What was the greatest shock for Gulliver in Houyhnhnm land?
A
Humans were worse than animals
B
Horses ruled over men
C
Food was always scarce
D
There was no wealth or trade
উত্তরের বিবরণ
ইয়াহুদের দেখে গালিভার বুঝতে পারে মানুষ কখনো কখনো পশুর চেয়েও নিকৃষ্ট হতে পারে। হুইনহ্নিমরা যুক্তি ও সত্যে বাঁচে, আর মানুষ (ইয়াহুর প্রতীক) লোভ ও হিংসায় ভরা। এই উপলব্ধি গালিভারের চিন্তাধারা পুরো পাল্টে দেয়।

0
Updated: 1 month ago
In the voyage to Lilliput, what political satire is Swift mainly targeting through the conflict between the High-Heels and Low-Heels?
Created: 2 weeks ago
A
The meaningless disputes between Catholics and Protestants in England.
B
The rivalry between Whigs and Tories in contemporary British politics.
C
The ongoing struggle of monarchy versus democracy in Europe.
D
The diplomatic quarrels between England and France.
লিলিপুট অধ্যায়ে High-Heels এবং Low-Heels–এর দ্বন্দ্ব আসলে প্রতীকী। সুইফট এখানে ইংল্যান্ডের দুই প্রধান রাজনৈতিক দল Whigs এবং Tories–এর বিরোধকে ব্যঙ্গ করেছেন।
দুই দলের মধ্যে নীতি বা আদর্শগত পার্থক্য খুব কম ছিল, কিন্তু তারা তুচ্ছ কারণে একে অপরের সঙ্গে বিরোধে লিপ্ত হতো। Swift দেখিয়েছেন, কিভাবে ক্ষুদ্র জাতি লিলিপুট এমন ছোটখাটো বিভাজনকে বড় রাজনৈতিক সমস্যায় রূপ দেয়।
এটি আসলে সমকালীন ইংরেজ সমাজের প্রতি সমালোচনা। Swift বোঝাতে চেয়েছেন, ইংল্যান্ডের রাজনীতি প্রায়শই ক্ষমতার লড়াই, ব্যক্তিগত স্বার্থ এবং দলে দলে বিভাজনের কারণে অকার্যকর হয়ে পড়ে। সাধারণ মানুষের সমস্যা নয়, বরং নেতাদের ক্ষমতার খেলা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
অতএব, High-Heels বনাম Low-Heels কেবল লিলিপুট নয়, বরং ১৮শ শতাব্দীর ইংরেজ রাজনীতিরই প্রতিচ্ছবি।

0
Updated: 2 weeks ago
What quality of the Yahoos shocked Gulliver most?
Created: 1 month ago
A
Their greed for shiny stones
B
Their habit of eating flesh
C
Their worship of animals
D
Their skill in climbing trees
ইয়াহুরা চকচকে পাথরের প্রতি অদ্ভুত আসক্তি দেখাত। তারা এসবের জন্য একে অপরের সঙ্গে লড়াই করত। গালিভারের কাছে এটি মানুষের অর্থলোভ ও বস্তুপ্রীতির প্রতীক মনে হয়। সুইফট এখানে মানবজাতির লোভী চরিত্রকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
What shocked Gulliver most in Brobdingnag?
Created: 1 month ago
A
The huge size of animals and people
B
The strange food they ate
C
The lack of books and libraries
D
The absence of advanced weapons
ব্রবডিংনাগে সবকিছুই বিশাল—মানুষ, পশু, গাছ, ফল ইত্যাদি। গালিভারের কাছে এটি ভয়ংকর ও অদ্ভুত লাগে। যেমন, সাধারণত যা মানুষের কাছে সুন্দরী নারী, তার দৈত্যাকার রূপ গালিভারের কাছে ভীতিকর হয়ে ওঠে। আকারের এই বৈপরীত্যই তাকে বিস্মিত করেছিল।

0
Updated: 1 month ago