Why did Gulliver avoid his family after returning home?
A
He was angry at his wife
B
He wanted to live with horses only
C
He disliked England’s politics
D
He saw them as Yahoos
উত্তরের বিবরণ
দেশে ফিরে গালিভার মানুষকে ইয়াহুর মতো ভাবত। তার কাছে স্ত্রী-সন্তানও ইয়াহুর মতো অসভ্য মনে হতো। তাই সে তাদের থেকে দূরে থাকত এবং ঘোড়ার সঙ্গে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। এটি তার মানসিক পরিবর্তনের প্রতীক।

0
Updated: 1 month ago
How did Gulliver finally arrive in Lilliput?
Created: 1 month ago
A
He swam ashore after his ship sank
B
He was rescued by Lilliputian boats
C
He drifted in a small lifeboat
D
He was carried by sea waves unconscious
গালিভারের জাহাজ ঝড়ে ডুবে যায়। কিছু নাবিক মারা যায়, বাকিরা হারিয়ে যায়। গালিভার সাঁতরে প্রাণ বাঁচায় এবং অবশেষে ক্লান্ত অবস্থায় লিলিপুটের তীরে পৌঁছায়। যদিও মনে হয় সে হয়তো নৌকা বা ঢেউয়ে এসেছে, আসল সত্য হলো সে সাঁতার কেটে দ্বীপে পৌঁছেছিল।

2
Updated: 1 month ago
What did the Houyhnhnms decide about Gulliver after some time?
Created: 1 month ago
A
He should leave their land
B
He should live as their servant
C
He should punish the Yahoos
D
He should stay among them
হুইনহ্নিমরা মনে করে গালিভার ইয়াহুর মতো হলেও ভিন্ন। তবে তাদের সমাজে এমন ব্যতিক্রম রাখা ঠিক হবে না। তাই সভায় সিদ্ধান্ত হয় গালিভারকে দেশ ছাড়তে হবে। এটি দেখায়—আদর্শ সমাজেও ভিন্নতাকে জায়গা দেওয়া সবসময় সহজ নয়।

1
Updated: 1 month ago
What happens to Gulliver's ship, the Antelope, leading to his arrival in Lilliput?
Created: 4 weeks ago
A
It is attacked by pirates
B
It is wrecked in a violent storm.
C
The crew mutinies and abandons him.
D
It runs aground on a hidden sandbar.
গালিভারের প্রথম ভ্রমণ Gulliver’s Travels-এ শুরু হয় অ্যান্টেলোপ জাহাজে। প্রথমে যাত্রা মসৃণ হলেও, পরে ঘটনাচক্রে এটি একটি প্রবল ঝড়ের কবলে পড়ে, পথভ্রষ্ট হয় এবং শেষমেষ পাথরে আঘাত করে ভেঙে যায়।
-
দক্ষ সাঁতারুর মতো, গালিভার জাহাজের ধ্বংসাবশেষ থেকে নিজেকে বাঁচিয়ে লিলিপুটের তটে সাঁতার কাটে।
-
বিপর্যয়ের পর, তিনি ক্লান্ত হয়ে সমুদ্র সৈকতে ঘুমিয়ে পড়েন।
-
ঘুমের মধ্যে ক্ষুদ্র লিলিপুটরা তাকে খুঁজে পায় এবং বন্দী করে, যা এই কল্পিত ভ্রমণকাহিনীর সূচনা।
এই ঘটনা গালিভারের ক্ষুদ্রলোকের সঙ্গে দুঃসাহসিক অভিযানের সূচনা করে এবং পাঠককে সুইফটের ব্যঙ্গাত্মক ও কল্পনাপ্রসূত জগতের সঙ্গে পরিচয় করায়।

0
Updated: 4 weeks ago