A
Only the small end must be broken
B
Both ends are equally allowed
C
Big-end breaking is the true faith
D
No one should eat eggs in Lilliput
উত্তরের বিবরণ
সম্রাট ঘোষণা দেন যে সবাইকে ছোট দিক দিয়ে ডিম ভাঙতে হবে। এটি ছিল তার ধর্মীয় নিয়ম চাপিয়ে দেওয়ার প্রতীকী রূপ। এর মাধ্যমে সুইফট দেখিয়েছেন—শাসকেরা নিজেদের ইচ্ছাকে “ধর্মীয় সত্য” বানিয়ে জনগণের ওপর চাপিয়ে দেয়।

0
Updated: 1 week ago
What did Gulliver find in Balnibarbi?
Created: 1 week ago
A
A rich and peaceful country
B
Failed scientific experiments everywhere
C
A land ruled by magicians
D
A place of giants
বালনিবার্বি ছিল লাপুটার শাসনের অধীন একটি দেশ। এখানে গালিভার দেখে যে কৃষি, শিল্প ও সমাজ সব নষ্ট হয়ে গেছে, কারণ সবকিছু অকার্যকর বৈজ্ঞানিক পরীক্ষার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এতে সুইফট ব্যঙ্গ করেছেন অকার্যকর গবেষণা ও অপপ্রয়োগকে।

0
Updated: 1 week ago
Why did the Houyhnhnms distrust the Yahoos?
Created: 1 week ago
A
They were wise but dishonest
B
They were lazy but harmless
C
They were violent and greedy
D
They were weak and sickly
ইয়াহুরা ছিল হিংস্র, নোংরা ও লোভী। তারা সম্পদ, খাবার ও চকচকে জিনিসের জন্য লড়াই করত। তাই হুইনহ্নিমরা সবসময় তাদের থেকে দূরে থাকত। এটি মানুষের স্বভাবের অমানবিক ও পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছে।

0
Updated: 1 week ago
Why was Gulliver accused of treason in Lilliput?
Created: 1 week ago
A
He helped Blefuscu secretly
B
He refused cruel orders of the Emperor
C
He insulted Lilliputian ministers
D
He destroyed crops while walking
গালিভার যখন ব্লেফুস্কু দখল করতে অস্বীকার করে, তখন সম্রাট ও মন্ত্রীরা মনে করেন সে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। আসলে সে মানবিক কারণে নিষ্ঠুর আদেশ মানেনি। এর ফলে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়।

0
Updated: 1 week ago