What did the Emperor grant Gulliver by giving him the title “Nardac”?
A
Freedom to leave Lilliput anytime
B
Permission to marry a Lilliputian woman
C
The highest honor and rank in Lilliput
D
A reward of gold and land
উত্তরের বিবরণ
গালিভার ব্লেফুস্কুর নৌবহর দখল করার পর সম্রাট তাকে বিশেষ উপাধি “নারড্যাক” প্রদান করেন। এটি ছিল লিলিপুটে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের প্রতীক। তবে রাজনৈতিক কারণে পরবর্তীতে এই সম্মানও তার বিপদ এড়াতে পারেনি।

0
Updated: 1 month ago
How did Gulliver finally reach Japan?
Created: 1 month ago
A
By secretly escaping with a sailor
B
By taking permission from Luggnagg’s King
C
By floating on a raft
D
By being rescued by pirates
লাগনাগ থেকে গালিভার জাপানে যাওয়ার অনুমতি পায়। রাজা তাকে নিরাপদে জাপানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পরে জাপান থেকেই গালিভার ইংল্যান্ডে ফেরার সুযোগ খুঁজে নেয়। এই সফরে তার ভ্রমণ পর্বটি নতুনভাবে সম্পূর্ণ হয়।

1
Updated: 1 month ago
What did Laputans wear on their clothes to show their interests?
Created: 1 month ago
A
Pictures of gold and jewels
B
Symbols of swords and shields
C
Designs of ships and waves
D
Figures of suns, moons, and musical instruments
লাপুটার মানুষরা তাদের পোশাকে সূর্য, চাঁদ, বাদ্যযন্ত্র ইত্যাদির ছবি আঁকত। এগুলো তাদের চিন্তার জগতকে প্রকাশ করত। এতে বোঝা যায় তারা শুধু আকাশ আর সঙ্গীতেই ডুবে থাকত, বাস্তব জীবনে তাদের তেমন আগ্রহ ছিল না।

1
Updated: 1 month ago
The Grand Academy of Lagado is Swift's direct satire of-
Created: 4 weeks ago
A
The British Parliament
B
The Royal Society of London
C
The University of Cambridge
D
The Church of England
Swift এখানে Grand Academy of Lagado-র বর্ণনা দিয়েছেন, যা আসলে Royal Society of London for Improving Natural Knowledge-এর উপর একটি সরাসরি ও তীব্র satire।
তিনি বিজ্ঞানকে পুরোপুরি অস্বীকার করেননি, বরং যে সব গবেষণা practical human benefit-এর সাথে যুক্ত নয়, সেইসবকে তিনি হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে উপস্থাপন করেছেন।
-
Swift-এর সময়ে Royal Society ছিল England-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ scientific institution, যা experimental science-কে encourage করত।
-
কিন্তু Swift এবং তার সমসাময়িক অনেক satirists এই society-র অনেক experiments-কে absurd, pointless, detached from reality বলে মনে করতেন।
-
Lagado-র "projectors" যেসব অদ্ভুত invention নিয়ে কাজ করছিল—যেমন extracting sunbeams from cucumbers অথবা turning human waste into food—এসব প্রকল্প ছিল Swift-এর কল্পিত উদাহরণ, যা আসলে Royal Society-র কিছু meaningless research-এর ব্যঙ্গচিত্র।
-
মূল উদ্দেশ্য ছিল দেখানো যে জ্ঞানচর্চা তখনই মূল্যবান, যখন তা মানুষের বাস্তব জীবনে useful and applicable হয়।

0
Updated: 2 weeks ago