A
It was unnatural and unnecessary
B
It was glorious for brave horses
C
It was useful for gaining land
D
It was sometimes necessary for justice
উত্তরের বিবরণ
হুইনহ্নিমরা মনে করত যুদ্ধ প্রকৃতির বিরুদ্ধে এবং কোনো কাজেই আসে না। তারা বিশ্বাস করত—যুক্তি ও আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা যায়। সুইফট এখানে দেখিয়েছেন, যুদ্ধ আসলে মানুষের বর্বরতার প্রতীক।

0
Updated: 1 week ago
How did Gulliver impress the Lilliputians after being captured?
Created: 1 week ago
A
He behaved gently and calmly
B
He destroyed their enemies at once
C
He refused to eat their food
D
He shouted loudly for his freedom
গালিভার প্রথমে ভয়ে বাঁধা থাকলেও কোনো ক্ষতি করেনি। বরং সে শান্তভাবে খাবার গ্রহণ করে ও আক্রমণ না করে আত্মনিয়ন্ত্রণ দেখায়। লিলিপুটবাসীরা ভাবে সে যদি চাইত তবে সহজেই তাদের ধ্বংস করতে পারত। তার ভদ্র আচরণেই তারা মুগ্ধ হয়।

0
Updated: 1 week ago
How did Gulliver’s family react after his final return in Book IV?
Created: 1 week ago
A
They sent him back to sea
B
They celebrated his safe return
C
They ignored his stories
D
They feared his strange behavior
দেশে ফিরে গালিভার মানুষের প্রতি ঘৃণা দেখাতে থাকে। সে ঘোড়ার সঙ্গে সময় কাটাত এবং পরিবার থেকেও দূরে থাকত। তার এই অস্বাভাবিক আচরণে স্ত্রী-সন্তান ভীত হয়ে যায়। এতে বোঝা যায়—হুইনহ্নিমদের অভিজ্ঞতা তার মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল।

0
Updated: 1 week ago
How did Gulliver finally escape from Lilliput?
Created: 1 week ago
A
He was welcomed by Blefuscu’s Emperor
B
He secretly built a boat at night
C
He swam away when guards slept
D
He was pardoned by the Lilliputian Emperor
লিলিপুটে ষড়যন্ত্র শুরু হলে গালিভার বিপদে পড়ে। সে ব্লেফুস্কুর সম্রাটের আশ্রয় নেয়। ব্লেফুস্কুর রাজা তাকে সসম্মানে গ্রহণ করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার সেখানে একটি বড় নৌকা মেরামত করে নিজ দেশে ফেরার প্রস্তুতি নেয়।

1
Updated: 1 week ago