A
They believed diseases were divine punishments
B
They found it unnatural since they had no illnesses
C
They thought medicines were the best cure
D
They believed Yahoos spread them intentionally
উত্তরের বিবরণ
হুইনহ্নিমদের সমাজে রোগব্যাধি ছিল না। তাই গালিভারের কাছ থেকে মানুষের অসুখ ও চিকিৎসার গল্প শুনে তারা অবাক হয়েছিল। এটি প্রতীকীভাবে বোঝায় মানুষের দুর্বলতা ও অস্বাভাবিক জীবনযাপন।

0
Updated: 1 week ago
What was the main criticism Swift made through Balnibarbi?
Created: 1 week ago
A
War is necessary for progress
B
Kings should rule forever
C
Agriculture is unimportant in a nation
D
Useless scientific projects ruin society
বালনিবার্বিতে গালিভার দেখে, কৃষি ও শিল্প সব নষ্ট হয়েছে। কারণ সবকিছু তথাকথিত বিজ্ঞানীদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, যারা অকেজো পরীক্ষা করে সমাজ ধ্বংস করছে। সুইফট এর মাধ্যমে ইউরোপে চলা অপকারি বৈজ্ঞানিক পরীক্ষা ও অযৌক্তিক তত্ত্বকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
Question: What human weakness does the quote “We ate when we were not hungry, and drank without the provocation of thirst” criticize?
Created: 1 week ago
A
Human greed and overindulgence
B
Human honesty and kindness
C
Human courage in difficulties
D
Human respect for nature
এই উদ্ধৃতি দেখায় মানুষ প্রায়ই প্রয়োজনের বাইরে ভোগ করে—ক্ষুধা না থাকলেও খায়, তৃষ্ণা না থাকলেও পান করে। এটি লোভ, ভোগবিলাস এবং সংযমহীনতার ব্যঙ্গ। হুইনহ্নিমদের যুক্তিপূর্ণ জীবনের বিপরীতে মানুষের অসংযমী স্বভাবকে এখানে তুলে ধরা হয়েছে।

0
Updated: 1 week ago
Who did Gulliver meet in Glubbdubdrib with the governor’s help?
Created: 1 week ago
A
Famous dead people from history
B
Giants
C
Scientists
D
Struldbrugs
গ্লাবডাবড্রিবের গভর্নরের জাদুর ক্ষমতায় গালিভার মৃতদের আত্মা ডেকে দেখতে পারে। সে যেমন আলেকজান্ডার, হোমার, জুলিয়াস সিজারের মতো ঐতিহাসিক ব্যক্তিদের সঙ্গে দেখা করে। এতে সুইফট ইতিহাসের সত্যতা ও বর্তমান সমাজের ভণ্ডামিকে তুলনা করেছেন।

0
Updated: 1 week ago