Why did the Houyhnhnms distrust the Yahoos?
A
They were wise but dishonest
B
They were lazy but harmless
C
They were violent and greedy
D
They were weak and sickly
উত্তরের বিবরণ
ইয়াহুরা ছিল হিংস্র, নোংরা ও লোভী। তারা সম্পদ, খাবার ও চকচকে জিনিসের জন্য লড়াই করত। তাই হুইনহ্নিমরা সবসময় তাদের থেকে দূরে থাকত। এটি মানুষের স্বভাবের অমানবিক ও পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছে।

0
Updated: 1 month ago
What was the height of the Brobdingnagians approximately?
Created: 1 month ago
A
12 feet
B
24 feet
C
60 feet
D
72 feet
ব্রবডিংনাগবাসীরা গড়পড়তা প্রায় ৬০ ফুট লম্বা ছিল। তাদের তুলনায় গালিভার ছিল একটি ছোট্ট পোকামাকড়ের মতো। এজন্য তারা তাকে খেলনা বা কৌতূহলের বস্তু হিসেবে ব্যবহার করত। আকারের এই বৈপরীত্যই গল্পে হাস্যরস ও ব্যঙ্গ সৃষ্টি করেছে।

0
Updated: 1 month ago
What weapons do the Lilliputians use against Gulliver when they first encounter him?
Created: 4 weeks ago
A
Tiny daggers and spears.
B
Small but powerful muskets.
C
Bows and arrows.
D
Nets and ropes to capture him.
গুলিভার যখন প্রথম লিলিপুটের তীরে জেগে ওঠে এবং তার বাঁধন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে, তখন ছোট্ট অধিবাসীরা সংগঠিত সামরিক প্রতিরোধ চালায়।
-
তারা হাজার হাজার ছোট তীর ছুঁড়ে তাকে আক্রমণ করে, যা তার হাত ও মুখে সুঁইয়ের মতো চেঁচামেচি সৃষ্টি করে।
-
আক্রমণ গুরুতর আঘাত না দিলেও বেদনাদায়ক এবং এটি তাদের সংখ্যা ও দৃঢ়তা প্রদর্শন করে।
-
এই অভিজ্ঞতার কারণে গালিভার শান্ত হয়ে পড়ে এবং আর স্থানচ্যুত হওয়ার চেষ্টা করে না।

0
Updated: 4 weeks ago
In Brobdingnag, how does the King react when Gulliver describes England’s political and military system?
Created: 2 weeks ago
A
He admires the system as wise and progressive.
B
He expresses neutrality, refusing to judge another nation.
C
He calls the English people “odious vermin” for their corruption.
D
He promises to adopt England’s system in Brobdingnag.
Brobdingnag অধ্যায়ে Gulliver ইংল্যান্ডের রাজনৈতিক ও সামরিক ব্যবস্থা নিয়ে গর্ব করে। কিন্তু Brobdingnag-এর রাজা সেটি শোনার পর বিস্মিত ও ঘৃণাভরে ইংরেজদের “odious vermin” বলে অভিহিত করেন।
তিনি মনে করেন, ইংরেজরা লোভী, দুর্নীতিগ্রস্ত, এবং একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
এটি Swift-এর ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ অংশ। Gulliver গর্বের সঙ্গে যা উপস্থাপন করে, তা রাজা নৈতিকভাবে ভয়ঙ্কর মনে করেন। এর মাধ্যমে বোঝা যায়, ইউরোপীয় সভ্যতা যে উন্নত বলে মনে করে, বাইরের দৃষ্টিকোণ থেকে তা পশ্চাৎপদ, নৈতিকভাবে দুর্বল এবং কুৎসিত।
অতএব, রাজা Brobdingnag আসলে Swift-এর কণ্ঠস্বর। তিনি দেখিয়েছেন, ইংল্যান্ডের সভ্যতা বাহ্যিকভাবে শক্তিশালী হলেও ভিতরে দুর্নীতি ও স্বার্থপরতায় পূর্ণ।

1
Updated: 2 weeks ago