A
By practicing with the Yahoos
B
By studying their books
C
By living with a kind master horse
D
By listening secretly in meetings
উত্তরের বিবরণ
গালিভারকে এক হুইনহ্নিম পরিবারের ঘোড়া আশ্রয় দেয়। সেই ঘোড়ার সঙ্গে থেকে সে তাদের ভাষা শেখে। সময়ের সঙ্গে সে এতটাই দক্ষ হয়ে ওঠে যে আলোচনায় অংশ নিতে পারে। এটি তাকে হুইনহ্নিম সমাজ বুঝতে সাহায্য করে।

0
Updated: 1 week ago
What advantage did Laputa have over Balnibarbi?
Created: 1 week ago
A
It had a stronger military
B
It could control them by floating above
C
It was richer in agriculture
D
It had better laws and justice
লাপুটার ভাসমান দ্বীপ উপরে নেমে এসে বালনিবার্বিকে শাসন করত। প্রয়োজনে দ্বীপ নামিয়ে শহর ধ্বংস করতে পারত। এভাবে তারা ভয় দেখিয়ে অধীন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। এটি ইউরোপের উপনিবেশবাদী শক্তির প্রতীকী চিত্র।

0
Updated: 1 week ago
What were the Laputans mainly interested in?
Created: 1 week ago
A
Music and Mathematics
B
War and Politics
C
Farming and Fishing
D
Hunting and Sports
লাপুটার মানুষদের প্রধান আগ্রহ ছিল সঙ্গীত ও গণিতে। তারা এতটাই তত্ত্বচিন্তায় ডুবে থাকত যে বাস্তব জীবনের কাজ যেমন কৃষি, ব্যবসা বা রাজনীতি অবহেলিত হতো। সুইফট এখানে দেখিয়েছেন—অতিরিক্ত বিমূর্ত জ্ঞানচর্চা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।

0
Updated: 1 week ago
Why was Laputa called a land of “theorists”?
Created: 1 week ago
A
People cared only for abstract theories, not for practice
B
They wrote many books of religion
C
They built the largest libraries in the world
D
They were excellent in trade and navigation
লাপুটার মানুষদের চিন্তা শুধু গণিত, সঙ্গীত আর জ্যোতির্বিজ্ঞানে সীমাবদ্ধ ছিল। কিন্তু কৃষি, অর্থনীতি বা বাস্তব কাজ নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। এজন্য তাদেরকে তত্ত্বচিন্তক বা "theorists" বলা হয়েছিল। সুইফট এখানে ইউরোপীয় বিজ্ঞানীদের ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago