A
12 feet
B
24 feet
C
60 feet
D
72 feet
উত্তরের বিবরণ
ব্রবডিংনাগবাসীরা গড়পড়তা প্রায় ৬০ ফুট লম্বা ছিল। তাদের তুলনায় গালিভার ছিল একটি ছোট্ট পোকামাকড়ের মতো। এজন্য তারা তাকে খেলনা বা কৌতূহলের বস্তু হিসেবে ব্যবহার করত। আকারের এই বৈপরীত্যই গল্পে হাস্যরস ও ব্যঙ্গ সৃষ্টি করেছে।

0
Updated: 1 week ago
Misanthropist means _____.
Created: 3 weeks ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believes that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।

0
Updated: 3 weeks ago
What moral lesson did Gulliver learn in Brobdingnag?
Created: 1 week ago
A
Human pride is foolish before greater powers
B
Wealth brings happiness in every society
C
Science is stronger than morality
D
Small nations are always weak
ব্রবডিংনাগে গালিভার বুঝতে পারে, ইংল্যান্ডের শক্তি ও গর্ব দৈত্যদের কাছে তুচ্ছ। সে উপলব্ধি করে মানুষ যতই অহংকার করুক, তার চেয়ে বড় কোনো শক্তির সামনে তা অর্থহীন হয়ে পড়ে। এ অভিজ্ঞতা তাকে বিনয়ী হতে শেখায়।

0
Updated: 1 week ago
How did the Queen of Brobdingnag treat Gulliver?
Created: 1 week ago
A
With kindness and care
B
As a prisoner
C
As a scientific object
D
With neglect and cruelty
কৃষক গালিভারকে রাজার প্রাসাদে বিক্রি করে দিলে রানি তাকে স্নেহ করেন। তিনি গালিভারের থাকার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করান এবং তার খাবার, নিরাপত্তা সবকিছু দেখাশোনা করেন। এতে গালিভার অনেক স্বস্তি পায়।

0
Updated: 1 week ago