What was Gulliver’s main purpose in telling the story of the Houyhnhnms?
A
To criticize the vices of mankind
B
To glorify Houyhnhnms’s greatness
C
To show the strength of Houyhnhnms
D
To promote science and trade
উত্তরের বিবরণ
গালিভার হুইনহ্নিমদের গল্প বলে মানুষের লোভ, মিথ্যা, যুদ্ধ ও ভণ্ডামি ব্যঙ্গ করেছেন। ঘোড়ারা যুক্তি ও নৈতিকতার প্রতীক আর ইয়াহুরা মানুষের নীচ স্বভাবের প্রতীক। এভাবে সুইফট মানবজাতিকে আত্মসমালোচনায় বাধ্য করেছেন।

0
Updated: 1 month ago
How did Gulliver react to the giant women in Brobdingnag?
Created: 1 month ago
A
He admired their beauty
B
He felt disgust and fear
C
He wanted to marry one
D
He ignored them completely
গালিভার দৈত্যাকার নারীদের কাছে খুব অস্বস্তি বোধ করত। তাদের ত্বকের দাগ, নিঃশ্বাসের গন্ধ ও বিশাল শরীর তাকে ভয় পাইয়ে দিত। যা স্বাভাবিক মানুষের চোখে সুন্দর মনে হতে পারে, তার কাছে তা ছিল ভীতিকর। এতে সুইফট সৌন্দর্যের আপেক্ষিকতা দেখিয়েছেন।

1
Updated: 1 month ago
How did Gulliver help Lilliput in the war with Blefuscu?
Created: 1 month ago
A
He blocked their food supplies
B
He killed hundreds of soldiers
C
He destroyed Blefuscu’s palace
D
He captured their entire navy
যুদ্ধের সময় গালিভার সমুদ্রে নেমে ব্লেফুস্কুর জাহাজগুলো দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে আসে। এতে লিলিপুট সহজেই শত্রু নৌবাহিনী দখল করে নেয়। গালিভারের এই কৃতিত্ব লিলিপুটকে রক্ষা করলেও পরবর্তীতে রাজনীতিতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।

0
Updated: 1 month ago
The Yahoos are described as-
Created: 4 weeks ago
A
Intelligent and peaceful
B
Magical and mysterious
C
Vicious, filthy, and brutish
D
A society of skilled craftsmen
Gulliver’s Travels এ Yahoos হলো একদম degenerate এবং animalistic creatures, যাদের Gulliver Houyhnhnms দের দেশে দেখতে পায়। এগুলো আসলে মানবজাতির সবচেয়ে নিকৃষ্ট দিকগুলোর এক ধরনের satirical representation। Gulliver এদের বর্ণনা করেছেন এভাবে:
-
Filthy: নিজের মলমূত্রে ঢাকা থাকে এবং খুবই স্যাঁতসেঁতে, নোংরা পরিবেশে বসবাস করে।
-
Vicious: এরা mindless violence, অতিরিক্ত greed (worthless shiny stones নিয়ে ঝগড়া করে), এবং selfish desires এ ভরপুর।
-
Brutish: এদের মধ্যে reason, language, বা কোনো ধরনের civilized society নেই। শুধুমাত্র base instincts দ্বারা পরিচালিত হয়।
শুরুতে Gulliver এদের দেখে ভীষণভাবে বিরক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত ভয়ে উপলব্ধি করে যে এরা আসলে তার নিজের species-এরই এক ধরনের grotesque parody।

0
Updated: 2 weeks ago