How did Gulliver reach Brobdingnag?
A
His boat drifted ashore after a storm
B
He was abandoned by sailors on the coast
C
He fell into the sea and swam
D
He was captured by pirates and left there
উত্তরের বিবরণ
গালিভার একবার অভিযানে গেলে তার নাবিকেরা উপকূলে খাবার খুঁজতে নামে। হঠাৎ এক দৈত্য এসে পড়লে নাবিকেরা ভয় পেয়ে পালিয়ে যায়। গালিভারকে তারা একা ফেলে রেখে সমুদ্রে চলে যায়। এভাবেই সে ব্রবডিংনাগে আটকা পড়ে যায়।

1
Updated: 1 month ago
What was the height of the Brobdingnagians approximately?
Created: 1 month ago
A
12 feet
B
24 feet
C
60 feet
D
72 feet
ব্রবডিংনাগবাসীরা গড়পড়তা প্রায় ৬০ ফুট লম্বা ছিল। তাদের তুলনায় গালিভার ছিল একটি ছোট্ট পোকামাকড়ের মতো। এজন্য তারা তাকে খেলনা বা কৌতূহলের বস্তু হিসেবে ব্যবহার করত। আকারের এই বৈপরীত্যই গল্পে হাস্যরস ও ব্যঙ্গ সৃষ্টি করেছে।

0
Updated: 1 month ago
What does the conflict over breaking eggs at the “big end” or “little end” satirise in Book I?
Created: 2 weeks ago
A
Religious disputes that seem trivial in practice but cause wars.
B
The differences in educational systems between nations.
C
The competition for maritime power between England and Spain.
D
The struggle between aristocracy and commoners for authority.
লিলিপুটে ডিম ভাঙা নিয়ে যে বিরোধ দেখা যায়—Big-Endians বনাম Little-Endians—তা প্রথমে হাস্যকর মনে হলেও আসলে একটি শক্তিশালী ব্যঙ্গ। Swift এখানে ইংল্যান্ড ও ইউরোপের ধর্মীয় সংঘাতকে আক্রমণ করেছেন।
ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে পার্থক্য ছিল অনেকাংশে তুচ্ছ আচার বা প্রথাগত বিষয়ে, কিন্তু তা নিয়ে দীর্ঘ যুদ্ধ হয়েছে।
ডিম ভাঙার ছোট ঘটনা আসলে মানুষের অযৌক্তিক প্রবণতাকে তুলে ধরে। ছোট কারণে সমাজ বিভক্ত হয়, এবং তুচ্ছ মতভেদও বড় সংঘাতে রূপ নেয়। Swift বোঝাতে চেয়েছেন, ধর্মের মূল উদ্দেশ্য নৈতিকতা ও আধ্যাত্মিকতা, কিন্তু মানুষ প্রায়ই অপ্রয়োজনীয় প্রথাকে কেন্দ্র করে লড়াই করে।
অতএব, ডিম ভাঙার গল্প শুধু কৌতুক নয়, বরং ধর্মীয় যুদ্ধের ভয়াবহ পরিণতি নিয়ে এক তীব্র সমালোচনা।

2
Updated: 2 weeks ago
How did the Laputans communicate with each other during deep thoughts?
Created: 1 month ago
A
By writing on slates
B
By using servants with bladders
C
By singing mathematical formulas
D
By sending signals with mirrors
লাপুটার লোকেরা এতটাই চিন্তায় হারিয়ে যেত যে কথোপকথনে মন দিত না। এজন্য চাকররা চামড়ার ব্লাডার দিয়ে তাদের মাথা বা কানে ঠুকে মনোযোগ ফেরাত। এটি এক ধরনের হাস্যকর ব্যঙ্গ, যা দেখায় তত্ত্বচিন্তায় ডুবে থাকা মানুষের অযৌক্তিকতা।

0
Updated: 1 month ago