A
He admired it greatly
B
He laughed at its corruption
C
He wanted to copy it
D
He ignored it completely
উত্তরের বিবরণ
গালিভার ইংল্যান্ডের রাজনীতি ও সামরিক শক্তির গর্ব করে বলেছিল। কিন্তু ব্রবডিংনাগের রাজা এসব শুনে বিস্মিত ও মজা পান। তিনি বলেন, এত ছোট মানুষ এত দুর্নীতি ও লোভে ভরা রাজনীতি চালায়—এটা হাস্যকর। এখানে সুইফট ব্যঙ্গ করেছেন ইউরোপীয় রাজনীতিকে।

0
Updated: 1 week ago
What did the Yahoos represent in the story?
Created: 1 week ago
A
The wisdom of simple life
B
The beauty of physical strength
C
The worst side of human nature
D
The hope for immortality
ইয়াহুরা ছিল নোংরা, লোভী, হিংস্র ও পশুসুলভ। তাদের কোনো নৈতিকতা বা যুক্তি ছিল না। সুইফট এদের মাধ্যমে মানবজাতির পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছেন। এভাবে তিনি পাঠককে বোঝাতে চেয়েছেন—মানুষ সভ্যতার আড়ালে এখনো পশুর মতো আচরণ করে।

0
Updated: 1 week ago
What was the common physical feature of Laputans?
Created: 1 week ago
A
Very short and fat
B
Extremely tall and thin
C
One eye turned inward and the other upward
D
Dark skin and red hair
লাপুটার মানুষের চোখের অবস্থান ছিল অদ্ভুত—একটি চোখ ভেতরের দিকে, আরেকটি আকাশের দিকে। এটি প্রতীকীভাবে বোঝায় তারা সবসময় গণনা ও আকাশে ব্যস্ত থাকত, বাস্তব জীবনের প্রতি নজর ছিল না। সুইফট এটি ব্যবহার করেছেন ব্যঙ্গাত্মকভাবে।

0
Updated: 1 week ago
In Lilliput, Gulliver is seen as—
Created: 2 days ago
A
A giant
B
A tiny dwarf
C
A god
D
A beast
লিলিপুটে মানুষ মাত্র ছয় ইঞ্চি লম্বা। তাই গালিভার সেখানে দৈত্যের মতো দেখায়। এটি মানবসমাজের দৃষ্টিভঙ্গি ও ক্ষমতার হাস্যকর পার্থক্য প্রকাশ করে।

0
Updated: 2 days ago