A
The wisdom of simple life
B
The beauty of physical strength
C
The worst side of human nature
D
The hope for immortality
উত্তরের বিবরণ
ইয়াহুরা ছিল নোংরা, লোভী, হিংস্র ও পশুসুলভ। তাদের কোনো নৈতিকতা বা যুক্তি ছিল না। সুইফট এদের মাধ্যমে মানবজাতির পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছেন। এভাবে তিনি পাঠককে বোঝাতে চেয়েছেন—মানুষ সভ্যতার আড়ালে এখনো পশুর মতো আচরণ করে।

0
Updated: 1 week ago
What was the greatest shock for Gulliver in Houyhnhnm land?
Created: 1 week ago
A
Humans were worse than animals
B
Horses ruled over men
C
Food was always scarce
D
There was no wealth or trade
ইয়াহুদের দেখে গালিভার বুঝতে পারে মানুষ কখনো কখনো পশুর চেয়েও নিকৃষ্ট হতে পারে। হুইনহ্নিমরা যুক্তি ও সত্যে বাঁচে, আর মানুষ (ইয়াহুর প্রতীক) লোভ ও হিংসায় ভরা। এই উপলব্ধি গালিভারের চিন্তাধারা পুরো পাল্টে দেয়।

0
Updated: 1 week ago
Who first discovered Gulliver in Brobdingnag?
Created: 1 week ago
A
A farmer
B
The Queen
C
The King
D
A fisherman
গালিভার প্রথমে এক বিশাল কৃষকের চোখে পড়ে। কৃষক তাকে খেলনার মতো ছোট দেখে অবাক হয়। পরে কৃষক তাকে বাড়িতে নিয়ে যায় এবং প্রদর্শনীর জন্য ব্যবহার করতে থাকে। এখান থেকেই তার ব্রবডিংনাগের জীবনের শুরু।

0
Updated: 1 week ago
What did Laputans wear on their clothes to show their interests?
Created: 1 week ago
A
Pictures of gold and jewels
B
Symbols of swords and shields
C
Designs of ships and waves
D
Figures of suns, moons, and musical instruments
লাপুটার মানুষরা তাদের পোশাকে সূর্য, চাঁদ, বাদ্যযন্ত্র ইত্যাদির ছবি আঁকত। এগুলো তাদের চিন্তার জগতকে প্রকাশ করত। এতে বোঝা যায় তারা শুধু আকাশ আর সঙ্গীতেই ডুবে থাকত, বাস্তব জীবনে তাদের তেমন আগ্রহ ছিল না।

0
Updated: 1 week ago