A
Their greed for shiny stones
B
Their habit of eating flesh
C
Their worship of animals
D
Their skill in climbing trees
উত্তরের বিবরণ
ইয়াহুরা চকচকে পাথরের প্রতি অদ্ভুত আসক্তি দেখাত। তারা এসবের জন্য একে অপরের সঙ্গে লড়াই করত। গালিভারের কাছে এটি মানুষের অর্থলোভ ও বস্তুপ্রীতির প্রতীক মনে হয়। সুইফট এখানে মানবজাতির লোভী চরিত্রকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
What did the Houyhnhnms think about Gulliver at first?
Created: 1 week ago
A
He was a lost traveler
B
He was a magical animal
C
He was a clever Yahoo
D
He was a danger to society
গালিভারের আকার ও চেহারা ইয়াহুর মতো ছিল, তবে তার কথা বলা ও ভদ্রতা অন্যরকম। তাই হুইনহ্নিমরা মনে করে সে আসলে এক বুদ্ধিমান ইয়াহু। এই তুলনা গালিভারকে কষ্ট দিলেও সমাজ-ব্যঙ্গকে গভীর করেছে।

0
Updated: 1 week ago
How did the farmer use Gulliver before selling him?
Created: 1 week ago
A
He kept him as a pet
B
He showed him in public for money
C
He gave him as a gift to the Queen
D
He taught him farming work
কৃষক গালিভারকে প্রথমে খেলনা মনে করলেও পরে বুঝতে পারে তাকে দিয়ে টাকা রোজগার করা যায়। সে গালিভারকে বিভিন্ন শহরে ঘুরিয়ে লোকদের দেখাত এবং প্রবেশমূল্য নিত। এতে গালিভার অনেক কষ্ট পেলেও কৃষকের আর্থিক লাভ হচ্ছিল।

0
Updated: 1 week ago
How did Gulliver first feel after meeting the Houyhnhnms?
Created: 1 week ago
A
Afraid of their strength
B
Amazed by their wisdom
C
Confused about their language
D
Angry at their cold behavior
প্রথমে গালিভার বুঝতে পারে না ঘোড়ারা এত যুক্তিবাদীভাবে কথা বলতে পারে। পরে তাদের আচরণ, যুক্তি আর ন্যায় দেখে বিস্মিত হয়। সে বুঝতে পারে হুইনহ্নিমরা মানুষ থেকে অনেক বেশি সভ্য ও উন্নত। এতে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়।

0
Updated: 1 week ago