How did Gulliver learn the Houyhnhnms’ language?
A
By practicing with the Yahoos
B
By studying their books
C
By living with a kind master horse
D
By listening secretly in meetings
উত্তরের বিবরণ
গালিভারকে এক হুইনহ্নিম পরিবারের ঘোড়া আশ্রয় দেয়। সেই ঘোড়ার সঙ্গে থেকে সে তাদের ভাষা শেখে। সময়ের সঙ্গে সে এতটাই দক্ষ হয়ে ওঠে যে আলোচনায় অংশ নিতে পারে। এটি তাকে হুইনহ্নিম সমাজ বুঝতে সাহায্য করে।

1
Updated: 1 month ago
What was the King’s final opinion about the English people?
Created: 1 month ago
A
They were noble and wise
B
They were selfish and corrupt
C
They were brave and generous
D
They were peace-loving and kind
গালিভার যখন ইংল্যান্ডের রাজনীতি, রাজাদের যুদ্ধ, মন্ত্রীদের ষড়যন্ত্র ইত্যাদি বর্ণনা করে, তখন ব্রবডিংনাগের রাজা তাচ্ছিল্য করেন। তিনি বলেন, ইংরেজরা লোভী, দুর্নীতিগ্রস্ত ও স্বার্থপর। এর মাধ্যমে সুইফট দেখিয়েছেন ইউরোপের তৎকালীন রাজনৈতিক অবস্থার ব্যঙ্গচিত্র।

0
Updated: 1 month ago
What is the deeper meaning behind Lilliputians forcing Gulliver to sign articles of agreement before granting him freedom?
Created: 2 weeks ago
A
It shows their legal sophistication and rational governance
B
It reflects satire on how governments impose control through contracts
C
It indicates their genuine trust in Gulliver’s morality
D
It symbolises equality between Gulliver and the Lilliputians
লিলিপুটিয়ানরা গালিভারকে মুক্তি দেওয়ার আগে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করায়। এটি আসলে ব্যঙ্গ।
সুইফট দেখাতে চেয়েছেন যে, সরকারের ক্ষমতা প্রায়শই মানুষের স্বাধীনতাকে আইন ও চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করে। বাইরের দিক থেকে এই চুক্তি যুক্তিসঙ্গত মনে হলেও, বাস্তবে এটি এক ধরনের বাধ্যবাধকতা। গালিভারের মত বিশাল মানুষকে ক্ষুদ্র লিলিপুটিয়ানরা তাদের আইনের মাধ্যমে বশে আনে।
এতে বোঝা যায় যে, আইন আসলে একধরনের রাজনৈতিক অস্ত্র, যা শক্তিশালীকেও বশে আনে। এই ব্যঙ্গ ইউরোপীয় সরকারের রাজনৈতিক চুক্তি, ট্যাক্স এবং নাগরিক নিয়ন্ত্রণের সমালোচনা। সুইফট পাঠককে ভাবাতে চান যে, মানুষ প্রকৃতপক্ষে স্বাধীন নয়; রাষ্ট্রীয় কাঠামো সবসময় তাকে বেঁধে রাখে।

0
Updated: 2 weeks ago
How did Glumdalclitch treat Gulliver?
Created: 1 month ago
A
As a doll to play with
B
As a dear friend and guardian
C
As a servant for daily work
D
As a showpiece for the court
গ্লামডালক্লিচ গালিভারের প্রতি গভীর স্নেহ দেখাত। সে তাকে শুধুই খেলনা নয়, বরং একজন ছোট্ট বন্ধুর মতো দেখত। গালিভারের ঘুম, খাবার, স্বাস্থ্য সবকিছু সে যত্ন নিত। তাই গালিভারের কাছে গ্লামডালক্লিচ ছিল সবচেয়ে ভরসার মানুষ।

1
Updated: 1 month ago