A
To criticize the vices of mankind
B
To glorify Houyhnhnms’s greatness
C
To show the strength of Houyhnhnms
D
To promote science and trade
উত্তরের বিবরণ
গালিভার হুইনহ্নিমদের গল্প বলে মানুষের লোভ, মিথ্যা, যুদ্ধ ও ভণ্ডামি ব্যঙ্গ করেছেন। ঘোড়ারা যুক্তি ও নৈতিকতার প্রতীক আর ইয়াহুরা মানুষের নীচ স্বভাবের প্রতীক। এভাবে সুইফট মানবজাতিকে আত্মসমালোচনায় বাধ্য করেছেন।

0
Updated: 1 week ago
What was the King’s reaction when Gulliver offered gunpowder?
Created: 1 week ago
A
He rejected it as evil and cruel
B
He accepted it with great joy
C
He wanted to use it against enemies
D
He asked Gulliver to demonstrate it
গালিভার ইংল্যান্ডের শক্তি বোঝাতে গানপাউডার বানানোর প্রস্তাব দেয়। কিন্তু ব্রবডিংনাগের রাজা এটিকে ভয়ংকর ও অমানবিক অস্ত্র মনে করেন। তিনি বলেন, যারা এমন জিনিস আবিষ্কার করেছে তারা নীচ ও নিষ্ঠুর। এতে সুইফট ইউরোপীয় যুদ্ধনীতি ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
What was the root cause of Big-endians vs. Little-endians war?Disagreement on farming methods
Created: 1 week ago
A
Disagreement on farming methods
B
Dispute over breaking eggs at different ends
C
Rivalry over gold mines
D
Argument about land division
বিগ-এন্ডিয়ান ও লিটল-এন্ডিয়ানদের মধ্যে যুদ্ধ হয়েছিল ডিম কোন দিক দিয়ে ভাঙা উচিত তা নিয়ে। একদল বড় দিক দিয়ে, আরেক দল ছোট দিক দিয়ে ভাঙতে চাইত। সুইফট এটিকে ব্যবহার করেছেন ধর্মীয় বিভাজনের ব্যঙ্গচিত্র হিসেবে।

0
Updated: 1 week ago
Why did the Brobdingnagians laugh at Gulliver’s pride in England?
Created: 1 week ago
A
England was too small compared to them
B
They considered the English wars foolish
C
They thought English science useless
D
They did not believe England existed
গালিভার ইংল্যান্ডের যুদ্ধজয় ও সামরিক শক্তির গর্ব করলে ব্রবডিংনাগবাসীরা হাসতে থাকে। তাদের কাছে এত ছোট মানুষের লড়াই তুচ্ছ মনে হয়। তারা মনে করে যুদ্ধ আসলে বোকামি ও নিষ্ঠুরতা। এতে ইউরোপীয় যুদ্ধনীতির প্রতি সুইফটের ব্যঙ্গ স্পষ্ট।

0
Updated: 1 week ago