A
His boat drifted ashore after a storm
B
He was abandoned by sailors on the coast
C
He fell into the sea and swam
D
He was captured by pirates and left there
উত্তরের বিবরণ
গালিভার একবার অভিযানে গেলে তার নাবিকেরা উপকূলে খাবার খুঁজতে নামে। হঠাৎ এক দৈত্য এসে পড়লে নাবিকেরা ভয় পেয়ে পালিয়ে যায়। গালিভারকে তারা একা ফেলে রেখে সমুদ্রে চলে যায়। এভাবেই সে ব্রবডিংনাগে আটকা পড়ে যায়।

0
Updated: 1 week ago
What moral lesson did Gulliver learn in Brobdingnag?
Created: 1 week ago
A
Human pride is foolish before greater powers
B
Wealth brings happiness in every society
C
Science is stronger than morality
D
Small nations are always weak
ব্রবডিংনাগে গালিভার বুঝতে পারে, ইংল্যান্ডের শক্তি ও গর্ব দৈত্যদের কাছে তুচ্ছ। সে উপলব্ধি করে মানুষ যতই অহংকার করুক, তার চেয়ে বড় কোনো শক্তির সামনে তা অর্থহীন হয়ে পড়ে। এ অভিজ্ঞতা তাকে বিনয়ী হতে শেখায়।

0
Updated: 1 week ago
What food did the Lilliputians provide to Gulliver first?
Created: 1 week ago
A
Thousands of loaves of bread and whole cow
B
Large baskets of fruits and cooked rice
C
Buckets of milk and baskets of meat
D
Dozens of tiny fish and roasted birds
গালিভারের খিদে মেটানোর জন্য লিলিপুটবাসীরা ঝুড়ি ভর্তি মাংস ও রুটি এবং বালতিতে দুধ দেয়। তাদের দিক থেকে এটি বিশাল পরিমাণ হলেও গালিভারের কাছে তেমন কিছুই ছিল না। অন্য অপশনগুলো শুনতে মিল থাকলেও প্রকৃত সত্য হলো দুধ ও মাংসই দেওয়া হয়েছিল।

0
Updated: 1 week ago
Why was Gulliver accused of treason in Lilliput?
Created: 1 week ago
A
He helped Blefuscu secretly
B
He refused cruel orders of the Emperor
C
He insulted Lilliputian ministers
D
He destroyed crops while walking
গালিভার যখন ব্লেফুস্কু দখল করতে অস্বীকার করে, তখন সম্রাট ও মন্ত্রীরা মনে করেন সে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। আসলে সে মানবিক কারণে নিষ্ঠুর আদেশ মানেনি। এর ফলে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়।

0
Updated: 1 week ago