthropist means _____.
Created: 3 weeks ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believes that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।

0
Updated: 3 weeks ago