A
Freedom to leave Lilliput anytime
B
Permission to marry a Lilliputian woman
C
The highest honor and rank in Lilliput
D
A reward of gold and land
উত্তরের বিবরণ
গালিভার ব্লেফুস্কুর নৌবহর দখল করার পর সম্রাট তাকে বিশেষ উপাধি “নারড্যাক” প্রদান করেন। এটি ছিল লিলিপুটে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের প্রতীক। তবে রাজনৈতিক কারণে পরবর্তীতে এই সম্মানও তার বিপদ এড়াতে পারেনি।

0
Updated: 1 week ago
How did Glumdalclitch treat Gulliver?
Created: 1 week ago
A
As a doll to play with
B
As a dear friend and guardian
C
As a servant for daily work
D
As a showpiece for the court
গ্লামডালক্লিচ গালিভারের প্রতি গভীর স্নেহ দেখাত। সে তাকে শুধুই খেলনা নয়, বরং একজন ছোট্ট বন্ধুর মতো দেখত। গালিভারের ঘুম, খাবার, স্বাস্থ্য সবকিছু সে যত্ন নিত। তাই গালিভারের কাছে গ্লামডালক্লিচ ছিল সবচেয়ে ভরসার মানুষ।

1
Updated: 1 week ago
Why was Gulliver accused of treason in Lilliput?
Created: 1 week ago
A
He helped Blefuscu secretly
B
He refused cruel orders of the Emperor
C
He insulted Lilliputian ministers
D
He destroyed crops while walking
গালিভার যখন ব্লেফুস্কু দখল করতে অস্বীকার করে, তখন সম্রাট ও মন্ত্রীরা মনে করেন সে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। আসলে সে মানবিক কারণে নিষ্ঠুর আদেশ মানেনি। এর ফলে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়।

0
Updated: 1 week ago
How did Gulliver escape from Brobdingnag?
Created: 1 week ago
A
An eagle carried away his box
B
He secretly built a raft
C
The Queen helped him leave
D
He swam to the sea at night
গালিভারকে বহন করার বাক্সটি একদিন সমুদ্রের ধারে রাখা ছিল। হঠাৎ এক বিশাল ঈগল বাক্সটি তুলে নেয় এবং সমুদ্রে ফেলে দেয়। সৌভাগ্যক্রমে একটি জাহাজ এসে তাকে উদ্ধার করে। এভাবেই সে ব্রবডিংনাগ থেকে মুক্তি পায়।

0
Updated: 1 week ago