A
Loyal servants of the Houyhnhnms
B
Brutish and dirty human-like creatures
C
Educated but greedy men
D
Giants living in caves
উত্তরের বিবরণ
ইয়াহুরা ছিল পশুসুলভ, নোংরা ও হিংস্র মানুষসদৃশ প্রাণী। তারা স্বার্থপর, লোভী ও অসভ্য ছিল। সুইফট এদের মাধ্যমে মানবজাতির অমানবিক দিক ব্যঙ্গ করেছেন। গালিভার তাদের দেখে মানুষ সম্পর্কে ভীত ও হতাশ হয়ে পড়ে।

0
Updated: 1 week ago
Why did Gulliver feel more comfortable with the Houyhnhnms than with humans?
Created: 1 week ago
A
They gave him magical powers
B
They provided him with wealth
C
They treated him as their king
D
They lived with honesty and reason
হুইনহ্নিমরা কোনো মিথ্যা বলত না, প্রতারণা জানত না। তাদের জীবন ছিল সত্য, যুক্তি ও ন্যায়ভিত্তিক। তাই গালিভার সেখানে বেশি শান্তি পায়। মানুষের রাজনীতি ও ষড়যন্ত্রের চেয়ে এই সরল জীবন তার কাছে উত্তম মনে হয়।

0
Updated: 1 week ago
Why did the King of Brobdingnag and the King of Luggnagg differ in attitude?
Created: 1 week ago
A
One rejected violence, the other valued honesty
B
One was cruel, the other was generous
C
One loved wealth, the other hated it
D
One wanted science, the other ignored it
ব্রবডিংনাগের রাজা গানপাউডার শুনে সেটিকে নিষ্ঠুর অস্ত্র বলে প্রত্যাখ্যান করেন। অন্যদিকে লাগনাগের রাজা গালিভারের সততা দেখে তাকে রক্ষা করেন এবং জাপানে পাঠান। উভয় রাজাই ভিন্নভাবে নৈতিকতার উদাহরণ তৈরি করেছেন। এতে সুইফট আদর্শ শাসকের রূপ এঁকেছেন।

0
Updated: 1 week ago
What quality of the Yahoos shocked Gulliver most?
Created: 1 week ago
A
Their greed for shiny stones
B
Their habit of eating flesh
C
Their worship of animals
D
Their skill in climbing trees
ইয়াহুরা চকচকে পাথরের প্রতি অদ্ভুত আসক্তি দেখাত। তারা এসবের জন্য একে অপরের সঙ্গে লড়াই করত। গালিভারের কাছে এটি মানুষের অর্থলোভ ও বস্তুপ্রীতির প্রতীক মনে হয়। সুইফট এখানে মানবজাতির লোভী চরিত্রকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago