A
He should leave their land
B
He should live as their servant
C
He should punish the Yahoos
D
He should stay among them
উত্তরের বিবরণ
হুইনহ্নিমরা মনে করে গালিভার ইয়াহুর মতো হলেও ভিন্ন। তবে তাদের সমাজে এমন ব্যতিক্রম রাখা ঠিক হবে না। তাই সভায় সিদ্ধান্ত হয় গালিভারকে দেশ ছাড়তে হবে। এটি দেখায়—আদর্শ সমাজেও ভিন্নতাকে জায়গা দেওয়া সবসময় সহজ নয়।

0
Updated: 1 week ago
How did Gulliver behave with his family after returning from the Houyhnhnms?
Created: 1 week ago
A
He could not bear their human smell and avoided them
B
He taught them Houyhnhnm language
C
He tried to take them back to the land of horses
D
He lived happily with them
দেশে ফিরে গালিভার মানুষের গন্ধও সহ্য করতে পারত না। স্ত্রী-সন্তানের কাছ থেকেও দূরে থাকত এবং ঘোড়ার সঙ্গে সময় কাটাত। এটি দেখায় তার মন পুরোপুরি বদলে গিয়েছিল।

0
Updated: 1 week ago
What advantage did Laputa have over Balnibarbi?
Created: 1 week ago
A
It had a stronger military
B
It could control them by floating above
C
It was richer in agriculture
D
It had better laws and justice
লাপুটার ভাসমান দ্বীপ উপরে নেমে এসে বালনিবার্বিকে শাসন করত। প্রয়োজনে দ্বীপ নামিয়ে শহর ধ্বংস করতে পারত। এভাবে তারা ভয় দেখিয়ে অধীন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। এটি ইউরোপের উপনিবেশবাদী শক্তির প্রতীকী চিত্র।

0
Updated: 1 week ago
How did the farmer use Gulliver before selling him?
Created: 1 week ago
A
He kept him as a pet
B
He showed him in public for money
C
He gave him as a gift to the Queen
D
He taught him farming work
কৃষক গালিভারকে প্রথমে খেলনা মনে করলেও পরে বুঝতে পারে তাকে দিয়ে টাকা রোজগার করা যায়। সে গালিভারকে বিভিন্ন শহরে ঘুরিয়ে লোকদের দেখাত এবং প্রবেশমূল্য নিত। এতে গালিভার অনেক কষ্ট পেলেও কৃষকের আর্থিক লাভ হচ্ছিল।

0
Updated: 1 week ago