Who first discovered Gulliver in Brobdingnag?
A
A farmer
B
The Queen
C
The King
D
A fisherman
উত্তরের বিবরণ
গালিভার প্রথমে এক বিশাল কৃষকের চোখে পড়ে। কৃষক তাকে খেলনার মতো ছোট দেখে অবাক হয়। পরে কৃষক তাকে বাড়িতে নিয়ে যায় এবং প্রদর্শনীর জন্য ব্যবহার করতে থাকে। এখান থেকেই তার ব্রবডিংনাগের জীবনের শুরু।

0
Updated: 1 month ago
The chief object to write “Gulliver’s Travels”, according to Swift was:
Created: 4 weeks ago
A
To Satirize political activities
B
To amuse people
C
To vex the world rather than divert it
D
None of A, B, and C
এই বিখ্যাত উক্তিটি সরাসরি এসেছে Jonathan Swift এর লেখা একটি চিঠি থেকে, যা তিনি 1725 সালে তার বন্ধু, কবি Alexander Pope কে পাঠিয়েছিলেন, যখন তিনি Gulliver's Travels উপন্যাসটি শেষ করার দিকে ছিলেন।
Swift ব্যাখ্যা করেছিলেন যে তার লেখার মূল উদ্দেশ্য কেবল পাঠকদের বিনোদিত বা আনন্দ দেওয়া নয়, বরং তাদেরকে provocative, challenge, এবং irritate করে মানবজাতির folly এবং vice দেখতে বাধ্য করা। এই উক্তিটি পুরোপুরি প্রকাশ করে কিভাবে তার satire তীক্ষ্ণ, সমালোচনামূলক এবং মানববিদ্বেষী (misanthropic) স্বভাবের।
• উক্তিটি দেখায় Swift-এর লেখা শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং তা মানুষের ভুলত্রুটি ও খারাপ আচরণের প্রতি সচেতনতা আনতে চেষ্টা করে।
• তার লেখা Gulliver's Travels এ এই sharp, critical, এবং misanthropic টোন স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
• Swift পাঠককে কেবল হাসায় না, বরং তাদেরকে চিন্তা করতে এবং মানব সমাজের দুর্বল দিকগুলো উপলব্ধি করতে প্ররোচিত করে।

0
Updated: 2 weeks ago
What did the King of Brobdingnag think about English politics?
Created: 1 month ago
A
He admired it greatly
B
He laughed at its corruption
C
He wanted to copy it
D
He ignored it completely
গালিভার ইংল্যান্ডের রাজনীতি ও সামরিক শক্তির গর্ব করে বলেছিল। কিন্তু ব্রবডিংনাগের রাজা এসব শুনে বিস্মিত ও মজা পান। তিনি বলেন, এত ছোট মানুষ এত দুর্নীতি ও লোভে ভরা রাজনীতি চালায়—এটা হাস্যকর। এখানে সুইফট ব্যঙ্গ করেছেন ইউরোপীয় রাজনীতিকে।

0
Updated: 1 month ago
How did Gulliver’s family react after his final return in Book IV?
Created: 1 month ago
A
They sent him back to sea
B
They celebrated his safe return
C
They ignored his stories
D
They feared his strange behavior
দেশে ফিরে গালিভার মানুষের প্রতি ঘৃণা দেখাতে থাকে। সে ঘোড়ার সঙ্গে সময় কাটাত এবং পরিবার থেকেও দূরে থাকত। তার এই অস্বাভাবিক আচরণে স্ত্রী-সন্তান ভীত হয়ে যায়। এতে বোঝা যায়—হুইনহ্নিমদের অভিজ্ঞতা তার মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল।

0
Updated: 1 month ago