A
Savage human tribes
B
Cruel and wild giants
C
Talking birds with wisdom
D
Rational and wise horses
উত্তরের বিবরণ
হুইনহ্নিমরা ছিল বুদ্ধিমান ও যুক্তিবাদী ঘোড়া। তারা শান্তভাবে জীবন যাপন করত, মিথ্যা জানত না, যুদ্ধ করত না। তাদের জীবন ছিল সম্পূর্ণ যুক্তি আর ন্যায়ের ওপর ভিত্তি করে। সুইফট এখানে আদর্শ সমাজের প্রতীক তৈরি করেছেন।

0
Updated: 1 week ago
How did the farmer use Gulliver before selling him?
Created: 1 week ago
A
He kept him as a pet
B
He showed him in public for money
C
He gave him as a gift to the Queen
D
He taught him farming work
কৃষক গালিভারকে প্রথমে খেলনা মনে করলেও পরে বুঝতে পারে তাকে দিয়ে টাকা রোজগার করা যায়। সে গালিভারকে বিভিন্ন শহরে ঘুরিয়ে লোকদের দেখাত এবং প্রবেশমূল্য নিত। এতে গালিভার অনেক কষ্ট পেলেও কৃষকের আর্থিক লাভ হচ্ছিল।

0
Updated: 1 week ago
Who did Gulliver meet in Glubbdubdrib with the governor’s help?
Created: 1 week ago
A
Famous dead people from history
B
Giants
C
Scientists
D
Struldbrugs
গ্লাবডাবড্রিবের গভর্নরের জাদুর ক্ষমতায় গালিভার মৃতদের আত্মা ডেকে দেখতে পারে। সে যেমন আলেকজান্ডার, হোমার, জুলিয়াস সিজারের মতো ঐতিহাসিক ব্যক্তিদের সঙ্গে দেখা করে। এতে সুইফট ইতিহাসের সত্যতা ও বর্তমান সমাজের ভণ্ডামিকে তুলনা করেছেন।

0
Updated: 1 week ago
Why did Gulliver enjoy his visit to Glubbdubdrib?
Created: 1 week ago
A
He discovered new sciences
B
He learned magical tricks
C
He found treasures of gold
D
He could meet famous dead people
গ্লাবডাবড্রিবের গভর্নর মৃতদের আত্মা ডাকতে পারত। গালিভার এ সুযোগে হোমার, আলেকজান্ডার, সিজারের মতো ঐতিহাসিক ব্যক্তির সঙ্গে দেখা করে। এতে সে ইতিহাসের সত্যতা উপলব্ধি করে। সুইফট এখানে দেখিয়েছেন—বর্তমান সমাজ অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে।

0
Updated: 1 week ago