A
Humans were worse than animals
B
Horses ruled over men
C
Food was always scarce
D
There was no wealth or trade
উত্তরের বিবরণ
ইয়াহুদের দেখে গালিভার বুঝতে পারে মানুষ কখনো কখনো পশুর চেয়েও নিকৃষ্ট হতে পারে। হুইনহ্নিমরা যুক্তি ও সত্যে বাঁচে, আর মানুষ (ইয়াহুর প্রতীক) লোভ ও হিংসায় ভরা। এই উপলব্ধি গালিভারের চিন্তাধারা পুরো পাল্টে দেয়।

0
Updated: 1 week ago
How did Gulliver finally escape from Lilliput?
Created: 1 week ago
A
He was welcomed by Blefuscu’s Emperor
B
He secretly built a boat at night
C
He swam away when guards slept
D
He was pardoned by the Lilliputian Emperor
লিলিপুটে ষড়যন্ত্র শুরু হলে গালিভার বিপদে পড়ে। সে ব্লেফুস্কুর সম্রাটের আশ্রয় নেয়। ব্লেফুস্কুর রাজা তাকে সসম্মানে গ্রহণ করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার সেখানে একটি বড় নৌকা মেরামত করে নিজ দেশে ফেরার প্রস্তুতি নেয়।

1
Updated: 1 week ago
How did Gulliver’s family react after his final return in Book IV?
Created: 1 week ago
A
They sent him back to sea
B
They celebrated his safe return
C
They ignored his stories
D
They feared his strange behavior
দেশে ফিরে গালিভার মানুষের প্রতি ঘৃণা দেখাতে থাকে। সে ঘোড়ার সঙ্গে সময় কাটাত এবং পরিবার থেকেও দূরে থাকত। তার এই অস্বাভাবিক আচরণে স্ত্রী-সন্তান ভীত হয়ে যায়। এতে বোঝা যায়—হুইনহ্নিমদের অভিজ্ঞতা তার মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল।

0
Updated: 1 week ago
What did the Yahoos represent in the story?
Created: 1 week ago
A
The wisdom of simple life
B
The beauty of physical strength
C
The worst side of human nature
D
The hope for immortality
ইয়াহুরা ছিল নোংরা, লোভী, হিংস্র ও পশুসুলভ। তাদের কোনো নৈতিকতা বা যুক্তি ছিল না। সুইফট এদের মাধ্যমে মানবজাতির পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছেন। এভাবে তিনি পাঠককে বোঝাতে চেয়েছেন—মানুষ সভ্যতার আড়ালে এখনো পশুর মতো আচরণ করে।

0
Updated: 1 week ago