How did Gulliver first feel after meeting the Houyhnhnms?
A
Afraid of their strength
B
Amazed by their wisdom
C
Confused about their language
D
Angry at their cold behavior
উত্তরের বিবরণ
প্রথমে গালিভার বুঝতে পারে না ঘোড়ারা এত যুক্তিবাদীভাবে কথা বলতে পারে। পরে তাদের আচরণ, যুক্তি আর ন্যায় দেখে বিস্মিত হয়। সে বুঝতে পারে হুইনহ্নিমরা মানুষ থেকে অনেক বেশি সভ্য ও উন্নত। এতে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়।

0
Updated: 1 month ago
The Yahoos are described as-
Created: 4 weeks ago
A
Intelligent and peaceful
B
Magical and mysterious
C
Vicious, filthy, and brutish
D
A society of skilled craftsmen
Gulliver’s Travels এ Yahoos হলো একদম degenerate এবং animalistic creatures, যাদের Gulliver Houyhnhnms দের দেশে দেখতে পায়। এগুলো আসলে মানবজাতির সবচেয়ে নিকৃষ্ট দিকগুলোর এক ধরনের satirical representation। Gulliver এদের বর্ণনা করেছেন এভাবে:
-
Filthy: নিজের মলমূত্রে ঢাকা থাকে এবং খুবই স্যাঁতসেঁতে, নোংরা পরিবেশে বসবাস করে।
-
Vicious: এরা mindless violence, অতিরিক্ত greed (worthless shiny stones নিয়ে ঝগড়া করে), এবং selfish desires এ ভরপুর।
-
Brutish: এদের মধ্যে reason, language, বা কোনো ধরনের civilized society নেই। শুধুমাত্র base instincts দ্বারা পরিচালিত হয়।
শুরুতে Gulliver এদের দেখে ভীষণভাবে বিরক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত ভয়ে উপলব্ধি করে যে এরা আসলে তার নিজের species-এরই এক ধরনের grotesque parody।

0
Updated: 2 weeks ago
How did Gulliver travel around the palace safely?
Created: 1 month ago
A
He was carried in a small box
B
He rode on Glumdalclitch’s shoulder
C
He used a tiny cart made for him
D
He always walked with guards
গালিভারের নিরাপত্তার জন্য তার জন্য বিশেষ একটি কাঠের বাক্স বানানো হয়েছিল। গ্লামডালক্লিচ সেই বাক্সে করে তাকে প্রাসাদের ভেতরে-বাইরে বহন করত। এতে গালিভার দুর্ঘটনা বা দৈত্যদের আঘাত থেকে রক্ষা পেত। এই বাক্সটি তার ছোট ঘরের মতো ছিল।

0
Updated: 1 month ago
What condition did the Emperor set for Gulliver’s release?
Created: 1 month ago
A
He must fight for Lilliput against Blefuscu
B
He must promise not to harm Lilliputians
C
He must never try to escape the island
D
All of Above
সম্রাট গালিভারের মুক্তির জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করেছিলেন। এর মধ্যে ছিল—সে সম্রাটের অনুমতি ছাড়া লিলিপুট ত্যাগ করতে পারবে না, আগেভাগে না জানালে রাজধানীতে প্রবেশ করতে পারবে না, কেবল প্রধান সড়ক দিয়েই হাঁটতে হবে, কারও অনুমতি ছাড়া লিলিপুটবাসীদের ক্ষতি করা বা তুলে নেওয়া যাবে না, এবং তাকে ব্লেফুস্কুর বিরুদ্ধে লিলিপুটের প্রতিরক্ষায় ও বিভিন্ন নির্মাণকাজে সাহায্য করতে হবে। এর বিনিময়ে সম্রাট গালিভারকে খাবার, পানীয় এবং রাজপরিবারের সান্নিধ্য দান করবেন।

0
Updated: 1 month ago