Why were High Heels considered superior by many Lilliputians?
A
They were wealthier than Low Heels
B
They represented old noble traditions
C
They were stronger in the army
D
They were closer to the Emperor
উত্তরের বিবরণ
হাই হিলরা ছিল প্রাচীন অভিজাত ও ঐতিহ্যবাহী শ্রেণির প্রতীক। অনেক সাধারণ মানুষ তাদেরকে শ্রদ্ধা করত, কারণ তারা প্রাচীন গৌরব ধরে রেখেছিল। এটি ইংল্যান্ডের টোরিদের প্রতীক। সুইফট দেখিয়েছেন—রাজনীতিতে ঐতিহ্য বনাম পরিবর্তনের দ্বন্দ্ব সবসময় থাকে।

0
Updated: 1 month ago
Gulliver's disgust with humans after the Houyhnhnms voyage is paradoxical because-
Created: 1 week ago
A
He believes humans can be fully reformed with education
B
He still accepts the inevitability of human moral corruption
C
He fully renounces human society and becomes a recluse
D
He entirely blames the Houyhnhnms for setting impossible standards
গালিভার (Gulliver) যখন হুইহ্নিমদের (Houyhnhnms) সমাজ থেকে ফিরে আসে, তখন মানুষের প্রতি তার বিতৃষ্ণা এক ধরনের বৈপরীত্যপূর্ণ মনোভাব (paradoxical attitude) প্রকাশ করে। তিনি যুক্তিবাদী ও নৈতিক জীব হিসেবে হুইহ্নিমদের অনুকরণ করতে চান, কিন্তু সেই চেষ্টাতেই নিজে হয়ে ওঠেন অতি অহংকারী ও মানববিরাগী (misanthropic)—যা আসলে সেই অযুক্তিকতা ও গর্বেরই প্রতিফলন, যেগুলোর জন্য তিনি মানুষকে ঘৃণা করেন।
১. হুইহ্নিমদের যুক্তিনির্ভর, শান্তিপূর্ণ জীবনের প্রতি গালিভারের আকর্ষণ তাকে মানব সমাজ থেকে দূরে ঠেলে দেয়।
২. কিন্তু এই বিচ্ছিন্নতা (isolation) তার নিজের মানবিক সীমাবদ্ধতাকেই তুলে ধরে—তিনি নিজেই প্রমাণ করেন যে মানুষ সম্পূর্ণভাবে যুক্তিনির্ভর হতে পারে না।
৩. ফলে, মানুষের দোষ খুঁজতে গিয়ে গালিভার নিজেই হয়ে ওঠেন অযৌক্তিক ও আত্মকেন্দ্রিক (irrational and self-righteous), যা তার চরিত্রে এক গভীর বৈপরীত্য সৃষ্টি করে।
এই কারণেই তার মানুষের প্রতি ঘৃণা একটি paradox — তিনি যেভাবে মানুষ হতে অস্বীকার করেন, সেটাই প্রমাণ করে তিনি এখনো মানুষ হিসেবেই চিন্তা ও প্রতিক্রিয়া করেন।

0
Updated: 1 week ago
Why did the Houyhnhnms distrust the Yahoos?
Created: 1 month ago
A
They were wise but dishonest
B
They were lazy but harmless
C
They were violent and greedy
D
They were weak and sickly
ইয়াহুরা ছিল হিংস্র, নোংরা ও লোভী। তারা সম্পদ, খাবার ও চকচকে জিনিসের জন্য লড়াই করত। তাই হুইনহ্নিমরা সবসময় তাদের থেকে দূরে থাকত। এটি মানুষের স্বভাবের অমানবিক ও পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছে।

0
Updated: 1 month ago
What advantage did Laputa have over Balnibarbi?
Created: 1 month ago
A
It had a stronger military
B
It could control them by floating above
C
It was richer in agriculture
D
It had better laws and justice
লাপুটার ভাসমান দ্বীপ উপরে নেমে এসে বালনিবার্বিকে শাসন করত। প্রয়োজনে দ্বীপ নামিয়ে শহর ধ্বংস করতে পারত। এভাবে তারা ভয় দেখিয়ে অধীন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। এটি ইউরোপের উপনিবেশবাদী শক্তির প্রতীকী চিত্র।

0
Updated: 1 month ago