What did the Houyhnhnms decide about Gulliver after some time?
A
He should leave their land
B
He should live as their servant
C
He should punish the Yahoos
D
He should stay among them
উত্তরের বিবরণ
হুইনহ্নিমরা মনে করে গালিভার ইয়াহুর মতো হলেও ভিন্ন। তবে তাদের সমাজে এমন ব্যতিক্রম রাখা ঠিক হবে না। তাই সভায় সিদ্ধান্ত হয় গালিভারকে দেশ ছাড়তে হবে। এটি দেখায়—আদর্শ সমাজেও ভিন্নতাকে জায়গা দেওয়া সবসময় সহজ নয়।

1
Updated: 1 month ago
Gulliver’s third voyage takes him to:
Created: 2 months ago
A
Laputa
B
Lilliput
C
Brobdingnag
D
Glubbdubdrib

0
Updated: 2 months ago
Why was Laputa called a land of “theorists”?
Created: 1 month ago
A
People cared only for abstract theories, not for practice
B
They wrote many books of religion
C
They built the largest libraries in the world
D
They were excellent in trade and navigation
লাপুটার মানুষদের চিন্তা শুধু গণিত, সঙ্গীত আর জ্যোতির্বিজ্ঞানে সীমাবদ্ধ ছিল। কিন্তু কৃষি, অর্থনীতি বা বাস্তব কাজ নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। এজন্য তাদেরকে তত্ত্বচিন্তক বা "theorists" বলা হয়েছিল। সুইফট এখানে ইউরোপীয় বিজ্ঞানীদের ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
How does Gulliver earn the title of Nardac in Lilliput?
Created: 4 weeks ago
A
By capturing the Blefuscudian fleet
B
By putting out the fire in the empress’s quarters
C
By showing lenience toward a group of soldiers who earlier attack him
D
By helping the Lilliputians construct a new palace
In Jonathan Swift-এর "Gulliver's Travels," Lemuel Gulliver Lilliput-এর Emperor-এর কাছে অসাধারণ কৃতিত্বের জন্য উচ্চ সম্মান "Nardac" উপাধি অর্জন করে।
তিনি একাই প্রতিদ্বন্দ্বী দেশ Blefuscu-এর নৌবহর দখল করে এই সম্মানের যোগ্যতা প্রমাণ করেন, যা Emperor-এর কাছে একটি বিশাল সেবা হিসেবে বিবেচিত হয়।
-
Nardac উপাধি হলো Lilliput-এর সর্বোচ্চ সম্মান, যা একজন ব্যক্তিকে দেওয়া যেতে পারে।
-
Gulliver-এর Blefuscudian নৌবহর দখলের কৌশল Emperor এবং পুরো দরবারকে মুগ্ধ করে এবং তাকে Lilliput-এর শক্তিশালী বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করে।
-
শুরুতে, তার বিশাল আকৃতির কারণে Gulliver কে কৌতূহলপূর্ণ এবং সম্ভাব্য হুমকি হিসেবে দেখা হতো।
-
কিন্তু শত্রু জাহাজ দখলের পরিকল্পনা প্রণয়ন ও সম্পাদনের মাধ্যমে, তিনি তার নিষ্ঠা এবং অমূল্য অবদান প্রমাণ করেন।
-
দুই দ্বীপকে বিভাজিত করা চ্যানেলে প্রবেশ করে, Gulliver একটি কেবল ব্যবহার করে পুরো Blefuscudian নৌবহর টেনে Lilliput এ আনে, যা Emperor এবং তার দরবার উপকূল থেকে প্রত্যক্ষ করে।
-
সফল অভিযানের পর Emperor তাৎক্ষণিকভাবে তাকে Nardac উপাধি প্রদান করেন।

0
Updated: 2 weeks ago