A
Practical religious tolerance
B
Foolish religious disputes
C
The science of eating habits
D
Political loyalty to the Emperor
উত্তরের বিবরণ
ডিম ভাঙার এই রূপক আসলে ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্বের ব্যঙ্গ। তুচ্ছ বিষয়ে যে ভয়ংকর যুদ্ধ শুরু হতে পারে, তা সুইফট ব্যঙ্গাত্মকভাবে দেখিয়েছেন। ডিম ভাঙার দিক মানে ছোট ধর্মীয় পার্থক্য, যা বাস্তবে বড় সংঘাত তৈরি করে।

0
Updated: 1 week ago
How did Gulliver reach Brobdingnag?
Created: 1 week ago
A
His boat drifted ashore after a storm
B
He was abandoned by sailors on the coast
C
He fell into the sea and swam
D
He was captured by pirates and left there
গালিভার একবার অভিযানে গেলে তার নাবিকেরা উপকূলে খাবার খুঁজতে নামে। হঠাৎ এক দৈত্য এসে পড়লে নাবিকেরা ভয় পেয়ে পালিয়ে যায়। গালিভারকে তারা একা ফেলে রেখে সমুদ্রে চলে যায়। এভাবেই সে ব্রবডিংনাগে আটকা পড়ে যায়।

0
Updated: 1 week ago
Why did the Brobdingnagians laugh at Gulliver’s pride in England?
Created: 1 week ago
A
England was too small compared to them
B
They considered the English wars foolish
C
They thought English science useless
D
They did not believe England existed
গালিভার ইংল্যান্ডের যুদ্ধজয় ও সামরিক শক্তির গর্ব করলে ব্রবডিংনাগবাসীরা হাসতে থাকে। তাদের কাছে এত ছোট মানুষের লড়াই তুচ্ছ মনে হয়। তারা মনে করে যুদ্ধ আসলে বোকামি ও নিষ্ঠুরতা। এতে ইউরোপীয় যুদ্ধনীতির প্রতি সুইফটের ব্যঙ্গ স্পষ্ট।

0
Updated: 1 week ago
What was the common physical feature of Laputans?
Created: 1 week ago
A
Very short and fat
B
Extremely tall and thin
C
One eye turned inward and the other upward
D
Dark skin and red hair
লাপুটার মানুষের চোখের অবস্থান ছিল অদ্ভুত—একটি চোখ ভেতরের দিকে, আরেকটি আকাশের দিকে। এটি প্রতীকীভাবে বোঝায় তারা সবসময় গণনা ও আকাশে ব্যস্ত থাকত, বাস্তব জীবনের প্রতি নজর ছিল না। সুইফট এটি ব্যবহার করেছেন ব্যঙ্গাত্মকভাবে।

0
Updated: 1 week ago