A
Political divisions like Whigs and Tories in England
B
Social classes of rich and poor
C
Differences between men and women
D
Rivalry between soldiers and sailors
উত্তরের বিবরণ
লিলিপুটে “হাই হিল” আর “লো হিল” বিভাজন আসলে ইংল্যান্ডের তৎকালীন রাজনৈতিক দল—হুইগ ও টোরিদের প্রতীক। সুইফট দেখিয়েছেন কিভাবে তুচ্ছ কারণে রাজনৈতিক দলাদলি সমাজে বড় বিভাজন তৈরি করে।

0
Updated: 1 week ago
What was the King’s final opinion about the English people?
Created: 1 week ago
A
They were noble and wise
B
They were selfish and corrupt
C
They were brave and generous
D
They were peace-loving and kind
গালিভার যখন ইংল্যান্ডের রাজনীতি, রাজাদের যুদ্ধ, মন্ত্রীদের ষড়যন্ত্র ইত্যাদি বর্ণনা করে, তখন ব্রবডিংনাগের রাজা তাচ্ছিল্য করেন। তিনি বলেন, ইংরেজরা লোভী, দুর্নীতিগ্রস্ত ও স্বার্থপর। এর মাধ্যমে সুইফট দেখিয়েছেন ইউরোপের তৎকালীন রাজনৈতিক অবস্থার ব্যঙ্গচিত্র।

0
Updated: 1 week ago
What shape was the island of Laputa described as?
Created: 1 week ago
A
Round and flat like a circular plate
B
Square with sharp edges
C
Triangular with three peaks
D
Oval like an egg
সুইফট লাপুটাকে গোল ও চ্যাপ্টা প্লেটের মতো বর্ণনা করেছেন। এর ব্যাস ছিল প্রায় চার মাইল। এই অদ্ভুত আকার এবং ভাসমান বৈশিষ্ট্য পাঠকের কাছে এক রূপকথার মতো মনে হয়, কিন্তু আসলে এটি ছিল ব্যঙ্গচিত্র।

0
Updated: 1 week ago
Why did the Lilliputians tie Gulliver tightly?
Created: 1 week ago
A
They feared he might attack them
B
They wanted to control his movements
C
They planned to make him a servant
D
They thought he was a giant enemy
ছয় ইঞ্চি লম্বা লিলিপুটবাসীর কাছে গালিভার ছিল ভয়ংকর দৈত্য। তাই তারা তার নড়াচড়া নিয়ন্ত্রণ করতে চায় এবং ভেবে নেয় যে সে আক্রমণ করতে পারে। এজন্য তারা দড়ি দিয়ে তাকে বেঁধে রাখে। পরে তার আচরণ দেখে তারা বুঝতে পারে, সে শান্তিপ্রিয়।

0
Updated: 1 week ago