Why did Gulliver become unpopular among Lilliputian ministers?
A
He secretly met Blefuscu’s soldiers
B
He demanded higher food supplies
C
He insulted their religious customs
D
He refused to follow their selfish plans
উত্তরের বিবরণ
লিলিপুটের অনেক মন্ত্রী রাজনীতিতে স্বার্থপর ছিল। তারা চেয়েছিল গালিভার সম্রাটের প্রতিটি আদেশ অন্ধভাবে পালন করুক। কিন্তু গালিভার যখন নিষ্ঠুর বা অন্যায় সিদ্ধান্ত মানেনি, তখন মন্ত্রীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এতে গালিভার ধীরে ধীরে তাদের অপছন্দের পাত্র হয়ে ওঠে।

0
Updated: 1 month ago
"Most pernicious race of little odious vermin" reflects-
Created: 1 week ago
A
Moral corruption of England's enemies
B
Swift's view that small-mindedness and factionalism are human flaws
C
Gulliver's bias against small people
D
A metaphor for disruptive insects
এই উক্তিটি জনাথন সুইফটের “Gulliver’s Travels”-এর ব্রডবিংন্যাগের রাজা (King of Brobdingnag)-এর বক্তব্য। এখানে সুইফট মানুষের চরিত্র ও সমাজব্যবস্থার এক গভীর ব্যঙ্গচিত্র তুলে ধরেছেন।
-
প্রথমত, রাজা “most pernicious race of little odious vermin” বলে মানুষের নৈতিক অবক্ষয় (moral decay) এবং ছোট মনের স্বভাব (small-mindedness) কে ঘৃণার সাথে তুলে ধরেছেন।
-
দ্বিতীয়ত, এই বক্তব্যের মাধ্যমে সুইফট দেখিয়েছেন যে মানুষের মধ্যে যে ক্ষুদ্র স্বার্থপরতা, দলাদলি (factionalism), হিংসা ও নৈতিক দুর্বলতা আছে, সেটাই মানবসভ্যতার সবচেয়ে বড় ত্রুটি।
-
শেষত, এই উক্তি কোনো ব্যক্তিগত ঘৃণা নয়, বরং মানবজাতির অহংকার, ক্ষমতার অপব্যবহার ও নৈতিক অধঃপতনের (moral corruption and moral failure) প্রতি এক তীব্র বিদ্রূপ।
অর্থাৎ, এই উক্তির মাধ্যমে সুইফট মানব সমাজের তুচ্ছতা ও নৈতিক ভণ্ডামিকে ব্যঙ্গ করেছেন—যা “Gulliver’s Travels”-এর মূল satirical vision-এর অন্যতম ভিত্তি।

0
Updated: 1 week ago
Why was Japan important in Gulliver’s last journey of this part?
Created: 1 month ago
A
It showed him a land of giants
B
It taught him advanced science
C
It made him rich with trade
D
It gave him a safe passage home
জাপান ছিল গালিভারের ফেরার পথে শেষ স্টপ। লাগনাগের রাজা তাকে জাপানে পাঠান, সেখান থেকে ইংল্যান্ডে ফেরার জাহাজের সুযোগ হয়। জাপান অংশটি তুলনামূলক ছোট হলেও গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই তার দীর্ঘ ভ্রমণ পর্বের সমাপ্তি ঘটে।

0
Updated: 1 month ago
Gulliver's Travels was written by -
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Mark Twain
C
Daniel Defoe
D
Jonathan Swift
Gulliver's Travels
-
লেখক: Jonathan Swift
-
যুগ: Augustan Age, 18th Century
-
ধরন: Satirical Novel
-
প্রকাশ: 1726
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে যায়, ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং অদ্ভুত দেশে পৌঁছায় যেখানে লোকেরা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুটদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে, পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সঙ্গে যুদ্ধেও সে জড়িত হয়।
-
শেষে Gulliver বেঁচে ফিরে আসে।
-
-
চারটি খন্ড:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the Country of the Houyhnhnms
-
Jonathan Swift
-
জাতীয়তা: Anglo-Irish
-
পেশা: Author ও Clergyman
-
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গরচয়িতা (Satirist)
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-
Source: Britannica

0
Updated: 1 month ago