Why did the Emperor dislike the High Heels?
A
They failed in the war against Blefuscu
B
They were corrupt in trade
C
They supported the Prince who opposed him
D
They followed the Big-endian religion
উত্তরের বিবরণ
লিলিপুটের যুবরাজ হাই হিলদের সমর্থন করত। তাই সম্রাট আশঙ্কা করতেন—হাই হিলরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। এজন্য তিনি লো হিলদের সমর্থন দিতেন। এতে সুইফট দেখিয়েছেন—ক্ষমতার রাজনীতিতে বিরোধী দলকে সবসময় সন্দেহের চোখে দেখা হয়।

0
Updated: 1 month ago
What was the main political conflict in Lilliput?
Created: 1 month ago
A
Dispute about trade with foreign countries
B
Argument over land ownership
C
Struggle for choosing the Emperor’s successor
D
War with Blefuscu over egg-breaking custom
লিলিপুটের লোকেরা বলত ডিম ছোট দিক দিয়ে ভাঙতে হবে। তাদের শত্রু রাষ্ট্র ব্লেফুস্কুর লোকেরা বলত ডিম বড় দিক দিয়ে ভাঙতে হবে। এই ভিন্নমত থেকেই দুই দেশের মধ্যে দীর্ঘ রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব শুরু হয়। তাই ডিম ভাঙার সমস্যা শুধু লিলিপুটের ভেতরে নয়, বরং লিলিপুট ও ব্লেফুস্কু—দুটো রাষ্ট্রের মধ্যকার যুদ্ধের মূল কারণ। আসলে সুইফট এর মাধ্যমে ইউরোপের ক্যাথলিক বনাম প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্ব ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
What did the Houyhnhnms symbolize in Swift’s satire?
Created: 1 month ago
A
Blind faith and superstition
B
Power of military strength
C
Success in trade and wealth
D
Ideal of rational and moral life
হুইনহ্নিমরা এমন এক সমাজের প্রতীক, যেখানে সবকিছু যুক্তি ও নৈতিকতার ওপর দাঁড়িয়ে আছে। তারা মিথ্যা, লোভ, যুদ্ধ কিছুই জানে না। সুইফট তাদের মাধ্যমে দেখিয়েছেন—মানুষ এমন হতে পারলে সমাজ হবে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক।

0
Updated: 1 month ago
How did the Houyhnhnms arrange marriages?
Created: 1 month ago
A
Based on reason and breeding, not passion
B
Based on wealth and land
C
Based on love and beauty
D
Based on orders from the Yahoos
হুইনহ্নিমরা বিয়ে করত প্রজনন আর যুক্তির জন্য, প্রেম বা সৌন্দর্যের জন্য নয়। তারা দেখত এক পরিবারে ছেলে বেশি হলে মেয়ের সঙ্গে মেলানো যায়, যেন ভারসাম্য থাকে। এতে বোঝা যায় তাদের সমাজ সম্পূর্ণ যুক্তিনির্ভর ছিল।

0
Updated: 1 month ago