A
He disliked the taste of meat
B
He wanted to be more like them
C
He became weak and sick
D
He wanted to save the Yahoos
উত্তরের বিবরণ
হুইনহ্নিমরা নিরামিষাশী ছিল এবং প্রকৃতির নিয়ম মেনে চলত। গালিভারও ধীরে ধীরে মাংস খাওয়া বন্ধ করে দেয়, যাতে সে তাদের মতো হতে পারে। এটি তার মানসিক পরিবর্তনের প্রতীক।

0
Updated: 1 week ago
How did Gulliver feel when ordered to leave the Houyhnhnms?
Created: 1 week ago
A
Excitement for returning home
B
Relief and happiness
C
Anger at their cruelty
D
Deep sorrow and despair
গালিভার হুইনহ্নিমদের সঙ্গে থাকতে এত অভ্যস্ত হয়ে পড়েছিল যে তাদের ছেড়ে যেতে হবে শুনে ভেঙে পড়ে। সে মনে করেছিল এই সমাজই আসল মানব সভ্যতার প্রতীক। তাই তাকে চলে যেতে হবে শুনে তার মনে গভীর দুঃখ জন্মায়।

0
Updated: 1 week ago
How did Gulliver finally manage to leave Lilliput?
Created: 1 week ago
A
By being pardoned by Lilliput’s ministers
B
By building his own raft secretly
C
By swimming into the ocean
D
With the help of Blefuscu’s Emperor
লিলিপুটে শত্রু তৈরি হওয়ার পর গালিভার ব্লেফুস্কুর সম্রাটের শরণাপন্ন হয়। ব্লেফুস্কুর সম্রাট তাকে রক্ষা করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার একটি ফেলে দেওয়া বড় নৌকা মেরামত করে সমুদ্রপথে দেশ ছাড়ে। তাই প্রকৃত সাহায্য এসেছিল ব্লেফুস্কুর দিক থেকেই।

0
Updated: 1 week ago
In the quote, what does “break their eggs at the convenient end” symbolize?
Created: 1 week ago
A
Practical religious tolerance
B
Foolish religious disputes
C
The science of eating habits
D
Political loyalty to the Emperor
ডিম ভাঙার এই রূপক আসলে ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্বের ব্যঙ্গ। তুচ্ছ বিষয়ে যে ভয়ংকর যুদ্ধ শুরু হতে পারে, তা সুইফট ব্যঙ্গাত্মকভাবে দেখিয়েছেন। ডিম ভাঙার দিক মানে ছোট ধর্মীয় পার্থক্য, যা বাস্তবে বড় সংঘাত তৈরি করে।

0
Updated: 1 week ago