A
Afraid of their strength
B
Amazed by their wisdom
C
Confused about their language
D
Angry at their cold behavior
উত্তরের বিবরণ
প্রথমে গালিভার বুঝতে পারে না ঘোড়ারা এত যুক্তিবাদীভাবে কথা বলতে পারে। পরে তাদের আচরণ, যুক্তি আর ন্যায় দেখে বিস্মিত হয়। সে বুঝতে পারে হুইনহ্নিমরা মানুষ থেকে অনেক বেশি সভ্য ও উন্নত। এতে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়।

0
Updated: 1 week ago
What punishment did some Lilliputian ministers secretly plan for Gulliver?
Created: 1 week ago
A
To blind him and starve him slowly
B
To execute him by arrows
C
To drown him in the sea
D
To exile him forever
গালিভার সম্রাটকে সবসময় খুশি করতে পারেনি। ফলে কয়েকজন মন্ত্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাদের পরিকল্পনা ছিল তার চোখ উপড়ে ফেলা ও ধীরে ধীরে অনাহারে মারা ফেলা। এভাবে তারা সরাসরি হত্যার বদলে নিষ্ঠুর উপায়ে তাকে শেষ করতে চেয়েছিল।

0
Updated: 1 week ago
Why did the Brobdingnagians laugh at Gulliver’s pride in England?
Created: 1 week ago
A
England was too small compared to them
B
They considered the English wars foolish
C
They thought English science useless
D
They did not believe England existed
গালিভার ইংল্যান্ডের যুদ্ধজয় ও সামরিক শক্তির গর্ব করলে ব্রবডিংনাগবাসীরা হাসতে থাকে। তাদের কাছে এত ছোট মানুষের লড়াই তুচ্ছ মনে হয়। তারা মনে করে যুদ্ধ আসলে বোকামি ও নিষ্ঠুরতা। এতে ইউরোপীয় যুদ্ধনীতির প্রতি সুইফটের ব্যঙ্গ স্পষ্ট।

0
Updated: 1 week ago
What condition did the Emperor set for Gulliver’s release?
Created: 1 week ago
A
He must fight for Lilliput against Blefuscu
B
He must promise not to harm Lilliputians
C
He must never try to escape the island
D
All of Above
সম্রাট গালিভারের মুক্তির জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করেছিলেন। এর মধ্যে ছিল—সে সম্রাটের অনুমতি ছাড়া লিলিপুট ত্যাগ করতে পারবে না, আগেভাগে না জানালে রাজধানীতে প্রবেশ করতে পারবে না, কেবল প্রধান সড়ক দিয়েই হাঁটতে হবে, কারও অনুমতি ছাড়া লিলিপুটবাসীদের ক্ষতি করা বা তুলে নেওয়া যাবে না, এবং তাকে ব্লেফুস্কুর বিরুদ্ধে লিলিপুটের প্রতিরক্ষায় ও বিভিন্ন নির্মাণকাজে সাহায্য করতে হবে। এর বিনিময়ে সম্রাট গালিভারকে খাবার, পানীয় এবং রাজপরিবারের সান্নিধ্য দান করবেন।

0
Updated: 1 week ago