A
They gave him magical powers
B
They provided him with wealth
C
They treated him as their king
D
They lived with honesty and reason
উত্তরের বিবরণ
হুইনহ্নিমরা কোনো মিথ্যা বলত না, প্রতারণা জানত না। তাদের জীবন ছিল সত্য, যুক্তি ও ন্যায়ভিত্তিক। তাই গালিভার সেখানে বেশি শান্তি পায়। মানুষের রাজনীতি ও ষড়যন্ত্রের চেয়ে এই সরল জীবন তার কাছে উত্তম মনে হয়।

0
Updated: 1 week ago
What did the King of Brobdingnag think about English politics?
Created: 1 week ago
A
He admired it greatly
B
He laughed at its corruption
C
He wanted to copy it
D
He ignored it completely
গালিভার ইংল্যান্ডের রাজনীতি ও সামরিক শক্তির গর্ব করে বলেছিল। কিন্তু ব্রবডিংনাগের রাজা এসব শুনে বিস্মিত ও মজা পান। তিনি বলেন, এত ছোট মানুষ এত দুর্নীতি ও লোভে ভরা রাজনীতি চালায়—এটা হাস্যকর। এখানে সুইফট ব্যঙ্গ করেছেন ইউরোপীয় রাজনীতিকে।

0
Updated: 1 week ago
How did the Houyhnhnms arrange marriages?
Created: 1 week ago
A
Based on reason and breeding, not passion
B
Based on wealth and land
C
Based on love and beauty
D
Based on orders from the Yahoos
হুইনহ্নিমরা বিয়ে করত প্রজনন আর যুক্তির জন্য, প্রেম বা সৌন্দর্যের জন্য নয়। তারা দেখত এক পরিবারে ছেলে বেশি হলে মেয়ের সঙ্গে মেলানো যায়, যেন ভারসাম্য থাকে। এতে বোঝা যায় তাদের সমাজ সম্পূর্ণ যুক্তিনির্ভর ছিল।

0
Updated: 1 week ago
How did Gulliver finally arrive in Lilliput?
Created: 1 week ago
A
He swam ashore after his ship sank
B
He was rescued by Lilliputian boats
C
He drifted in a small lifeboat
D
He was carried by sea waves unconscious
গালিভারের জাহাজ ঝড়ে ডুবে যায়। কিছু নাবিক মারা যায়, বাকিরা হারিয়ে যায়। গালিভার সাঁতরে প্রাণ বাঁচায় এবং অবশেষে ক্লান্ত অবস্থায় লিলিপুটের তীরে পৌঁছায়। যদিও মনে হয় সে হয়তো নৌকা বা ঢেউয়ে এসেছে, আসল সত্য হলো সে সাঁতার কেটে দ্বীপে পৌঁছেছিল।

1
Updated: 1 week ago