How did Gulliver’s attitude towards humans change after living with the Houyhnhnms?
A
He wanted to rule them wisely
B
He began to hate mankind
C
He desired to improve them slowly
D
He ignored them completely
উত্তরের বিবরণ
হুইনহ্নিমদের যুক্তিপূর্ণ জীবন দেখে গালিভার মানুষের স্বার্থপরতা, হিংসা ও মিথ্যা আরও ঘৃণা করতে শুরু করে। সে ইয়াহুদের সঙ্গে মানুষের মিল দেখে আতঙ্কিত হয়। ফলে দেশে ফেরার পরও সে মানুষকে এড়িয়ে চলে।

0
Updated: 1 month ago
“Gulliver’s Travels” had been divided into:
Created: 4 weeks ago
A
Four parts
B
Three parts
C
Five parts
D
Six parts
Gulliver’s Travels একটি বিখ্যাত সাহিত্যকর্ম যা চারটি পৃথক অংশে বিভক্ত, প্রতিটি অংশে Gulliver-এর ভিন্ন একটি দেশের ভ্রমণের বর্ণনা আছে। এই চারটি অংশে তার ভ্রমণ এবং সেই দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা তুলে ধরা হয়েছে।
• Part I: A Voyage to Lilliput – এখানে Gulliver Lilliput নামে ছোট মানুষের দেশে ভ্রমণ করে। এই অংশে ছোটকায় মানুষের জীবনযাপন, রাজনীতি এবং মানুষের অহংকারের উপর ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরা হয়েছে।
• Part II: A Voyage to Brobdingnag – Gulliver বড় কায়ের মানুষদের দেশে যায়। এখানে মানুষের দৈহিক আকারের বিশালতা এবং মানুষের নৈতিকতা ও আচরণের তুলনা দেখানো হয়েছে।
• Part III: A Voyage to Laputa, Balnibarbi, Luggnagg, Glubbdubdrib, and Japan – এই অংশে বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানের উপর ব্যঙ্গ করা হয়েছে। Laputa-এর ভাসমান দ্বীপ এবং অন্যান্য দেশগুলোতে Gulliver বিভিন্ন বৈজ্ঞানিক ও সামাজিক আচরণ পর্যবেক্ষণ করে।
• Part IV: A Voyage to the Country of the Houyhnhnms – Gulliver এমন এক দেশে যায় যেখানে বুদ্ধিমান ঘোড়াদের শাসন। এখানে মানুষের পাগলামি ও প্রাকৃতিক স্বভাবের তুলনায় বুদ্ধিমত্তার মূল্য প্রকাশ করা হয়েছে।
এইভাবে চারটি অংশ মিলিয়ে Gulliver’s Travels শুধু একটি ভ্রমণের কাহিনি নয়, বরং মানুষের সমাজ, আচরণ এবং নৈতিকতার উপর তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক প্রতিবেদন।

0
Updated: 2 weeks ago
How did Gulliver travel around the palace safely?
Created: 1 month ago
A
He was carried in a small box
B
He rode on Glumdalclitch’s shoulder
C
He used a tiny cart made for him
D
He always walked with guards
গালিভারের নিরাপত্তার জন্য তার জন্য বিশেষ একটি কাঠের বাক্স বানানো হয়েছিল। গ্লামডালক্লিচ সেই বাক্সে করে তাকে প্রাসাদের ভেতরে-বাইরে বহন করত। এতে গালিভার দুর্ঘটনা বা দৈত্যদের আঘাত থেকে রক্ষা পেত। এই বাক্সটি তার ছোট ঘরের মতো ছিল।

0
Updated: 1 month ago
Where was Gulliver living in the capital of Liliput? In -
Created: 4 weeks ago
A
a fortress
B
an old temple
C
an open field
D
a palace
গালিভার যখন লিলিপুটের রাজধানীতে আনা হয়, তখন লিলিপুটিয়ানদের তার বসবাসের জন্য যথেষ্ট বড় কোনো ভবন খুঁজে বের করতে হয়। তারা তাদের রাজ্যের সবচেয়ে বড় ভবন, একটি প্রাচীন মন্দির, নির্বাচন করে।
এই মন্দিরটি আগেও একটি হত্যাকাণ্ডের কারণে পরিত্যক্ত এবং “অপবিত্র” হিসেবে গণ্য করা হতো।
গালিভারকে একটি পায়ে শৃঙ্খলে বেঁধে এই মন্দিরে রাখা হয়, যা তার আবাসস্থল হিসেবে কাজ করে। মন্দিরের বড় গেটটি এত উঁচু ছিল যে গালিভার সহজেই সেখানে ঢুকতে পারত এবং ভিতরে আরামসে শুতে পারত।

0
Updated: 2 weeks ago