A
They sent him back to sea
B
They celebrated his safe return
C
They ignored his stories
D
They feared his strange behavior
উত্তরের বিবরণ
দেশে ফিরে গালিভার মানুষের প্রতি ঘৃণা দেখাতে থাকে। সে ঘোড়ার সঙ্গে সময় কাটাত এবং পরিবার থেকেও দূরে থাকত। তার এই অস্বাভাবিক আচরণে স্ত্রী-সন্তান ভীত হয়ে যায়। এতে বোঝা যায়—হুইনহ্নিমদের অভিজ্ঞতা তার মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল।

0
Updated: 1 week ago
What did Laputa mainly symbolize in Swift’s satire?
Created: 1 week ago
A
Glory of mathematics
B
Misuse of abstract science
C
Peaceful life of musicians
D
A perfect scientific utopia
লাপুটায় মানুষরা কেবল গণিত ও সঙ্গীত নিয়ে ব্যস্ত ছিল। বাস্তব জীবনের কৃষি, শিল্প বা প্রশাসন অবহেলিত ছিল। এর মাধ্যমে সুইফট দেখিয়েছেন—অতিরিক্ত বিমূর্ত বিজ্ঞানচর্চা মানুষের বাস্তব জীবনকে ধ্বংস করে। এটি মূলত ইউরোপীয় বিজ্ঞানীদের অকার্যকর গবেষণার প্রতি ব্যঙ্গ।

0
Updated: 1 week ago
What did the Houyhnhnms decide about Gulliver after some time?
Created: 1 week ago
A
He should leave their land
B
He should live as their servant
C
He should punish the Yahoos
D
He should stay among them
হুইনহ্নিমরা মনে করে গালিভার ইয়াহুর মতো হলেও ভিন্ন। তবে তাদের সমাজে এমন ব্যতিক্রম রাখা ঠিক হবে না। তাই সভায় সিদ্ধান্ত হয় গালিভারকে দেশ ছাড়তে হবে। এটি দেখায়—আদর্শ সমাজেও ভিন্নতাকে জায়গা দেওয়া সবসময় সহজ নয়।

0
Updated: 1 week ago
Why did the Emperor dislike the High Heels?
Created: 1 week ago
A
They failed in the war against Blefuscu
B
They were corrupt in trade
C
They supported the Prince who opposed him
D
They followed the Big-endian religion
লিলিপুটের যুবরাজ হাই হিলদের সমর্থন করত। তাই সম্রাট আশঙ্কা করতেন—হাই হিলরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। এজন্য তিনি লো হিলদের সমর্থন দিতেন। এতে সুইফট দেখিয়েছেন—ক্ষমতার রাজনীতিতে বিরোধী দলকে সবসময় সন্দেহের চোখে দেখা হয়।

0
Updated: 1 week ago