A
They used lies as clever tricks
B
They punished liars with death
C
They allowed lying only in trade
D
They had no word for a lie in their language
উত্তরের বিবরণ
হুইনহ্নিমদের ভাষায় মিথ্যার কোনো শব্দই ছিল না, কারণ তারা কখনো প্রতারণা জানত না। তাদের সমাজ ছিল সম্পূর্ণ সত্য ও যুক্তির ওপর দাঁড়ানো। সুইফট এখানে দেখিয়েছেন—আদর্শ সমাজে মিথ্যা ও প্রতারণার জায়গা নেই।

0
Updated: 1 week ago
How did Gulliver view the King of Brobdingnag?
Created: 1 week ago
A
As wise and morally upright
B
As cruel and arrogant
C
As ignorant of politics
D
As weak and careless
গালিভার রাজাকে ন্যায়পরায়ণ, জ্ঞানী ও সৎ শাসক হিসেবে বর্ণনা করে। যদিও রাজা ইংল্যান্ডকে ব্যঙ্গ করেন, তবুও গালিভার বুঝতে পারে তিনি উচ্চ নৈতিকতার অধিকারী। রাজা স্বার্থপরতা নয়, বরং ন্যায়ের পথে চলেন। এর মাধ্যমে সুইফট এক আদর্শ শাসকের প্রতিচ্ছবি দিয়েছেন।

0
Updated: 1 week ago
How did Gulliver help Lilliput in the war with Blefuscu?
Created: 1 week ago
A
He blocked their food supplies
B
He killed hundreds of soldiers
C
He destroyed Blefuscu’s palace
D
He captured their entire navy
যুদ্ধের সময় গালিভার সমুদ্রে নেমে ব্লেফুস্কুর জাহাজগুলো দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে আসে। এতে লিলিপুট সহজেই শত্রু নৌবাহিনী দখল করে নেয়। গালিভারের এই কৃতিত্ব লিলিপুটকে রক্ষা করলেও পরবর্তীতে রাজনীতিতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।

0
Updated: 1 week ago
Why did the Emperor dislike the High Heels?
Created: 1 week ago
A
They failed in the war against Blefuscu
B
They were corrupt in trade
C
They supported the Prince who opposed him
D
They followed the Big-endian religion
লিলিপুটের যুবরাজ হাই হিলদের সমর্থন করত। তাই সম্রাট আশঙ্কা করতেন—হাই হিলরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। এজন্য তিনি লো হিলদের সমর্থন দিতেন। এতে সুইফট দেখিয়েছেন—ক্ষমতার রাজনীতিতে বিরোধী দলকে সবসময় সন্দেহের চোখে দেখা হয়।

0
Updated: 1 week ago