What did the Houyhnhnms believe about war?
A
It was unnatural and unnecessary
B
It was glorious for brave horses
C
It was useful for gaining land
D
It was sometimes necessary for justice
উত্তরের বিবরণ
হুইনহ্নিমরা মনে করত যুদ্ধ প্রকৃতির বিরুদ্ধে এবং কোনো কাজেই আসে না। তারা বিশ্বাস করত—যুক্তি ও আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা যায়। সুইফট এখানে দেখিয়েছেন, যুদ্ধ আসলে মানুষের বর্বরতার প্রতীক।

0
Updated: 1 month ago
In Brobdingnag, how does the King react when Gulliver describes England’s political and military system?
Created: 2 weeks ago
A
He admires the system as wise and progressive.
B
He expresses neutrality, refusing to judge another nation.
C
He calls the English people “odious vermin” for their corruption.
D
He promises to adopt England’s system in Brobdingnag.
Brobdingnag অধ্যায়ে Gulliver ইংল্যান্ডের রাজনৈতিক ও সামরিক ব্যবস্থা নিয়ে গর্ব করে। কিন্তু Brobdingnag-এর রাজা সেটি শোনার পর বিস্মিত ও ঘৃণাভরে ইংরেজদের “odious vermin” বলে অভিহিত করেন।
তিনি মনে করেন, ইংরেজরা লোভী, দুর্নীতিগ্রস্ত, এবং একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
এটি Swift-এর ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ অংশ। Gulliver গর্বের সঙ্গে যা উপস্থাপন করে, তা রাজা নৈতিকভাবে ভয়ঙ্কর মনে করেন। এর মাধ্যমে বোঝা যায়, ইউরোপীয় সভ্যতা যে উন্নত বলে মনে করে, বাইরের দৃষ্টিকোণ থেকে তা পশ্চাৎপদ, নৈতিকভাবে দুর্বল এবং কুৎসিত।
অতএব, রাজা Brobdingnag আসলে Swift-এর কণ্ঠস্বর। তিনি দেখিয়েছেন, ইংল্যান্ডের সভ্যতা বাহ্যিকভাবে শক্তিশালী হলেও ভিতরে দুর্নীতি ও স্বার্থপরতায় পূর্ণ।

1
Updated: 2 weeks ago
What shape was the island of Laputa described as?
Created: 1 month ago
A
Round and flat like a circular plate
B
Square with sharp edges
C
Triangular with three peaks
D
Oval like an egg
সুইফট লাপুটাকে গোল ও চ্যাপ্টা প্লেটের মতো বর্ণনা করেছেন। এর ব্যাস ছিল প্রায় চার মাইল। এই অদ্ভুত আকার এবং ভাসমান বৈশিষ্ট্য পাঠকের কাছে এক রূপকথার মতো মনে হয়, কিন্তু আসলে এটি ছিল ব্যঙ্গচিত্র।

0
Updated: 1 month ago
Why was Japan important in Gulliver’s last journey of this part?
Created: 1 month ago
A
It showed him a land of giants
B
It taught him advanced science
C
It made him rich with trade
D
It gave him a safe passage home
জাপান ছিল গালিভারের ফেরার পথে শেষ স্টপ। লাগনাগের রাজা তাকে জাপানে পাঠান, সেখান থেকে ইংল্যান্ডে ফেরার জাহাজের সুযোগ হয়। জাপান অংশটি তুলনামূলক ছোট হলেও গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই তার দীর্ঘ ভ্রমণ পর্বের সমাপ্তি ঘটে।

0
Updated: 1 month ago