A
Based on reason and breeding, not passion
B
Based on wealth and land
C
Based on love and beauty
D
Based on orders from the Yahoos
উত্তরের বিবরণ
হুইনহ্নিমরা বিয়ে করত প্রজনন আর যুক্তির জন্য, প্রেম বা সৌন্দর্যের জন্য নয়। তারা দেখত এক পরিবারে ছেলে বেশি হলে মেয়ের সঙ্গে মেলানো যায়, যেন ভারসাম্য থাকে। এতে বোঝা যায় তাদের সমাজ সম্পূর্ণ যুক্তিনির্ভর ছিল।

0
Updated: 1 week ago
Why did Gulliver avoid his family after returning home?
Created: 1 week ago
A
He was angry at his wife
B
He wanted to live with horses only
C
He disliked England’s politics
D
He saw them as Yahoos
দেশে ফিরে গালিভার মানুষকে ইয়াহুর মতো ভাবত। তার কাছে স্ত্রী-সন্তানও ইয়াহুর মতো অসভ্য মনে হতো। তাই সে তাদের থেকে দূরে থাকত এবং ঘোড়ার সঙ্গে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। এটি তার মানসিক পরিবর্তনের প্রতীক।

0
Updated: 1 week ago
What did the Houyhnhnms think about Gulliver at first?
Created: 1 week ago
A
He was a lost traveler
B
He was a magical animal
C
He was a clever Yahoo
D
He was a danger to society
গালিভারের আকার ও চেহারা ইয়াহুর মতো ছিল, তবে তার কথা বলা ও ভদ্রতা অন্যরকম। তাই হুইনহ্নিমরা মনে করে সে আসলে এক বুদ্ধিমান ইয়াহু। এই তুলনা গালিভারকে কষ্ট দিলেও সমাজ-ব্যঙ্গকে গভীর করেছে।

0
Updated: 1 week ago
What did the Yahoos represent in the story?
Created: 1 week ago
A
The wisdom of simple life
B
The beauty of physical strength
C
The worst side of human nature
D
The hope for immortality
ইয়াহুরা ছিল নোংরা, লোভী, হিংস্র ও পশুসুলভ। তাদের কোনো নৈতিকতা বা যুক্তি ছিল না। সুইফট এদের মাধ্যমে মানবজাতির পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছেন। এভাবে তিনি পাঠককে বোঝাতে চেয়েছেন—মানুষ সভ্যতার আড়ালে এখনো পশুর মতো আচরণ করে।

0
Updated: 1 week ago