Question: What human weakness does the quote “We ate when we were not hungry, and drank without the provocation of thirst” criticize?
A
Human greed and overindulgence
B
Human honesty and kindness
C
Human courage in difficulties
D
Human respect for nature
উত্তরের বিবরণ
এই উদ্ধৃতি দেখায় মানুষ প্রায়ই প্রয়োজনের বাইরে ভোগ করে—ক্ষুধা না থাকলেও খায়, তৃষ্ণা না থাকলেও পান করে। এটি লোভ, ভোগবিলাস এবং সংযমহীনতার ব্যঙ্গ। হুইনহ্নিমদের যুক্তিপূর্ণ জীবনের বিপরীতে মানুষের অসংযমী স্বভাবকে এখানে তুলে ধরা হয়েছে।

0
Updated: 1 month ago
What did the conflict between High Heels and Low Heels in Lilliput symbolize?
Created: 1 month ago
A
Political divisions like Whigs and Tories in England
B
Social classes of rich and poor
C
Differences between men and women
D
Rivalry between soldiers and sailors
লিলিপুটে “হাই হিল” আর “লো হিল” বিভাজন আসলে ইংল্যান্ডের তৎকালীন রাজনৈতিক দল—হুইগ ও টোরিদের প্রতীক। সুইফট দেখিয়েছেন কিভাবে তুচ্ছ কারণে রাজনৈতিক দলাদলি সমাজে বড় বিভাজন তৈরি করে।

0
Updated: 1 month ago
"Most pernicious race of little odious vermin" reflects-
Created: 1 week ago
A
Moral corruption of England's enemies
B
Swift's view that small-mindedness and factionalism are human flaws
C
Gulliver's bias against small people
D
A metaphor for disruptive insects
এই উক্তিটি জনাথন সুইফটের “Gulliver’s Travels”-এর ব্রডবিংন্যাগের রাজা (King of Brobdingnag)-এর বক্তব্য। এখানে সুইফট মানুষের চরিত্র ও সমাজব্যবস্থার এক গভীর ব্যঙ্গচিত্র তুলে ধরেছেন।
-
প্রথমত, রাজা “most pernicious race of little odious vermin” বলে মানুষের নৈতিক অবক্ষয় (moral decay) এবং ছোট মনের স্বভাব (small-mindedness) কে ঘৃণার সাথে তুলে ধরেছেন।
-
দ্বিতীয়ত, এই বক্তব্যের মাধ্যমে সুইফট দেখিয়েছেন যে মানুষের মধ্যে যে ক্ষুদ্র স্বার্থপরতা, দলাদলি (factionalism), হিংসা ও নৈতিক দুর্বলতা আছে, সেটাই মানবসভ্যতার সবচেয়ে বড় ত্রুটি।
-
শেষত, এই উক্তি কোনো ব্যক্তিগত ঘৃণা নয়, বরং মানবজাতির অহংকার, ক্ষমতার অপব্যবহার ও নৈতিক অধঃপতনের (moral corruption and moral failure) প্রতি এক তীব্র বিদ্রূপ।
অর্থাৎ, এই উক্তির মাধ্যমে সুইফট মানব সমাজের তুচ্ছতা ও নৈতিক ভণ্ডামিকে ব্যঙ্গ করেছেন—যা “Gulliver’s Travels”-এর মূল satirical vision-এর অন্যতম ভিত্তি।

0
Updated: 1 week ago
"the most pernicious Race of little odious Vermin that Nature ever suffered to crawl upon the Surface of the Earth" is said by whom?
Created: 4 weeks ago
A
The King of Brobdingnag
B
The Emperor of Liliput
C
A Houyhnhnm
D
Lemuel Gulliver
গালিভারের দ্বিতীয় যাত্রায়, তিনি ব্রবডিংনাগের দৈত্যদের মাঝে একটি ক্ষুদ্র প্রাণী হয়ে যান এবং তার ছোট কায়েমাপন্নতা পূরণ করার জন্য দেশভক্তির মাধ্যমে গর্ব প্রকাশ করেন, নিজ দেশকে প্রসংসা করেন।
-
এই গর্ব ব্রবডিংনাগের রাজার তীব্র সমালোচনার উদ্রেক করে।
-
গালিভার যখন ইউরোপের, বিশেষত ইংল্যান্ডের, সমাজ, রাজনীতি ও ইতিহাসের বর্ণনা দেয়, তখন রাজা সাজানো ষড়যন্ত্র, বিদ্রোহ, হত্যা এবং গণহত্যার গল্পগুলো শুনে ভয়ানকভাবে স্তম্ভিত হন।
-
রাজার মন্তব্য অনুযায়ী, ইংরেজরা অবশ্যই "সবচেয়ে ক্ষতিকারক, ছোট, ঘৃণ্য পোকামাকড়ের জাতি, যা প্রকৃতি কখনও পৃথিবীর পৃষ্ঠে চলতে দেয়নি"।
-
এই উক্তি গ্যালিভারের নিজের সমাজের গভীর ত্রুটির প্রতি অন্ধত্বকে তুলে ধরে এবং ইউরোপীয় সভ্যতার তীব্র ব্যঙ্গাত্মক সমালোচনা হিসেবে কাজ করে।

0
Updated: 4 weeks ago