Question: What human weakness does the quote “We ate when we were not hungry, and drank without the provocation of thirst” criticize?
A
Human greed and overindulgence
B
Human honesty and kindness
C
Human courage in difficulties
D
Human respect for nature
উত্তরের বিবরণ
এই উদ্ধৃতি দেখায় মানুষ প্রায়ই প্রয়োজনের বাইরে ভোগ করে—ক্ষুধা না থাকলেও খায়, তৃষ্ণা না থাকলেও পান করে। এটি লোভ, ভোগবিলাস এবং সংযমহীনতার ব্যঙ্গ। হুইনহ্নিমদের যুক্তিপূর্ণ জীবনের বিপরীতে মানুষের অসংযমী স্বভাবকে এখানে তুলে ধরা হয়েছে।

0
Updated: 1 week ago
What special mark did Struldbrugs have?
Created: 1 week ago
A
A blue spot above the left eyebrow
B
A black circle on the forehead
C
A red dot above the left eyebrow
D
A golden ring on the hand
লাগনাগে স্ট্রাল্ডব্রাগসদের আলাদা করে চেনার জন্য তাদের বাম ভ্রুর ওপর নীল দাগ থাকত। এ দাগ জন্মের সময় থেকেই থাকত। এর মাধ্যমে মানুষ বুঝতে পারত যে সে অমর। কিন্তু অমরত্ব তাদের জন্য সুখের বদলে দুঃখ বয়ে আনে।

0
Updated: 1 week ago
Who first discovered Gulliver in Brobdingnag?
Created: 1 week ago
A
A farmer
B
The Queen
C
The King
D
A fisherman
গালিভার প্রথমে এক বিশাল কৃষকের চোখে পড়ে। কৃষক তাকে খেলনার মতো ছোট দেখে অবাক হয়। পরে কৃষক তাকে বাড়িতে নিয়ে যায় এবং প্রদর্শনীর জন্য ব্যবহার করতে থাকে। এখান থেকেই তার ব্রবডিংনাগের জীবনের শুরু।

0
Updated: 1 week ago
How did Gulliver describe gunpowder and cannons to the King?
Created: 1 week ago
A
As the glory of England
B
As a terrible but useful invention
C
As a harmless tool of war
D
As a new discovery for peace
গালিভার ইংল্যান্ডের শক্তি বোঝাতে গানপাউডার ও কামানের কথা বলে। সে এটিকে ভয়ংকর হলেও দরকারী আবিষ্কার বলে বর্ণনা করে। কিন্তু রাজা এটিকে বর্বরতা মনে করেন এবং এমন নিষ্ঠুর অস্ত্র ব্যবহারকারীদের নৈতিকভাবে নীচ ভাবেন। এতে ইউরোপীয় যুদ্ধনীতি ব্যঙ্গ করা হয়েছে।

1
Updated: 1 week ago