What did the Yahoos represent in the story?
A
The wisdom of simple life
B
The beauty of physical strength
C
The worst side of human nature
D
The hope for immortality
উত্তরের বিবরণ
ইয়াহুরা ছিল নোংরা, লোভী, হিংস্র ও পশুসুলভ। তাদের কোনো নৈতিকতা বা যুক্তি ছিল না। সুইফট এদের মাধ্যমে মানবজাতির পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছেন। এভাবে তিনি পাঠককে বোঝাতে চেয়েছেন—মানুষ সভ্যতার আড়ালে এখনো পশুর মতো আচরণ করে।

0
Updated: 1 month ago
What does the conflict between Lilliput and Blefuscu mainly symbolize?
Created: 1 month ago
A
Struggles between kings and common people
B
Religious and political disputes in Europe
C
Difference between science and superstition
D
Trade rivalry among sea nations
লিলিপুট ও ব্লেফুস্কুর ডিম ভাঙার রীতি নিয়ে বিরোধ আসলে ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের দ্বন্দ্বের প্রতীক। ছোট কারণে বড় যুদ্ধ শুরু হয়, যা মানুষের অন্ধ ধর্মীয় ও রাজনৈতিক বিভাজনের ব্যঙ্গচিত্র। সুইফট এখানে দেখিয়েছেন কিভাবে তুচ্ছ বিষয় থেকেও ভয়াবহ সংঘাত জন্মায়।

0
Updated: 1 month ago
Gulliver's Travels is written by -
Created: 1 month ago
A
Jonathan Swift
B
Thomas Hardy
C
Jane Austen
D
Charlotte Bronte
Gulliver's Travels
-
Author: Jonathan Swift
-
এটি ৪ খন্ডের একটি satirical novel
-
সম্পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
-
প্রকাশিত: 1726
-
এটি 18th century-এর একটি বিখ্যাত satire
Summary:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথে ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
তিনি বেঁচে যান এবং একটি অদ্ভুত দেশে পৌঁছান, যেখানে লোকদের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
Gulliver-এর বিশাল দেহ লিলিপুটদের নানা কাজে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সাথে চলমান যুদ্ধেও সাহায্য করে।
-
এক পর্যায়ে তিনি লিলিপুটদের রোষের শিকার হন এবং শাস্তি হিসেবে চোখ তুলে ফেলার হুমকি পান।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়াতে সক্ষম হন এবং বেঁচে ফিরে আসেন।
Jonathan Swift
-
ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত satirist
-
Augustan age-এর একজন লেখক
-
Anglo-Irish author এবং clergyman
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
Famous Works:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
উৎস:

0
Updated: 1 month ago
What condition did the Emperor set for Gulliver’s release?
Created: 1 month ago
A
He must fight for Lilliput against Blefuscu
B
He must promise not to harm Lilliputians
C
He must never try to escape the island
D
All of Above
সম্রাট গালিভারের মুক্তির জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করেছিলেন। এর মধ্যে ছিল—সে সম্রাটের অনুমতি ছাড়া লিলিপুট ত্যাগ করতে পারবে না, আগেভাগে না জানালে রাজধানীতে প্রবেশ করতে পারবে না, কেবল প্রধান সড়ক দিয়েই হাঁটতে হবে, কারও অনুমতি ছাড়া লিলিপুটবাসীদের ক্ষতি করা বা তুলে নেওয়া যাবে না, এবং তাকে ব্লেফুস্কুর বিরুদ্ধে লিলিপুটের প্রতিরক্ষায় ও বিভিন্ন নির্মাণকাজে সাহায্য করতে হবে। এর বিনিময়ে সম্রাট গালিভারকে খাবার, পানীয় এবং রাজপরিবারের সান্নিধ্য দান করবেন।

0
Updated: 1 month ago