How did Gulliver’s family react after his final return in Book IV?
A
They sent him back to sea
B
They celebrated his safe return
C
They ignored his stories
D
They feared his strange behavior
উত্তরের বিবরণ
দেশে ফিরে গালিভার মানুষের প্রতি ঘৃণা দেখাতে থাকে। সে ঘোড়ার সঙ্গে সময় কাটাত এবং পরিবার থেকেও দূরে থাকত। তার এই অস্বাভাবিক আচরণে স্ত্রী-সন্তান ভীত হয়ে যায়। এতে বোঝা যায়—হুইনহ্নিমদের অভিজ্ঞতা তার মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল।

0
Updated: 1 month ago
In Lilliput, Gulliver is seen as—
Created: 1 month ago
A
A giant
B
A tiny dwarf
C
A god
D
A beast
লিলিপুটে মানুষ মাত্র ছয় ইঞ্চি লম্বা। তাই গালিভার সেখানে দৈত্যের মতো দেখায়। এটি মানবসমাজের দৃষ্টিভঙ্গি ও ক্ষমতার হাস্যকর পার্থক্য প্রকাশ করে।

0
Updated: 1 month ago
How did Gulliver first feel after meeting the Houyhnhnms?
Created: 1 month ago
A
Afraid of their strength
B
Amazed by their wisdom
C
Confused about their language
D
Angry at their cold behavior
প্রথমে গালিভার বুঝতে পারে না ঘোড়ারা এত যুক্তিবাদীভাবে কথা বলতে পারে। পরে তাদের আচরণ, যুক্তি আর ন্যায় দেখে বিস্মিত হয়। সে বুঝতে পারে হুইনহ্নিমরা মানুষ থেকে অনেক বেশি সভ্য ও উন্নত। এতে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়।

0
Updated: 1 month ago
How did Gulliver finally escape from Lilliput?
Created: 1 month ago
A
He was welcomed by Blefuscu’s Emperor
B
He secretly built a boat at night
C
He swam away when guards slept
D
He was pardoned by the Lilliputian Emperor
লিলিপুটে ষড়যন্ত্র শুরু হলে গালিভার বিপদে পড়ে। সে ব্লেফুস্কুর সম্রাটের আশ্রয় নেয়। ব্লেফুস্কুর রাজা তাকে সসম্মানে গ্রহণ করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার সেখানে একটি বড় নৌকা মেরামত করে নিজ দেশে ফেরার প্রস্তুতি নেয়।

1
Updated: 1 month ago