A
Life based on reason and truth
B
Glory through war and conquest
C
Faith in magic and superstition
D
Wealth through trade and business
উত্তরের বিবরণ
হুইনহ্নিম সমাজে কোনো মিথ্যা বা প্রতারণা ছিল না। তারা সবকিছু যুক্তি, সত্য আর ন্যায়ের ওপর ভিত্তি করে চালাত। যুদ্ধ, রাজনীতি বা লোভ তাদের জীবনে ছিল না। সুইফট এখানে দেখিয়েছেন, আদর্শ সমাজ কেমন হওয়া উচিত।

0
Updated: 1 week ago
What did Gulliver find in Balnibarbi?
Created: 1 week ago
A
A rich and peaceful country
B
Failed scientific experiments everywhere
C
A land ruled by magicians
D
A place of giants
বালনিবার্বি ছিল লাপুটার শাসনের অধীন একটি দেশ। এখানে গালিভার দেখে যে কৃষি, শিল্প ও সমাজ সব নষ্ট হয়ে গেছে, কারণ সবকিছু অকার্যকর বৈজ্ঞানিক পরীক্ষার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এতে সুইফট ব্যঙ্গ করেছেন অকার্যকর গবেষণা ও অপপ্রয়োগকে।

0
Updated: 1 week ago
Why did the Houyhnhnms distrust the Yahoos?
Created: 1 week ago
A
They were wise but dishonest
B
They were lazy but harmless
C
They were violent and greedy
D
They were weak and sickly
ইয়াহুরা ছিল হিংস্র, নোংরা ও লোভী। তারা সম্পদ, খাবার ও চকচকে জিনিসের জন্য লড়াই করত। তাই হুইনহ্নিমরা সবসময় তাদের থেকে দূরে থাকত। এটি মানুষের স্বভাবের অমানবিক ও পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছে।

0
Updated: 1 week ago
How did Gulliver learn the Houyhnhnms’ language?
Created: 1 week ago
A
By practicing with the Yahoos
B
By studying their books
C
By living with a kind master horse
D
By listening secretly in meetings
গালিভারকে এক হুইনহ্নিম পরিবারের ঘোড়া আশ্রয় দেয়। সেই ঘোড়ার সঙ্গে থেকে সে তাদের ভাষা শেখে। সময়ের সঙ্গে সে এতটাই দক্ষ হয়ে ওঠে যে আলোচনায় অংশ নিতে পারে। এটি তাকে হুইনহ্নিম সমাজ বুঝতে সাহায্য করে।

0
Updated: 1 week ago