A
They failed in the war against Blefuscu
B
They were corrupt in trade
C
They supported the Prince who opposed him
D
They followed the Big-endian religion
উত্তরের বিবরণ
লিলিপুটের যুবরাজ হাই হিলদের সমর্থন করত। তাই সম্রাট আশঙ্কা করতেন—হাই হিলরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। এজন্য তিনি লো হিলদের সমর্থন দিতেন। এতে সুইফট দেখিয়েছেন—ক্ষমতার রাজনীতিতে বিরোধী দলকে সবসময় সন্দেহের চোখে দেখা হয়।

0
Updated: 1 week ago
Why did Gulliver avoid his family after returning home?
Created: 1 week ago
A
He was angry at his wife
B
He wanted to live with horses only
C
He disliked England’s politics
D
He saw them as Yahoos
দেশে ফিরে গালিভার মানুষকে ইয়াহুর মতো ভাবত। তার কাছে স্ত্রী-সন্তানও ইয়াহুর মতো অসভ্য মনে হতো। তাই সে তাদের থেকে দূরে থাকত এবং ঘোড়ার সঙ্গে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। এটি তার মানসিক পরিবর্তনের প্রতীক।

0
Updated: 1 week ago
How did the Queen of Brobdingnag treat Gulliver?
Created: 1 week ago
A
With kindness and care
B
As a prisoner
C
As a scientific object
D
With neglect and cruelty
কৃষক গালিভারকে রাজার প্রাসাদে বিক্রি করে দিলে রানি তাকে স্নেহ করেন। তিনি গালিভারের থাকার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করান এবং তার খাবার, নিরাপত্তা সবকিছু দেখাশোনা করেন। এতে গালিভার অনেক স্বস্তি পায়।

0
Updated: 1 week ago
How did Gulliver view the King of Brobdingnag?
Created: 1 week ago
A
As wise and morally upright
B
As cruel and arrogant
C
As ignorant of politics
D
As weak and careless
গালিভার রাজাকে ন্যায়পরায়ণ, জ্ঞানী ও সৎ শাসক হিসেবে বর্ণনা করে। যদিও রাজা ইংল্যান্ডকে ব্যঙ্গ করেন, তবুও গালিভার বুঝতে পারে তিনি উচ্চ নৈতিকতার অধিকারী। রাজা স্বার্থপরতা নয়, বরং ন্যায়ের পথে চলেন। এর মাধ্যমে সুইফট এক আদর্শ শাসকের প্রতিচ্ছবি দিয়েছেন।

0
Updated: 1 week ago