A
He was angry at his wife
B
He wanted to live with horses only
C
He disliked England’s politics
D
He saw them as Yahoos
উত্তরের বিবরণ
দেশে ফিরে গালিভার মানুষকে ইয়াহুর মতো ভাবত। তার কাছে স্ত্রী-সন্তানও ইয়াহুর মতো অসভ্য মনে হতো। তাই সে তাদের থেকে দূরে থাকত এবং ঘোড়ার সঙ্গে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। এটি তার মানসিক পরিবর্তনের প্রতীক।

0
Updated: 1 week ago
How did Gulliver learn the Houyhnhnms’ language?
Created: 1 week ago
A
By practicing with the Yahoos
B
By studying their books
C
By living with a kind master horse
D
By listening secretly in meetings
গালিভারকে এক হুইনহ্নিম পরিবারের ঘোড়া আশ্রয় দেয়। সেই ঘোড়ার সঙ্গে থেকে সে তাদের ভাষা শেখে। সময়ের সঙ্গে সে এতটাই দক্ষ হয়ে ওঠে যে আলোচনায় অংশ নিতে পারে। এটি তাকে হুইনহ্নিম সমাজ বুঝতে সাহায্য করে।

0
Updated: 1 week ago
What did the Houyhnhnms decide about Gulliver after some time?
Created: 1 week ago
A
He should leave their land
B
He should live as their servant
C
He should punish the Yahoos
D
He should stay among them
হুইনহ্নিমরা মনে করে গালিভার ইয়াহুর মতো হলেও ভিন্ন। তবে তাদের সমাজে এমন ব্যতিক্রম রাখা ঠিক হবে না। তাই সভায় সিদ্ধান্ত হয় গালিভারকে দেশ ছাড়তে হবে। এটি দেখায়—আদর্শ সমাজেও ভিন্নতাকে জায়গা দেওয়া সবসময় সহজ নয়।

0
Updated: 1 week ago
Why did Gulliver feel more comfortable with the Houyhnhnms than with humans?
Created: 1 week ago
A
They gave him magical powers
B
They provided him with wealth
C
They treated him as their king
D
They lived with honesty and reason
হুইনহ্নিমরা কোনো মিথ্যা বলত না, প্রতারণা জানত না। তাদের জীবন ছিল সত্য, যুক্তি ও ন্যায়ভিত্তিক। তাই গালিভার সেখানে বেশি শান্তি পায়। মানুষের রাজনীতি ও ষড়যন্ত্রের চেয়ে এই সরল জীবন তার কাছে উত্তম মনে হয়।

0
Updated: 1 week ago