A
He could not bear their human smell and avoided them
B
He taught them Houyhnhnm language
C
He tried to take them back to the land of horses
D
He lived happily with them
উত্তরের বিবরণ
দেশে ফিরে গালিভার মানুষের গন্ধও সহ্য করতে পারত না। স্ত্রী-সন্তানের কাছ থেকেও দূরে থাকত এবং ঘোড়ার সঙ্গে সময় কাটাত। এটি দেখায় তার মন পুরোপুরি বদলে গিয়েছিল।

0
Updated: 1 week ago
Why did the Houyhnhnms distrust the Yahoos?
Created: 1 week ago
A
They were wise but dishonest
B
They were lazy but harmless
C
They were violent and greedy
D
They were weak and sickly
ইয়াহুরা ছিল হিংস্র, নোংরা ও লোভী। তারা সম্পদ, খাবার ও চকচকে জিনিসের জন্য লড়াই করত। তাই হুইনহ্নিমরা সবসময় তাদের থেকে দূরে থাকত। এটি মানুষের স্বভাবের অমানবিক ও পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছে।

0
Updated: 1 week ago
Why did the Emperor dislike the High Heels?
Created: 1 week ago
A
They failed in the war against Blefuscu
B
They were corrupt in trade
C
They supported the Prince who opposed him
D
They followed the Big-endian religion
লিলিপুটের যুবরাজ হাই হিলদের সমর্থন করত। তাই সম্রাট আশঙ্কা করতেন—হাই হিলরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। এজন্য তিনি লো হিলদের সমর্থন দিতেন। এতে সুইফট দেখিয়েছেন—ক্ষমতার রাজনীতিতে বিরোধী দলকে সবসময় সন্দেহের চোখে দেখা হয়।

0
Updated: 1 week ago
Why was Gulliver accused of treason in Lilliput?
Created: 1 week ago
A
He helped Blefuscu secretly
B
He refused cruel orders of the Emperor
C
He insulted Lilliputian ministers
D
He destroyed crops while walking
গালিভার যখন ব্লেফুস্কু দখল করতে অস্বীকার করে, তখন সম্রাট ও মন্ত্রীরা মনে করেন সে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। আসলে সে মানবিক কারণে নিষ্ঠুর আদেশ মানেনি। এর ফলে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়।

0
Updated: 1 week ago