What did the Houyhnhnms think about Gulliver at first?
A
He was a lost traveler
B
He was a magical animal
C
He was a clever Yahoo
D
He was a danger to society
উত্তরের বিবরণ
গালিভারের আকার ও চেহারা ইয়াহুর মতো ছিল, তবে তার কথা বলা ও ভদ্রতা অন্যরকম। তাই হুইনহ্নিমরা মনে করে সে আসলে এক বুদ্ধিমান ইয়াহু। এই তুলনা গালিভারকে কষ্ট দিলেও সমাজ-ব্যঙ্গকে গভীর করেছে।

1
Updated: 1 month ago
Question: What human weakness does the quote “We ate when we were not hungry, and drank without the provocation of thirst” criticize?
Created: 1 month ago
A
Human greed and overindulgence
B
Human honesty and kindness
C
Human courage in difficulties
D
Human respect for nature
এই উদ্ধৃতি দেখায় মানুষ প্রায়ই প্রয়োজনের বাইরে ভোগ করে—ক্ষুধা না থাকলেও খায়, তৃষ্ণা না থাকলেও পান করে। এটি লোভ, ভোগবিলাস এবং সংযমহীনতার ব্যঙ্গ। হুইনহ্নিমদের যুক্তিপূর্ণ জীবনের বিপরীতে মানুষের অসংযমী স্বভাবকে এখানে তুলে ধরা হয়েছে।

0
Updated: 1 month ago
How did Gulliver’s attitude towards humans change after living with the Houyhnhnms?
Created: 1 month ago
A
He wanted to rule them wisely
B
He began to hate mankind
C
He desired to improve them slowly
D
He ignored them completely
হুইনহ্নিমদের যুক্তিপূর্ণ জীবন দেখে গালিভার মানুষের স্বার্থপরতা, হিংসা ও মিথ্যা আরও ঘৃণা করতে শুরু করে। সে ইয়াহুদের সঙ্গে মানুষের মিল দেখে আতঙ্কিত হয়। ফলে দেশে ফেরার পরও সে মানুষকে এড়িয়ে চলে।

0
Updated: 1 month ago
During the inventory of Gulliver's pockets, what object do the Lilliputians believe is the god he worships?
Created: 4 weeks ago
A
His pistol
B
His money
C
His watch
D
His compass
লিলিপুটিয়ানরা যখন Gulliver-কে search করে, তখন তারা তার watch দেখে ভীষণ অবাক হয়ে যায়। তারা ঘড়ির constant ticking sound শোনে এবং লক্ষ্য করে যে Gulliver কোনো কাজ করার আগে সবসময় সেটার দিকে তাকায়।
এখান থেকে তারা উপসংহার টানে যে এটি হয়তো কোনো অজানা প্রাণী (unknown animal) অথবা তার পূজিত দেবতা (the god he worshipped)। তবে তারা বেশি ঝুঁকে পড়ে দ্বিতীয় ধারণার দিকে এবং একে তার oracle বলে আখ্যায়িত করে।
-
লিলিপুটিয়ানরা ঘড়ির ticking sound-কে অদ্ভুত মনে করে
-
Gulliver সবসময় watch consult করে বলে তারা এটিকে গুরুত্ব দেয়
-
তারা ভাবে এটি কোনো অজানা প্রাণী অথবা দেবতা হতে পারে
-
অবশেষে তারা একে Gulliver-এর oracle বলে মনে করে

0
Updated: 2 weeks ago