A
He kept him as a pet
B
He showed him in public for money
C
He gave him as a gift to the Queen
D
He taught him farming work
উত্তরের বিবরণ
কৃষক গালিভারকে প্রথমে খেলনা মনে করলেও পরে বুঝতে পারে তাকে দিয়ে টাকা রোজগার করা যায়। সে গালিভারকে বিভিন্ন শহরে ঘুরিয়ে লোকদের দেখাত এবং প্রবেশমূল্য নিত। এতে গালিভার অনেক কষ্ট পেলেও কৃষকের আর্থিক লাভ হচ্ছিল।

0
Updated: 1 week ago
How did Gulliver react to the giant women in Brobdingnag?
Created: 1 week ago
A
He admired their beauty
B
He felt disgust and fear
C
He wanted to marry one
D
He ignored them completely
গালিভার দৈত্যাকার নারীদের কাছে খুব অস্বস্তি বোধ করত। তাদের ত্বকের দাগ, নিঃশ্বাসের গন্ধ ও বিশাল শরীর তাকে ভয় পাইয়ে দিত। যা স্বাভাবিক মানুষের চোখে সুন্দর মনে হতে পারে, তার কাছে তা ছিল ভীতিকর। এতে সুইফট সৌন্দর্যের আপেক্ষিকতা দেখিয়েছেন।

1
Updated: 1 week ago
How did Glumdalclitch treat Gulliver?
Created: 1 week ago
A
As a doll to play with
B
As a dear friend and guardian
C
As a servant for daily work
D
As a showpiece for the court
গ্লামডালক্লিচ গালিভারের প্রতি গভীর স্নেহ দেখাত। সে তাকে শুধুই খেলনা নয়, বরং একজন ছোট্ট বন্ধুর মতো দেখত। গালিভারের ঘুম, খাবার, স্বাস্থ্য সবকিছু সে যত্ন নিত। তাই গালিভারের কাছে গ্লামডালক্লিচ ছিল সবচেয়ে ভরসার মানুষ।

1
Updated: 1 week ago
What was the height of the Brobdingnagians approximately?
Created: 1 week ago
A
12 feet
B
24 feet
C
60 feet
D
72 feet
ব্রবডিংনাগবাসীরা গড়পড়তা প্রায় ৬০ ফুট লম্বা ছিল। তাদের তুলনায় গালিভার ছিল একটি ছোট্ট পোকামাকড়ের মতো। এজন্য তারা তাকে খেলনা বা কৌতূহলের বস্তু হিসেবে ব্যবহার করত। আকারের এই বৈপরীত্যই গল্পে হাস্যরস ও ব্যঙ্গ সৃষ্টি করেছে।

0
Updated: 1 week ago