What was the height of the Brobdingnagians approximately?
A
12 feet
B
24 feet
C
60 feet
D
72 feet
উত্তরের বিবরণ
ব্রবডিংনাগবাসীরা গড়পড়তা প্রায় ৬০ ফুট লম্বা ছিল। তাদের তুলনায় গালিভার ছিল একটি ছোট্ট পোকামাকড়ের মতো। এজন্য তারা তাকে খেলনা বা কৌতূহলের বস্তু হিসেবে ব্যবহার করত। আকারের এই বৈপরীত্যই গল্পে হাস্যরস ও ব্যঙ্গ সৃষ্টি করেছে।

0
Updated: 1 month ago
How does Gulliver earn the title of Nardac in Lilliput?
Created: 4 weeks ago
A
By capturing the Blefuscudian fleet
B
By putting out the fire in the empress’s quarters
C
By showing lenience toward a group of soldiers who earlier attack him
D
By helping the Lilliputians construct a new palace
In Jonathan Swift-এর "Gulliver's Travels," Lemuel Gulliver Lilliput-এর Emperor-এর কাছে অসাধারণ কৃতিত্বের জন্য উচ্চ সম্মান "Nardac" উপাধি অর্জন করে।
তিনি একাই প্রতিদ্বন্দ্বী দেশ Blefuscu-এর নৌবহর দখল করে এই সম্মানের যোগ্যতা প্রমাণ করেন, যা Emperor-এর কাছে একটি বিশাল সেবা হিসেবে বিবেচিত হয়।
-
Nardac উপাধি হলো Lilliput-এর সর্বোচ্চ সম্মান, যা একজন ব্যক্তিকে দেওয়া যেতে পারে।
-
Gulliver-এর Blefuscudian নৌবহর দখলের কৌশল Emperor এবং পুরো দরবারকে মুগ্ধ করে এবং তাকে Lilliput-এর শক্তিশালী বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করে।
-
শুরুতে, তার বিশাল আকৃতির কারণে Gulliver কে কৌতূহলপূর্ণ এবং সম্ভাব্য হুমকি হিসেবে দেখা হতো।
-
কিন্তু শত্রু জাহাজ দখলের পরিকল্পনা প্রণয়ন ও সম্পাদনের মাধ্যমে, তিনি তার নিষ্ঠা এবং অমূল্য অবদান প্রমাণ করেন।
-
দুই দ্বীপকে বিভাজিত করা চ্যানেলে প্রবেশ করে, Gulliver একটি কেবল ব্যবহার করে পুরো Blefuscudian নৌবহর টেনে Lilliput এ আনে, যা Emperor এবং তার দরবার উপকূল থেকে প্রত্যক্ষ করে।
-
সফল অভিযানের পর Emperor তাৎক্ষণিকভাবে তাকে Nardac উপাধি প্রদান করেন।

0
Updated: 2 weeks ago
How did Gulliver’s attitude towards humans change after living with the Houyhnhnms?
Created: 1 month ago
A
He wanted to rule them wisely
B
He began to hate mankind
C
He desired to improve them slowly
D
He ignored them completely
হুইনহ্নিমদের যুক্তিপূর্ণ জীবন দেখে গালিভার মানুষের স্বার্থপরতা, হিংসা ও মিথ্যা আরও ঘৃণা করতে শুরু করে। সে ইয়াহুদের সঙ্গে মানুষের মিল দেখে আতঙ্কিত হয়। ফলে দেশে ফেরার পরও সে মানুষকে এড়িয়ে চলে।

0
Updated: 1 month ago
In the land of the Houyhnhnms, what does Gulliver finally realize about human beings?
Created: 2 weeks ago
A
They are naturally noble but corrupted by politics.
B
They are destined to progress towards perfection.
C
They are superior to all other creatures on earth.
D
They are more brutish and selfish than rational.
Houyhnhnms অধ্যায়ে Gulliver মানুষের প্রকৃতি নিয়ে সবচেয়ে কঠোর উপলব্ধিতে পৌঁছায়। সেখানে ঘোড়ারা বুদ্ধিমান, যুক্তিনির্ভর এবং নৈতিক।
অন্যদিকে Yahoos নামে মানুষের মতো প্রাণীরা হিংস্র, লোভী, স্বার্থপর ও অশ্লীল। Gulliver বুঝতে পারে, আসলে মানুষের চরিত্র অনেকাংশে Yahoos-এর মতো।
Swift এখানে মানুষের অহংকার ভেঙে দেন। মানুষ নিজেকে যুক্তিবান ও শ্রেষ্ঠ বলে মনে করে, কিন্তু বাস্তবে তার আচরণ অনেক সময় পশুর চেয়েও নীচ। Gulliver এই উপলব্ধিতে এতটাই প্রভাবিত হয় যে শেষ পর্যন্ত মানুষের সঙ্গে বসবাস করতেও তার কষ্ট হয়।
অতএব, Swift বোঝাতে চেয়েছেন—মানুষ যতই সভ্যতার দাবি করুক, তার ভেতরে লোভ, স্বার্থপরতা এবং হিংস্রতা তাকে নিচে টেনে নিয়ে যায়।

1
Updated: 2 weeks ago