How did the Houyhnhnms arrange marriages?
A
Based on reason and breeding, not passion
B
Based on wealth and land
C
Based on love and beauty
D
Based on orders from the Yahoos
উত্তরের বিবরণ
হুইনহ্নিমরা বিয়ে করত প্রজনন আর যুক্তির জন্য, প্রেম বা সৌন্দর্যের জন্য নয়। তারা দেখত এক পরিবারে ছেলে বেশি হলে মেয়ের সঙ্গে মেলানো যায়, যেন ভারসাম্য থাকে। এতে বোঝা যায় তাদের সমাজ সম্পূর্ণ যুক্তিনির্ভর ছিল।

0
Updated: 1 month ago
How did the Laputans communicate with each other during deep thoughts?
Created: 1 month ago
A
By writing on slates
B
By using servants with bladders
C
By singing mathematical formulas
D
By sending signals with mirrors
লাপুটার লোকেরা এতটাই চিন্তায় হারিয়ে যেত যে কথোপকথনে মন দিত না। এজন্য চাকররা চামড়ার ব্লাডার দিয়ে তাদের মাথা বা কানে ঠুকে মনোযোগ ফেরাত। এটি এক ধরনের হাস্যকর ব্যঙ্গ, যা দেখায় তত্ত্বচিন্তায় ডুবে থাকা মানুষের অযৌক্তিকতা।

0
Updated: 1 month ago
How did Gulliver finally manage to leave Lilliput?
Created: 1 month ago
A
By being pardoned by Lilliput’s ministers
B
By building his own raft secretly
C
By swimming into the ocean
D
With the help of Blefuscu’s Emperor
লিলিপুটে শত্রু তৈরি হওয়ার পর গালিভার ব্লেফুস্কুর সম্রাটের শরণাপন্ন হয়। ব্লেফুস্কুর সম্রাট তাকে রক্ষা করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার একটি ফেলে দেওয়া বড় নৌকা মেরামত করে সমুদ্রপথে দেশ ছাড়ে। তাই প্রকৃত সাহায্য এসেছিল ব্লেফুস্কুর দিক থেকেই।

0
Updated: 1 month ago
How did Gulliver’s family react after his final return in Book IV?
Created: 1 month ago
A
They sent him back to sea
B
They celebrated his safe return
C
They ignored his stories
D
They feared his strange behavior
দেশে ফিরে গালিভার মানুষের প্রতি ঘৃণা দেখাতে থাকে। সে ঘোড়ার সঙ্গে সময় কাটাত এবং পরিবার থেকেও দূরে থাকত। তার এই অস্বাভাবিক আচরণে স্ত্রী-সন্তান ভীত হয়ে যায়। এতে বোঝা যায়—হুইনহ্নিমদের অভিজ্ঞতা তার মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল।

0
Updated: 1 month ago