What did the Emperor declare about egg-breaking?
A
Only the small end must be broken
B
Both ends are equally allowed
C
Big-end breaking is the true faith
D
No one should eat eggs in Lilliput
উত্তরের বিবরণ
সম্রাট ঘোষণা দেন যে সবাইকে ছোট দিক দিয়ে ডিম ভাঙতে হবে। এটি ছিল তার ধর্মীয় নিয়ম চাপিয়ে দেওয়ার প্রতীকী রূপ। এর মাধ্যমে সুইফট দেখিয়েছেন—শাসকেরা নিজেদের ইচ্ছাকে “ধর্মীয় সত্য” বানিয়ে জনগণের ওপর চাপিয়ে দেয়।

0
Updated: 1 month ago
What was the height of Gulliver compared to the Lilliputians?
Created: 1 month ago
A
About twenty times taller
B
About twelve times taller
C
About thirty times taller
D
About forty times taller
গালিভারের উচ্চতা ছিল প্রায় ছয় ফুট, আর লিলিপুটবাসীরা মাত্র ছয় ইঞ্চি লম্বা। তাই তুলনায় গালিভার ছিল প্রায় ১২ গুণ লম্বা। এজন্য সে তাদের কাছে ভয়ংকর দৈত্যের মতো দেখাত। আকারের এই পার্থক্যই কাহিনির হাস্যরস ও ব্যঙ্গকে বাড়িয়ে তুলেছে।

1
Updated: 1 month ago
In the land of the Houyhnhnms, what does Gulliver finally realize about human beings?
Created: 2 weeks ago
A
They are naturally noble but corrupted by politics.
B
They are destined to progress towards perfection.
C
They are superior to all other creatures on earth.
D
They are more brutish and selfish than rational.
Houyhnhnms অধ্যায়ে Gulliver মানুষের প্রকৃতি নিয়ে সবচেয়ে কঠোর উপলব্ধিতে পৌঁছায়। সেখানে ঘোড়ারা বুদ্ধিমান, যুক্তিনির্ভর এবং নৈতিক।
অন্যদিকে Yahoos নামে মানুষের মতো প্রাণীরা হিংস্র, লোভী, স্বার্থপর ও অশ্লীল। Gulliver বুঝতে পারে, আসলে মানুষের চরিত্র অনেকাংশে Yahoos-এর মতো।
Swift এখানে মানুষের অহংকার ভেঙে দেন। মানুষ নিজেকে যুক্তিবান ও শ্রেষ্ঠ বলে মনে করে, কিন্তু বাস্তবে তার আচরণ অনেক সময় পশুর চেয়েও নীচ। Gulliver এই উপলব্ধিতে এতটাই প্রভাবিত হয় যে শেষ পর্যন্ত মানুষের সঙ্গে বসবাস করতেও তার কষ্ট হয়।
অতএব, Swift বোঝাতে চেয়েছেন—মানুষ যতই সভ্যতার দাবি করুক, তার ভেতরে লোভ, স্বার্থপরতা এবং হিংস্রতা তাকে নিচে টেনে নিয়ে যায়।

1
Updated: 2 weeks ago
What food did the Lilliputians provide to Gulliver first?
Created: 1 month ago
A
Thousands of loaves of bread and whole cow
B
Large baskets of fruits and cooked rice
C
Buckets of milk and baskets of meat
D
Dozens of tiny fish and roasted birds
গালিভারের খিদে মেটানোর জন্য লিলিপুটবাসীরা ঝুড়ি ভর্তি মাংস ও রুটি এবং বালতিতে দুধ দেয়। তাদের দিক থেকে এটি বিশাল পরিমাণ হলেও গালিভারের কাছে তেমন কিছুই ছিল না। অন্য অপশনগুলো শুনতে মিল থাকলেও প্রকৃত সত্য হলো দুধ ও মাংসই দেওয়া হয়েছিল।

1
Updated: 1 month ago