What was the Houyhnhnms’ attitude towards lying?
A
They used lies as clever tricks
B
They punished liars with death
C
They allowed lying only in trade
D
They had no word for a lie in their language
উত্তরের বিবরণ
হুইনহ্নিমদের ভাষায় মিথ্যার কোনো শব্দই ছিল না, কারণ তারা কখনো প্রতারণা জানত না। তাদের সমাজ ছিল সম্পূর্ণ সত্য ও যুক্তির ওপর দাঁড়ানো। সুইফট এখানে দেখিয়েছেন—আদর্শ সমাজে মিথ্যা ও প্রতারণার জায়গা নেই।

0
Updated: 1 month ago
Who first discovered Gulliver in Brobdingnag?
Created: 1 month ago
A
A farmer
B
The Queen
C
The King
D
A fisherman
গালিভার প্রথমে এক বিশাল কৃষকের চোখে পড়ে। কৃষক তাকে খেলনার মতো ছোট দেখে অবাক হয়। পরে কৃষক তাকে বাড়িতে নিয়ে যায় এবং প্রদর্শনীর জন্য ব্যবহার করতে থাকে। এখান থেকেই তার ব্রবডিংনাগের জীবনের শুরু।

0
Updated: 1 month ago
In Lagado, in the academy of projectors Gulliver met a man who had been engaged upon a project for extracting sunbeams out of cucumbers:
Created: 4 weeks ago
A
For the last eight years
B
For the last twelve years
C
For the last ten years
D
None of A, B, and C
In Part III of Gulliver’s Travels, যখন Gulliver Grand Academy of Lagado-তে পৌঁছায়, প্রথম যে “projector” তিনি দেখেন, তিনি এমন একজন মানুষ যিনি আট বছর ধরে cucumber থেকে sunbeams বের করার প্রকল্পে কাজ করছেন। তার উদ্দেশ্য ছিল এই sunbeams-গুলো bottle-এ রাখা এবং ঠান্ডা গ্রীষ্মে বাতাসকে গরম করার জন্য ছেড়ে দেওয়া।
-
এটি Swift-এর absurd এবং impractical scientific experiments-এর সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর মধ্যে একটি।
-
Swift এখানে science-এর অযৌক্তিক প্রয়োগ এবং মানুষ কতটা অদ্ভুত ধারণার পিছনে সময় নষ্ট করতে পারে তা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন।
-
এই গল্পের মাধ্যমে পাঠক বুঝতে পারে যে knowledge এবং experimentation-ও যখন বাস্তবতার সঙ্গে সংযুক্ত না হয়, তখন তা অমূল্য এবং হাস্যকর হতে পারে।

0
Updated: 2 weeks ago
What does the rope-dancing game in Lilliput symbolize?
Created: 1 month ago
A
Love and friendship among people
B
Corruption and flattery in politics
C
Military training and discipline
D
Entertainment for children only
লিলিপুটে কর্মকর্তারা পদোন্নতির জন্য সম্রাটের সামনে দড়ির ওপর নাচ দেখাত। যারা ভালোভাবে ব্যালান্স করতে পারত, তারাই উচ্চ পদ পেত। এটি আসলে ব্যঙ্গ—রাজনীতিতে দক্ষতার চেয়ে তোষামোদ, চাটুকারিতা ও অনৈতিকতা দিয়েই সাফল্য পাওয়া যায়।

0
Updated: 1 month ago