In the quote, what does “break their eggs at the convenient end” symbolize?
A
Practical religious tolerance
B
Foolish religious disputes
C
The science of eating habits
D
Political loyalty to the Emperor
উত্তরের বিবরণ
ডিম ভাঙার এই রূপক আসলে ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্বের ব্যঙ্গ। তুচ্ছ বিষয়ে যে ভয়ংকর যুদ্ধ শুরু হতে পারে, তা সুইফট ব্যঙ্গাত্মকভাবে দেখিয়েছেন। ডিম ভাঙার দিক মানে ছোট ধর্মীয় পার্থক্য, যা বাস্তবে বড় সংঘাত তৈরি করে।

0
Updated: 1 month ago
In Lilliput, Gulliver is seen as—
Created: 1 month ago
A
A giant
B
A tiny dwarf
C
A god
D
A beast
লিলিপুটে মানুষ মাত্র ছয় ইঞ্চি লম্বা। তাই গালিভার সেখানে দৈত্যের মতো দেখায়। এটি মানবসমাজের দৃষ্টিভঙ্গি ও ক্ষমতার হাস্যকর পার্থক্য প্রকাশ করে।

0
Updated: 1 month ago
How did Gulliver escape from Brobdingnag?
Created: 1 month ago
A
An eagle carried away his box
B
He secretly built a raft
C
The Queen helped him leave
D
He swam to the sea at night
গালিভারকে বহন করার বাক্সটি একদিন সমুদ্রের ধারে রাখা ছিল। হঠাৎ এক বিশাল ঈগল বাক্সটি তুলে নেয় এবং সমুদ্রে ফেলে দেয়। সৌভাগ্যক্রমে একটি জাহাজ এসে তাকে উদ্ধার করে। এভাবেই সে ব্রবডিংনাগ থেকে মুক্তি পায়।

0
Updated: 1 month ago
How did Gulliver finally reach Japan?
Created: 1 month ago
A
By secretly escaping with a sailor
B
By taking permission from Luggnagg’s King
C
By floating on a raft
D
By being rescued by pirates
লাগনাগ থেকে গালিভার জাপানে যাওয়ার অনুমতি পায়। রাজা তাকে নিরাপদে জাপানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পরে জাপান থেকেই গালিভার ইংল্যান্ডে ফেরার সুযোগ খুঁজে নেয়। এই সফরে তার ভ্রমণ পর্বটি নতুনভাবে সম্পূর্ণ হয়।

1
Updated: 1 month ago